Posted inGeography - ভূগোল নবম শ্রেণীর ভূগোল: চতুর্থ অধ্যায় Posted by By Sahaj Path 4.5 (3002) ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ Geography Class 9: Chapter 4 সহজ পাঠ শিক্ষক / শিক্ষিকাদের সাথে সরাসরি কথা বলতে কল করো ১৮০০৮৯০৬০০৬ টোল ফ্রি নম্বরে This is online model test on Class 9: Geography: Chapter 4 Model Test organized by Sahaj Path Knowledge Foundation Participants should take a note that Each correct answer will give "2" marks Whereas each wrong answer will give "-1" mark. For worng answer these is negative marking Name School District Email Phone Are you registered in Sahaj Path "Teacher on Call" free educational support program? Yes No পৃথিবীর ছাদ বলা হয়—Deselect Answer পামির মালভূমিকে ছোটোনাগপুর মালভূমিকে তিব্বত মালভূমিকে দাক্ষিণাত্য মালভূমিকে None যে প্রক্রিয়ায় অসমতল ভূমি সমতলে পরিণত হয় তা হল –Deselect Answer ভূআন্দোলন পর্যায়ন অবরোহন আরোহন None ভারতের লাদাখ মালভূমি এক ধরনের –Deselect Answer ব্যবচ্ছিন্ন মালভূমি লাভা মালভূমি শিল্ড মালভূমি পর্বতবেষ্টিত মালভূমি None ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয়-Deselect Answer গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বত মহাদেশ ভঙ্গিল পর্বত None আগ্নেয় মেঘলা দেখা যায় –Deselect Answer কুমেরু মহাসাগরীয় অঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত মহাসাগরীয় অঞ্চলে আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে None মহিভাবক আলোড়নে শিলায়—Deselect Answer ভাঁজ সৃষ্টি হয় সঞ্চয় হয় ক্ষয় হয় চ্যুতি সৃষ্টি হয় None পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণি—Deselect Answer হিমালয় রকি আল্পস আন্দিজ None ভূ-আলোড়ন একটি—Deselect Answer মহাজাগতিক প্রক্রিয়া বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া None ভাঁজ খেয়ে সৃষ্টি হয়েছে ভারতের—Deselect Answer হিমালয় পর্বত বিন্ধ্য পর্বত সাতপুরা পর্বত পশ্চিমঘাট পর্বতমালা None ভারতের একটি উচ্চ মালভূমি হল –Deselect Answer ছোটোনাগপুর দাক্ষিণাত্য মালব লাদাখ None নিচের কোন্টি পৃথিবীর বৃহত্তম পাত –Deselect Answer উত্তর আমেরিকা আফ্রিকা প্রশান্ত মহাসাগরীয় ইউরেশিয় None ‘টেল’ ভূমিরূপ গঠিত হয়—Deselect Answer বায়ুর ক্ষয়কার্যের ফলে নদীর সঞ্চয়কার্যের ফলে উপকূলের বালি সঞ্জিত হয়ে হিমবাহের নুড়ি ও কাদা সঞ্চয়ের ফলে None জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রকৃতপক্ষে একটি –Deselect Answer বনভূমি স্তূপ পর্বত কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বৃক্ষহীন অঞ্চল None নিম্নলিখিত কোন্টি ভারতের লাভা মালভূমি –Deselect Answer লাদাখ ডেকানট্র্যাপ বুন্দেলখন্ড মালনাদ None ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ হল –Deselect Answer ভিসুভিয়াস স্ট্রম্বলি ক্রাকাতোয়া এটনা None একটি বহির্জাত প্রক্রিয়া-Deselect Answer ভূমিকম্প বায়ুপ্রবাহ আগ্নেয়োচ্ছ্বাস ভূ-আন্দোলন None ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে ঘটে—Deselect Answer আকস্মিক আলোড়ন মহাজাগতিক আলোড়ন মহিভাবকআলোড়ন গিরিজনি আলোড়ন None ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমির উদাহরণ হল-Deselect Answer দাক্ষিণাত্য তিব্বত মালব মালভূমি ছোটোনাগপুর None শিলাস্তরে ভাজ পড়ে সৃষ্টি হয়—Deselect Answer ভঙ্গিল পর্বত আগ্নেয় পর্বত স্তূপ পর্বত সঞ্চয়জাত পর্বত None পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত হলো –Deselect Answer রকি অল্পাস আন্দিজ হিমালয় None পাকিস্তানের সল্টরেঞ্জ একটি—Deselect Answer ক্ষয়জাত পর্বত স্তূপ পর্বত আগ্নেয় পর্বত ভঙ্গিল পর্বত None সমগ্ৰায়ভূমির মাঝে শক্ত পাথরের টিলার ন্যায় ভূমিরূপকে বলে—Deselect Answer লোয়েস ডেল্টা মোনাডনক বাজাদা None ভূপৃষ্ঠে সমান্তরাল দুটি ফাটলের মাঝের অংশ উঠে সৃষ্টি হয়-Deselect Answer ভঙ্গিল পর্বত সঞ্চয়জাত পর্বত ক্ষয়জাত পর্বত স্তূপ পর্বত None নিম্নলিখিত কোন্টি ভারতের গ্রস্ত উপত্যকা –Deselect Answer কাবেরী মহানদী গোদাবরী নর্মদা None লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে—Deselect Answer চিনে আমেরিকা যুক্তরাষ্ট্রে ভারতে জাপানে None আলফ্রেড ওয়েগনার ‘মহীসঞ্চরণ’ মতবাদের ব্যাখ্যা দেন—Deselect Answer 1914 সালে 1922 সালে 1912 সালে 1896 সালে None বিদার অগ্ন্যুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হল –Deselect Answer লাভা মালভূমি আগ্নেয়গিরি পর্বতবেষ্টিত মালভূমি স্তূপ পর্বত None পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত –Deselect Answer মাউন্ট হেলমস ওজোস ডেল সালাডো কটোপাকসি ফুজিয়ামা None তুরানের নিম্নভূমি একটি—Deselect Answer উন্নত সমভূমি অবনত সমভূমি পেডিমেন্ট সমভূমি সমপ্ৰায়ভূমি None গাঙ্গেয় সমভূমি একটি—Deselect Answer পলল সমভূমি উন্নত সমভূমি বদ্বীপ সমভূমি অবনত সমভূমি None গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী-Deselect Answer নর্মদা লুনি গঙ্গা সবরমতী None গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে—Deselect Answer রাইন নদী সিন নদী গোদাবরী নদী ভিলা নদী None মহাদেশীয় পাতের ঘনত্ব প্রতি ঘনসেমিতে—Deselect Answer 290 গ্রাম 270 গ্রাম 310 গ্রাম 260 গ্রাম None ঠিক জোড়টি নির্বাচন করো –Deselect Answer আগ্নেয় পর্বত - সাতপুরা ক্ষয়জাত পর্বত - আরাবল্লী স্তূপ পর্বত - হিমালয় ভঙ্গিল পর্বত - ব্যারেন None আগ্নেয়গিরির সংখ্যা সবচেয়ে বেশি দেখা যায়—Deselect Answer মধ্য মহাদেশীয় বলয়ে মধ্য আটলান্টিক বলয়ে মধ্য ভারত মহাসাগরীয় বলয়ে প্রশান্ত মহাসাগরীয় বলয়ে None একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হল –Deselect Answer আরাবল্লী হিমালয় আল্পাস রকি None টেবিল ল্যান্ড বলা হয় –Deselect Answer পাহাড়কে পর্বতকে মালভূমিকে সমভূমিকে None ঝাড়খণ্ডের রাজমহল একটি –Deselect Answer আগ্নেয় পর্বত ক্ষয়জাত পর্বত স্তূপ পর্বত ভঙ্গিল পর্বত None How useful is this content? Click on a star to rate it! Submit Rating 4.5 / 5. 3002 Views: 3,133 Facebook X (Twitter)