Posted inBengali - বাংলা দশম শ্রেণী বাংলা : অভিষেক (কবিতা) মডেল টেস্ট – ০১ Posted by By Sahaj Path 4.5 (2002) This is online model test on Abhishek : Bengali Poem Model Test Part 01 দশম শ্রেণী বাংলা : অভিষেক (কবিতা) Model Test organized by Sahaj Path Knowledge Foundation Participants should take a note that Each correct answer will give "2" marks Whereas each wrong answer will give "-1" mark. For worng answer these is negative marking Name School District Phone Email Are you registered in Sahaj Path free educational program "Teacher on Call" ? Yes No ‘ জ্বরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী’— এখানে ‘ কল্যাণী ‘ হলেন – Deselect Answer বিমলা সরলা অমলা প্রমীলা None ‘ নাদিলা কর্পূরদল ‘ — ‘ কর্পূরদল ‘ বলতে বোঝানো হয়েছে –Deselect Answer রাক্ষসবৃন্দকে হনুমানবৃন্দকে দেবতাবৃন্দকে মানববৃন্দকে None ‘অভিষেক’কবিতাটিতে কার অভিষেক হয়েছে—Deselect Answer মেঘনাদের বিভীষণের বীরবাহু কুম্ভকর্ণের None ‘ কনক – আসন ত্যজি , বীরেন্দ্রকেশরী ‘ — বীরেন্দ্রকেশরী হলেন— Deselect Answer রাবণ কুম্ভকর্ণ ইন্দ্ৰজিৎ রাঘব None ‘ ঘুচাব এ অপবাদ , বধি _____ ।Deselect Answer দেবকুলে রিপুকুলে অসুরকুলে বানরকুলে None মহাবাহু হলেন –Deselect Answer রামচন্দ্র ইন্দ্ৰজিৎ রাবণ বীরবাহু None মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রহসনটি হল –Deselect Answer চিরকুমার সভা একেই কি বলে সভ্যতা আনন্দ বিদায় সধবার একাদশী None দশাননাত্মজ হলেন – Deselect Answer লক্ষ্মণ ইন্দ্ৰজিৎ বিভীষণ রাম None ‘ তাজ কি কিঙ্করীরে আজি ? ‘ — ‘ কিঙ্করী ‘ শব্দের অর্থ—Deselect Answer কিঙ্কিণি কিন্নরী সেবিকা ললনা None “কিম্বা যথা বৃহন্নলারূপী/ কিরীটি”—বৃহন্নলাহল –Deselect Answer নারী রূপধারী অর্জুন একজন সাধারণ নারী বিরাটরাজার কন্যা মহাশক্তিশালী ভীম None ‘ মেঘবর্ণ রথ ; চক্র _____ ।Deselect Answer স্বর্ণময় ছড়া বিজলির ছটা রামধনুর ছটা ময়ূর পেখম None ‘ অভিষেক ‘ শীর্ষক কাব্যাংশটি কোন সর্গ থেকে গৃহীত ?Deselect Answer চতুৰ্থ সৰ্গ নবম সর্গ প্রথম সর্গ সপ্তম সর্গ None রথে চড়ে বীর – চূড়ামণি বীরদর্পে , —’বীর – চূড়ামণি ‘ বলতে বলা হয়েছে – Deselect Answer রামচন্দ্র বিভীষণ রাবণ ইন্দ্রজিৎ None ‘ গহন কাননে ,_____ বাঁধিলে সাধে করি – পদ , ‘Deselect Answer ব্রততী বেড়া জালে সাপটি ফাঁদ পেতে None ধাত্রী প্রভাষার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে এসেছিলেন— Deselect Answer দেবী চণ্ডী দেবী সরস্বতী দেবী দুর্গা দেবী লক্ষ্মী None ‘ হেমলতা আলিদায়ে তরু – কুলেশ্বরে ‘ — ‘ হেমলতা ‘ হল –Deselect Answer মাধবীলতা সন্ধ্যামণি স্বর্ণলতা অপরাজিতা None ইন্দ্রজিৎ সমরে , নাশ করতে চলেছে –Deselect Answer পবনকে রাঘবকে যদুনন্দনকে লক্ষ্মণকে None ‘ এ বারতা , এ অদ্ভুত বারতা ____Deselect Answer ভগবতী মাতঃ জননী রাক্ষসী None ‘ পদ – তলে পড়ি শোভিল কুণ্ডল , –’কুণ্ডল ‘ শব্দের অর্থ—Deselect Answer কণ্ঠহার নূপুর কর্ণভূষণ কঙ্কণ None “নিশারণে সংহারিণু আমি / রঘুবরে,”—“রঘুবর’ বলতে বােঝানে হয়েছেDeselect Answer রামচন্দ্রকে দশরথকে বীরবাহুকে লক্ষ্মণকে None ‘ রক্ষ রক্ষঃকুলমান ‘ — রক্ষকুলের মান রক্ষা করবেন –Deselect Answer রাবণ বিভীষণ ইন্দ্ৰজিৎ লক্ষ্মণ None কহিলা কাঁদিয়া ধনি ; ‘ — ‘ ধনি ‘ শব্দের অর্থ—Deselect Answer দেবী অর্থময়ী সৌন্দর্যময়ী যুবতি None ‘ রক্ষঃ – চূড়ামণি ‘ শব্দের অর্থ—Deselect Answer রাক্ষসকুলের ক্ষেত্রমণি রাক্ষসকুলের রক্ষামণি রাক্ষসকুলের শিরোমণি রাক্ষসকুলের সৈন্যমণি None ‘ ______ যথা নাদে মেঘ মাঝে ভৈরবে । ‘Deselect Answer বীরেন্দ্র রাঘবেন্দ্র শুরেন্দ্র পক্ষীন্দ্ৰ None শিঞ্জিনী আকর্ষি রোষে , ‘ — ‘ শিঞ্জিনী ‘ শব্দের অর্থ হল –Deselect Answer তূণ দুন্দুভি অসি ধনুকের ছিলা None “ইন্দ্রজিৎ,প্রণমিয়া ধাত্রীর চরণে”—‘ধাত্রী’ বলতে বোঝানাে হয়েছে— Deselect Answer প্রভাষা রাক্ষসীকে মন্দাদরীকে চিত্রাঙ্গদাকে প্রমীলাকে None ‘ নাদিলা কর্পূরদল হেরি বীরবরে মহাগর্বে ।— ‘ বীরবর ‘ হলেন—Deselect Answer রাবণ ইন্দ্ৰজিৎ লক্ষ্মণ বিভীষণ None _____ সংহারিনু আমি রঘুবরেDeselect Answer দিবা রণে মধ্যাহ্ন রণে নিশা রণে অপরাহ্ণ রণে None ‘ ধ্বজ ইন্দ্ৰচাপরূপী ; —– ইন্দ্ৰচাপরূপী ‘ বলতে বোঝায়Deselect Answer রাত্রিরূপীকে রামধনুরূপীকে মেঘরূপীকে জ্যোৎস্নারূপীকে None নীচের কোন নাটকটি মাইকেল মধুসূদন দত্তের রচিত নয় –Deselect Answer নরনারায়ণ ব্রজাঙ্গনা পদ্মাবতী শর্মিষ্ঠা None “ঘােরররণে/ হতপ্রিয় ভাইব”—এখানে কোন ভাইয়ের কথা বলা হয়েছে ?Deselect Answer বীরবাহু লক্ষ্মণ কুম্ভকর্ণ বিভীষণ None রোষে কুসুমদাম ছিড়ল –Deselect Answer রামচন্দ্র মেঘনাদ রাবণ কুম্ভকর্ণ None রণসজ্জায় সজ্জিত মেঘনাদের রথচক্রে ছিলDeselect Answer রবির দীপ্তি ঝলকানি বিজলীরছটা স্বর্ণবিভা None মাইকেল মধুসূদন দত্ত যে – ছন্দের জনক , তা হল –Deselect Answer গদ্য ছন্দ পাদাকুলক ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ অমিত্রাক্ষর ছন্দ None সসৈন্যে সাজেন আজি ____ আপনি ।Deselect Answer মারিতে বধিতে খেলিতে যুঝিতে None মেঘনাদ শত্রু পক্ষকে কোন অস্ত্রে ঘায়েল করতে অঙ্গীকারবদ্ধ ছিলেন— Deselect Answer বায়ুঅস্ত্র চক্র গদা ক্ষেপনাস্ত্র None তবে কেন তুমি , গুণনিধি , ‘ —’গুণনিধি ‘ বলতে বোঝানো হয়েছেDeselect Answer রামচন্দ্রকে ইন্দ্ৰজিৎকে রাবণকে পবনকে None ‘ কোথা প্রাণসখে , রাখি এ দাসীরে , ‘ —এখানে ‘ দাসী ‘ বলতে বোঝাচ্ছে – Deselect Answer প্রমীলাকে সীতাকে চিত্রাঙ্গদাকে নিকষাকে None ত্বরা করে আনতে বলা হয়েছে –Deselect Answer ঘোড়া পালকি রথ হাতি None মরে নাকি পুনরায় বেঁচে উঠেছে –Deselect Answer পবন লক্ষ্মণ রাঘব বীরবাহু None ‘ কোথায় পাইলে তুমি , শীঘ্ৰ কহ দাসে ।’— দাস হলেন – Deselect Answer রাবণ বিভীষণ লক্ষ্মণ ইন্দ্ৰজিৎ None "উদ্ধারিতে গোধন , সাজিলা শূর , _____ "Deselect Answer নিমবৃক্ষমূলে শমীবৃক্ষমূলে কদমবৃক্ষমূলে বটবৃক্ষমূলে None যুদ্ধযাত্রার আগে কোন যজ্ঞ করতে রাবণরাজা উপদেশ দিয়েছিলেনDeselect Answer সপ্তপদী যজ্ঞ নিকুম্ভিলা যজ্ঞ রাজসূয় যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ None “অভিষেক করিলা কুমারে।”—ইন্দ্রজিৎকে অভিষিক্ত করেছেনDeselect Answer কণক আসন পদে সেনাপতি পদে রাজপদে যুবরাজ পদে None মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয়—Deselect Answer ১৮৭৫ , ৩০ জুন ১৮৭৪ , ২৮ জুলাই ১৮৭২ , ৩০ জুন ১৮৭৩ , ২৯ জুন None ‘ বৈরীদল ‘ শব্দের অর্থ—Deselect Answer বন্ধুদল শত্রুদল মিত্রদল ভ্রাতৃদল None ____ বেড়ে স্বর্ণলঙ্কা ।Deselect Answer বামাদল কর্পূরদল রাক্ষসদল বৈরীদল None অম্বুরাশি – সুতা , ভগবতী ইন্দিরা সুন্দরী হলেন আসলে – Deselect Answer দেবী চণ্ডী দেবী মনসা দেবী দুর্গা দেবী লক্ষ্মী None ‘ উড়িছে কৌশিক – ধ্বজ ; ‘ – ‘ ধ্বজ ‘ শব্দের অর্থ –Deselect Answer দামামা কনক আসন পতাকা None অভিষেক ’ নামাঙ্কিত পাঠ্য অংশটি কোন্ কাব্য থেকে নেওয়া ?Deselect Answer তিলোত্তমাসম্ভব কাব্য মেঘনাদবধ কাব্য ব্রজাঙ্গনা কাব্য হেক্টরবধ কাব্য None ‘ বৃহন্নলারূপী কিরীটি , ‘ — ‘ কিরীটি ‘ হলেন –Deselect Answer ইন্দ্ৰজিৎ অর্জুন রাবণ বিভীষণ None মেঘনাদের পত্নী হলেনDeselect Answer চিত্রাঙ্গদা প্রমীলা নিকষা মন্দোদরী None বৃহন্নলারূপী কিরীটির গোধন উদ্ধারের সঙ্গী ছিলেন—Deselect Answer চিত্রাঙ্গদা পুত্র রাবণ পুত্র পবন পুত্র বিরাট পুত্র None সাজিলা রথীন্দ্রর্ষভ’- ‘ রথীন্দ্রর্ষভ ‘ শব্দের অর্থ –Deselect Answer শ্রেষ্ঠ রথী শ্রেষ্ঠ দেবতা এক শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ অসুর None বিদায় এবে দেহ _____ । Deselect Answer জ্যোৎস্নামুখী বিধুমুখী চাঁদমুখী শশীমুখী None ইন্দ্ৰজিতে জিতি তুমি , সতী , —’সতী ‘ বলতে বলা হয়েছে – Deselect Answer সরমাকে চিত্রাঙ্গদাকে নিকষাকে প্রমীলাকে None ‘ মেঘনাদবধ কাব্য ‘ – টির প্রকাশকাল –Deselect Answer ১৮৬৫ খ্রিস্টাব্দ ১৮৬১ খ্রিস্টাব্দ ১৮৬২ খ্রিস্টাব্দ ১৮৭২ খ্রিস্টাব্দ None আশুগতি বেগে ছুটছে যেন –Deselect Answer হস্তী রথ ব্যাঘ্র তুরঙ্গম None ‘ হৈমবতীসুত ‘ হলেন— Deselect Answer কার্তিকেয় গরুড় অর্জুন গণেশ None ‘ অম্বর উজলি ! ‘ — ‘ অম্বর ‘ শব্দের অর্থ হল –Deselect Answer আকাশ আগুন বন্যা বাতাস None ‘ হেথা আমি বামাদল মাঝে ? ‘ — ‘ বামা ‘ শব্দের অর্থ –Deselect Answer দেবী পুরুষ রাক্ষস নারী None অম্বুরাশি – সুতা যার মৃত্যুসংবাদ দিলেনDeselect Answer রাঘবের বীরবাহুর রাবণের বিভীষণের None How useful is this content? Click on a star to rate it! Submit Rating 4.5 / 5. 2002 Views: 2,069 Facebook X (Twitter)