Posted inBengali - বাংলা জ্ঞানচক্ষু : বহুবিকল্পভিত্তিক মডেল টেস্ট (দশম শ্রেণী বাংলা) Posted by By Sahaj Path 4.5 (1001) This is online model test on Gyanchokhu - Class 10 Bengali দশম শ্রেণী বাংলা : জ্ঞানচক্ষু Model Test organized by Sahaj Path Knowledge Foundation Participants should take a note that Each correct answer will give "2" marks Whereas each wrong answer will give "-1" mark. For worng answer these is negative marking Name School District Contact Number তপনের লেখা গল্পের নামDeselect Answer বিদ্যালয়ের প্রথম দিন স্কুলের প্রথম দিন সন্ধ্যাতারা প্রথম দিন None " তিনি নাকি বই লেখেন " - তিনি হলেন তপনেরDeselect Answer ছোটো মেসোমশাই বড়ো মামা ছোটো মাসি মেজো কাকা None তপন তার গল্পটা লিখেছেDeselect Answer রাজা রানীর ঘটনা নিয়ে ভৌতিক কান্ডকারখানা নিয়ে রাক্ষস খোক্ষসের বিষয় নিয়ে নিজের স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে None বই লেখা ছাড়া তপনের ছোট মেসোমশাই..Deselect Answer ওকালতি করেন ডাক্তারি করেন সরকারি অফিসে চাকরি করেন অধ্যাপনা করেন None গল্প পড়ার পর তপন সংকল্প করেDeselect Answer ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে ছাপতে দেবে আর কোনদিন গল্প লিখবে না নিজের পয়সা দিয়ে নিজের গল্প ছাপবে আরো বেশি করে গল্প লিখবে None তপনদের বাড়িতে এসে ছোট মাসি খেয়েছিল...Deselect Answer চাউমিন আর কফি পাপড় আর চা বিস্কুট আর কফি ডিম ভাজা আর চা None " না-না আমি বলছি- তপনের হাত আছে।"- ' হাত ' শব্দটি যে অর্থে প্রযুক্ত হয়েছে, তা হলো-Deselect Answer কুস্তি লড়ার দক্ষতা ছবি আঁকার দক্ষতা সুন্দর হাতের লেখার দক্ষতা গল্প লেখার দক্ষতা None " রত্নের মূল্য জোহরের কাছেই!"- এখানে " জহুরী " হলেনDeselect Answer বড়ো মেসোমশাই ছোটো মেসোমশাই ছোটো মামা মেজো কাকা None তপন তার প্রথম গল্প লিখেছিল..Deselect Answer ছাদের চিলেকোঠায় তিনতলার সিড়িতে আম বাগানে ঝুল বারান্দায় None তপনের গল্প ছোট মেসোমশাই ছাপাতে চানDeselect Answer শুকতারা পত্রিকায় কিশোর ভারতী পত্রিকায় সন্ধ্যাতারা পত্রিকায় দেশ পত্রিকায় None তপনের ছোট মেসোমশাইয়ের কিসের ছুটি চলছে?Deselect Answer বড়দিনের কোনোটিই নয় পুজোর গরমের None বাড়িতে তপনের নাম হয়েছেDeselect Answer কবি, সাহিত্যিক সাহিত্যিক, কথাশিল্পী লেখক, গল্পকার কবি, সাহিত্যিক, কথাশিল্পী None তপন গল্প লিখে প্রথম জানিয়েছিল-Deselect Answer ছোটো মেসোমাসিকে ছোটো কাকুকে ছোটো মামাকে ছোটো পিসিকে None তপন মামার বাড়িতে এসেছেDeselect Answer ছোটোমাসির বিয়ে উপলক্ষে ছোটোদাদার বিয়ে উপলক্ষে ছোটোমামার বিয়ে উপলক্ষে দূর্গাপূজা উপলক্ষে None " তা ওরকম একটি লেখক মিশে থাকা মন্দ নয়। "- উক্তিটির বক্তা হলেন-Deselect Answer তপনের ছোটো মাসি তপনের বাবা তপনের মেজো কাকু তপনের মামা None " শুধু এইটাই জানা ছিল না"-. যা জানা ছিল না, তা হলোDeselect Answer ছোটো মেসোমশাই একজন অধ্যাপক গল্প সহজ সাধারণ মানুষ এই লিখতে পারে নিজে নিজে ভালো গল্প লেখা যায় ছোটো মেসোমশাই একজন লেখক None " দুপুরবেলা, সবাই যখন নিথর নিথর, " - এখানে যে ঋতুর দুপুরের কথা বলা হয়েছে, সেটি হলDeselect Answer গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল বসন্তকাল None " কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো। "- এই মন্তব্যটি করেনDeselect Answer তপনের ছোটো মাসি তপনের মেজো কাকা তপনের মা তপনের ছোটো মেসোমশাই None ' তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে' -Deselect Answer আনন্দ পায় দুঃখ পায় পুলকিত হয় অবাক হয় None " মেসোর উপযুক্ত কাজ হবে সেটা "- এখানে উল্লেখিত উপযুক্ত কাজটি কি?Deselect Answer তপনকে লিখতে উৎসাহ দেওয়া তপনকে লিখতে বাধা দেওয়া তপনের লেখা ছাপিয়ে দেওয়া তপনের লেখা কারেকশন করে দেওয়া None ' চায়ের টেবিলে উঠে কথাটা?' - কোন সময়ে চা পান হচ্ছিল?Deselect Answer বিকালে সন্ধ্যেয় রাত্রে সকালে None ' এ দেশের কিছু হবে না ' - এই কথা বলে তপনের মেসো চলে যানDeselect Answer কলেজে খবরের কাগজ পড়তে চায়ের টেবিলে সিনেমা দেখতে None " জ্ঞানচক্ষু " গল্পের উৎস হলDeselect Answer প্রথম প্রতিস্রুতি ক্যাকটাস ইজ্জত কুমকুম None " পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? "- অলৌকিক ঘটনাটি হল-Deselect Answer এক লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছে তপন দেখল ছাপানো গল্পের একটি লাইন ও তার নিজের নয় বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী তপনের লেখা গল্প ' সন্ধ্যাতারা ' পত্রিকায় ছাপা হয়েছে None তপনের ছোট মাসি তার থেকে কত বছরের বড়?Deselect Answer বছর দশেকের বছর বারোর বছর আষ্টেকের বছর পাঁচেকের None How useful is this content? Click on a star to rate it! Submit Rating 4.5 / 5. 1001 Views: 1,140 Facebook X (Twitter)