যে মিউটেশনে এক বা একাধিক নিউক্লিওটাইড-এর সংযুক্তি বা বিযুক্তি বা ইনভারশনের ফলে জিনের সামগ্রিক সজ্জারীতির পরিবর্তন ঘটে, তাকে _________মিউটেশন বলে।Deselect Answer
পৃথিবীতে জীবন জীবনের উৎপত্তির সংক্রান্ত একটি প্রচলিত মতবাদ অনুযায়ী ,জীবন সৃষ্টির পুর্বে পৃথিবীর পরিবেশ ছিল –Deselect Answer
কে প্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতস্ফুর্ত ভাবে হয় নাDeselect Answer
উরে ও মিলার-এর পরীক্ষায় মিথেন (CH4), অ্যামোনিয়া (NH3) ও হাইড্রোজেন (H2) -এর অনুপাত ছিল –Deselect Answer
বর্তমান স্তন্যপায়ী প্রাণীদের পূর্বপুরুষেরা পতঙ্গভুক, পাঁচ আঙুলযুক্ত প্রাণী ছিল।
পরে পাঁচটি ভিন্ন ভিন্ন পরিবেশের উপযোগী হিসেবে অভিযোজিত হয়েছে – বৃক্ষবাসী, উড্ডয়নশীল, দ্রুতগামী স্থলবাসী, জলবাসী।
এই ঘটনাটি প্রদত্ত কোনটির উদাহরণ?Deselect Answer
নীচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো
| ডানস্তম্ভ | বামস্তম্ভ |
| (a) মাইক্রোস্ফিয়ার | (i) ওপারিন |
| (b) বায়োজেনেটিক তত্ত্ব | (ii) ফক্স |
| (c) কোয়াসারভেট | (iii) হ্যালডেন |
| (d) হট ডাইলুট স্যুপ | (iv) হেকেল |
Deselect Answer
হার্ডি-উইনবার্গের সূত্রে কোটি হেটারোজাইগাস জীবের সংখ্যা (Frequency)-কে সূচিত করে ?Deselect Answer
স্বাভাবিক ডিপ্লয়েড কোশে মিউটেশনের ফলে একটি অতিরিক্ত ক্রোমোজোম যদি যুক্ত হয়ে (2n + 1) হয়, তবে তাকে বলে –Deselect Answer
ভৌগোলিক অবস্থানগত পার্থক্য, শারীরিক ভিন্নতা বা বাস্তুতান্ত্রিক পার্থক্য প্রভৃতি কারণে দুটি জীবগোষ্ঠী পরস্পর আন্তঃপ্রজননে অক্ষম হলে, সেই ঘটনাকে বলা হয় —Deselect Answer
যে-সমস্ত অঙ্গ কার্যগতভাবে এক, কিন্তু উৎপত্তিভাবে এবং গঠনগতভাবে আলাদা, তাদের বলা হয় –Deselect Answer
প্রদত্ত বক্তব্যগুলির মধ্যে কতগুলি সঠিক, তা নির্বাচন করো –
(i) একটি বদ্ধ ফ্লাস্কে CH4, H2, NH3 গ্যাসের উপস্থিতিতে বিজ্ঞানী মিলার তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করেছিলেন
(ii) মিলার ফ্লাঙ্কে আর্জিনিন, অ্যালানিন এবং গ্লুটামিক অ্যাসিডের মতো অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে দেখেন
(iii) আজ থেকে প্রায় 3 বিলিয়ন বছর পূর্বে প্রথম জীবনের অকোশীয় অবস্থার সৃষ্টি হয়
(iv) আজ থেকে প্রায় 4.5 মিলিয়ন বছর পূর্বে পৃথিবী সৃষ্টি হয়
(v) পৃথিবীর প্রাথমিক পরিবেশ ছিল জারণধর্মীDeselect Answer