
বহু নির্বাচনী প্রশ্ন
১। তেলা মাথায় কী দেওয়া মনুষ্য জাতির রোগ?
ক) তেল খ) পানি
গ) আঘাত ঘ) ওষুধ
২। কমলাকান্তের মতে ক্ষুদ্র শব্দটি কেমন ছিল?
ক) উফ্ খ) মেও
গ) ছি! ঘ) ইস্
৩। ‘বিড়াল’ রচনায় গাভিটির নাম কী?
ক) প্রসন্ন খ) মঙ্গলা
গ) মার্জারি ঘ) চারপায়ি
৪। কমলাকান্ত কী সেবন করতেন?
ক) তামাক খ) ভাং
গ) আফিম ঘ) গাঁজা
৫। ‘বিড়াল’ প্রবন্ধে পরোপকার কী?
ক) পরম ধর্ম খ) অন্যের প্রতি করুণা
গ) ভালো গুণ ঘ) সহনশীলতা
৬। কমলাকান্ত কী দিয়ে বিড়ালকে তাড়া করতে উদ্যত হলেন?
ক) লাঠি খ) ভগ্ন যষ্ঠি
গ) বাঁশের কঞ্চি ঘ) লৌহদণ্ড
৭। ‘প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব’—এতে কী প্রকাশ পায়—
i. সাম্যবাদ ii. পরশ্রীকাতরতা iii. সহমর্মিতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮। কমলাকান্তের মতে সোশিয়ালিস্টিক কে?
ক) মার্জার খ) নেপোলিয়ন
গ) ওয়েলিংটন ঘ) ডিউক
৯। ‘বিড়াল’ রচনায় মূলত কে চুরি করে?
ক) অভাবী ব্যক্তি খ) কৃপণ ধনী
গ) সাধু ঘ) সৎ ব্যক্তি
১০। ‘বিষবৃক্ষ’ কী জাতীয় রচনা?
ক) নাটক খ) উপন্যাস
গ) প্রবন্ধ ঘ) ছোটগল্প
১১। ধনী ব্যক্তির সেবায় ‘বিড়াল’ রচনার যে ভাবটি প্রকাশ পায়—
ক) শ্রদ্ধা করা খ) তেলা মাথায় তেল দেওয়া
গ) ভক্তি করা ঘ) সাদর সম্ভাষণ জানানো
১২। উল্লিখিত ক্ষুধার্ত লোকটির মাঝে ‘বিড়াল’ রচনায় কার চিত্র ফুটে উঠেছে?
ক) কমলাকান্তের খ) অনাহারী মার্জারের
গ) নসিরাম বাবুর ঘ) অসুস্থ লোকের
১৩। ‘বিড়াল’ রচনায় গাভির দুগ্ধ কে সংগ্রহ করে?
ক) মঙ্গলা খ) প্রসন্ন
গ) মার্জার ঘ) কমলাকান্ত
১৪। ‘বিড়াল’ বঙ্কিমচন্দ্রের একটি অনবদ্য সৃষ্টি। এ রচনায় ফুটে উঠেছে—
i. বঞ্চিতদের বক্তব্য ii. ধনিক শ্রেণির বৈশিষ্ট্য iii. ধর্মীয় অনুভূতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। ‘অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না’—উক্তিটি কার?
ক) প্রসন্নের খ) মার্জারের
গ) নসিরামের ঘ) কমলাকান্তের
১৬। ‘বিড়াল’ রচনায় কাকে আফিমখোর বলা হয়েছে?
ক) মার্জারকে খ) কমলাকান্তকে
গ) ডিউককে ঘ) নেপোলিয়নকে
১৭। ‘বিড়াল’ রচনায় কমলাকান্তকে কিভাবে উপস্থাপন করা হয়েছে?
ক) বিচারক খ) নেশাখোর
গ) বীরপুরুষ ঘ) কাপুরুষ
১৮। মার্জারের মতে কার দণ্ড হয়?
ক) বিড়ালের খ) চোরের
গ) বিচারকের ঘ) কমলাকান্তের
১৯। বিড়াল কার দুধ খেয়েছিল?
ক) মার্জারের খ) প্রসন্নের
গ) মঙ্গলার ঘ) ডিউকের
২০। ‘তেলা মাথায় তেল দেওয়া’—এতে কী প্রকাশ পায়?
ক) সেবা করা খ) চাটুকারিতা
গ) হঠকারিতা ঘ) বুদ্ধিমত্তা
২১। ‘জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ’—‘বিড়াল’ রচনায় কার কণ্ঠের প্রতিধ্বনি?
ক) অনাহারী মার্জারের খ) কমলাকান্তের
গ) সোহাগী বিড়ালের ঘ) চোরের
২২। সমাজে ধনী ব্যক্তিরা কার জন্য ভোজের আয়োজন করে থাকেন?
ক) দারিদ্র্যের খ) মধ্যবিত্তদের
গ) পণ্ডিতদের ঘ) যাদের খেতে বললে বিরক্ত হয়
২৩। কমলাকান্ত কাকে সমাজতান্ত্রিক মনে করেছেন?
ক) মার্জারকে খ) ডিউককে
গ) নিজেকে ঘ) বিচারককে
২৪। ‘একজন পাঁচজনের আহার্য সংগ্রহ করিবে কেন?’—এখানে ‘একজনের’ স্বরূপ কী?
ক) লোভী খ) ডাকাত
গ) ধনী ঘ) ধার্মিক
২৫। ওয়েলিংটন কে ছিলেন?
ক) লেখক খ) নাট্যকার
গ) দার্শনিক ঘ) বীরযোদ্ধা
২৬। বিচারককে উপবাস থাকতে বলা হয়েছে কেন?
ক) মার্জারকে চেনার জন্য খ) বেশি না খাওয়ার জন্য
গ) অনাহারের মর্ম বোঝার জন্য ঘ) ন্যায়বিচার করার জন্য
২৭। কমলাকান্তের আনন্দ কোথায়?
ক) মার্জারকে মারতে পেরে খ) আফিম খেতে পেরে
গ) চোরকে শাস্তি দিয়ে ঘ) একজনকে ভালো পথে আনতে পেরে
২৮। কমলাকান্ত কী হাতে ঝিমাচ্ছিলেন?
ক) হুক্কা খ) বই
গ) যষ্ঠি ঘ) বিড়ি
২৯। ‘রাধা রাণী’ কোন ধরনের রচনা?
ক) উপন্যাস খ) প্রবন্ধ
গ) কাব্যগ্রন্থ ঘ) নাটক
৩০। নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল?
ক) সেন্ট মার্টিন দ্বীপে খ) সেন্ট হেলেনা দ্বীপে
গ) মথুরায় ঘ) জেরুজালেমে
নিজে করি অনুশীলন প্রশ্নের উত্তর ৯৩৩০৭৫১০৪৯ নম্বরে হোয়াটস্যাপ করে পাঠালে চেক করে দেওয়া হবে (কেবলমাত্র সহজ পাঠ পরিষেবা নেয় সেইসব শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য)
সহজ পাঠ