
1. সঠিক উত্তরটি নির্বাচন করো । [মান – 1]
1.1 আজ সকাল থেকে বসে গণেশ লিখেছে—
(ক) গল্প (খ) কবিতা (গ) নাটক (ঘ) ভ্রমণকাহিনি
1.2 রামানন্দ চট্টোপাধ্যায় কোন্ পত্রিকার সম্পাদক ছিলেন?
(ক) সাধনা (খ) বঙ্গদর্শন (গ) প্রবাসী (ঘ) হিতবাদী
1.3 ‘কোকনদ’ শব্দের অর্থ হলো-
(ক) লাল পদ্ম (খ) নীল পদ্ম (গ) সাদা পদ্ম (ঘ) লাল গোলাপ
1.4 ‘পাখি সব করে রব রাতি পোহাইল …’ কবিতাটির কবি হলেন-
(ক) মদনমোহন তর্কালঙ্কার (খ) মধুসূদন (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
1.5 ছন্দ আছে-
(ক) জোছনাতে (খ) পূর্ণিমাতে (গ) সারারাতে
1.6 ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় যে ঋতুর উল্লেখ আছে তা হলো-
(ক) গ্রীষ্ম-বর্ষা (খ) বসন্ত-শরৎ (গ) শীত-হেমন্ত
1.7 ‘পাগলা গণেশ’ একটি-
(ক) বিজ্ঞান (খ) কল্পবিজ্ঞান (গ) রূপকথা বিষয়ক গল্প
1.8 কবিকে নীল রংটি ধার দিতে চায়-
(ক) চড়ুই (খ) আকাশ (গ) দোকানদার (ঘ) মাছরাঙা
2. সঠিক উত্তরটি নির্বাচন করো । [মান – 1]
2.1 দৈবের বশে, জীব-তারা কোথায় খসে পড়তে পারে?
(ক) স্বদেশে (খ) ভারতে (গ) প্রবাসে (ঘ) বিদেশে
2.2 তাইতো সহস্র পাখির ______ আজ দিগন্ত মুখর।
(ক) ডাকে (খ) গানে (গ) কলতানে (ঘ) ধ্বনিতে
3. সঠিক উত্তরটি নির্বাচন করো । [মান – 2]
3.1 নীচের কোনটি তদ্ভব শব্দ?
(ক) কানাই (খ) কাজ (গ) কেষ্ট (ঘ) কৃষ্ণ
3.2 চা, চিনি, লুচি—এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে?
(ক) গ্রিক (খ) বর্মি (গ) ফরাসি (ঘ) চিনা
3.3 বাবা কোন্ দেশীয় শব্দ?
(ক) ওলন্দাজ (খ) তুর্কি (গ) পেরু (ঘ) স্পেনীয়
4. নীচের প্রশ্নের উত্তর দাও। [মান – 1]
4.1 রামকিঙ্করের প্রথম শিল্প শিক্ষার স্কুল কোনটি?
4.2 খোকনের বাবার চিত্রকর বন্ধু কোথায় থাকেন?
4.3 ‘ছন্দ শোনা যায় নাকো।’ –কবির ভাবনায় কখন আর ছন্দ শোনা যায় না?
4.4 ‘আত্মকথা’ গল্পটি কার জীবনকথা?
4.5 ‘My Native Land, Good night’ — উক্তিটি কার?
4.6 ছন্দে কান রাখলে জীবন কেমন হবে?
4.7 “পদ্য লেখা সহজ নয়” — পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন?
4.8 ছন্দ শোনার জন্য কবি কী কী পরামর্শ দিয়েছেন?
4.9 ‘পাগলা গণেশ’ কোথায় আশ্রয় নিয়েছিল?
4.10 ‘একুশের কবিতা’য় ‘একুশ’ বলতে কী বোঝানো হয়েছে?
4.11 ‘এ মিনতি করি পদে।’ কবি কার কাছে প্রার্থনা জানিয়েছেন?
4.12 ‘অবজার্ভেটরি’ এর বাংলা প্রতিশব্দ কী?
4.13 কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়?
5. নীচের প্রশ্নের উত্তর দাও। [মান – 1]
5.1 কখন পদ্য লেখা সহজ হবে?
5.2 জোনাকিরা কোথায় ‘অ’ ‘আ’ লিখছে?
5.3 সোনা-টিয়া কোন জঙ্গলে গিয়েছিল?
5.4 সোনা-টিয়া ঘড়িওলাকে কী খেতে দিল?
5.5 আম্মা কে ছিলেন?
5.6 রাতে সোনারা কোথায় ঘুমিয়েছিল?
5.7 ঘড়িওলার দেওয়া হ্যান্ডবিলটি কী রঙের ছিল?
5.8 সোনা হোটেলওলার কাছে মাকুর কী নাম বলেছিল?
5.9 মাকু উপন্যাসধর্মী রচনাটি কার লেখা?
5.10 সোনা-টিয়ার বয়স কত?
5.11 কালিয়ার বনে কে গোরু খুঁজতে গিয়েছিল?
5.12 ‘পানুয়া’ কে?
5.13 সোনা-টিয়া কালিয়ার বনে কী খুঁজতে এসেছে?
5.14 কাউকে কাঁদতে দেখলে টিয়ার কী হয়?
6. নীচের প্রশ্নের উত্তর দাও। [মান – 3]
6.1 ছেরাদ্দ, হাত কোনটি কী ধরনের শব্দ?
6.2 খণ্ডিত শব্দ কাকে বলে?
6.3 মিশ্র শব্দ কাকে বলে?
6.4 বিদেশি ও তৎসম শব্দ যোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও।
7. নীচের প্রশ্নের উত্তর দাও। [মান – 2]
7.1 কালিয়ার বনে কীভাবে যাওয়া যায়?
7.2 আম্মা কে ছিলেন?
7.3 মাকুকে কে বানিয়েছিল?
8. নীচের প্রশ্নের উত্তর দাও। [মান – 2]
8.1 কুতুবমিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন?
8.2 “ও মশাই, এমন বিকট শব্দ করছেন কেন?” কার উদ্দেশে কারা এ কথা বলেছিল? কোন্ কাজকে তারা ‘বিকট শব্দ’ বলে মনে করেছিল?
9. নীচের প্রশ্নের উত্তর দাও। [মান – 2]
9.1 “এ মিনতি করি পদে”—কবি কার কাছে কী প্রার্থনা জানিয়েছেন ?
9.2 ‘মাতৃভাষা’ কবিতায় কবি মাতৃভাষার কাছে ফিরে আসাকে কোন্ কোন্ বিষয়ের সাহায্যে স্পষ্ট করেছেন ?
![]()