Posted inBengali - বাংলা পথের দাবী : বহুবিকল্পভিত্তিক মক টেস্ট (দশম শ্রেণী বাংলা) Posted by By Sahaj Path 4.5 (1001) This is online mock test on Pother Dabi - Class 10 দশম শ্রেণী বাংলা : পথের দাবী Mock Test organized by Sahaj Path Knowledge Foundation Participants should take a note that Each correct answer will give "2" marks Whereas each wrong answer will give "-1" mark. For worng answer these is negative marking Name School District Contact Number Email নিমাইবাবু জগদীশকে কীসের দিকে নজর দিতে বলেছিলেন?Deselect Answer রাত্রের মেলট্রেনটার দিকে জাহাজঘাটের দিকে বন্দরের দিকে স্টেশনের দিকে None তলওয়ারকর হল-Deselect Answer রামদাসের পিতা রামদাস একজন ফিরিঙ্গি ইংরেজ পুলিশ অফিসার None গিরীশ মহাপাত্রের বুকপকের্টের রুমালে কোন্ প্রাণীর অবয়ব ছিল?Deselect Answer হায়না বাঘ হরিণ শেয়াল None গিরীশ মহাপাত্র তার ট্যাঁক থেকে বার করেছিল-Deselect Answer একটা দেশলাই গন্ডা-ছয়েক পয়সা পাঁচ টাকার একটি নোট একটি টাকা ও গন্ডা-ছয়েক পয়সা None ভামো নগরের উদ্দেশে যাত্রা করার সময়, অপূর্ব কাকে দেখল ?Deselect Answer গিরীশ মহাপাত্রকে অপূর্বর স্কুলজীবনের এক বন্ধুকে রামদাসের স্ত্রীকে তলওয়ারকরকে None “সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল।”-বন্ধুটি হল-Deselect Answer অপূর্ব নিমাইবাবু গিরীশ মহাপাত্র জগদীশবাবু None অপূর্বকে ভামো নগরে পাঠানো হয়েছিল, সেখানকার অফিসের-Deselect Answer ম্যানেজার পদ গ্রহণের জন্য শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ দেখাশোনার জন্য বন্ধ কাজকর্ম চালু করার জন্য None সব্যসাচী নিজের নাম কী বলেছিলেন?Deselect Answer সব্যসাচী মল্লিক অপূর্ব রায় গিরীশ মহাপাত্র নিমাই-মহাপাত্র None “…যদি কারও কাজে লাগে তাই তুলে রেখেচি।” বক্তা তুলে রেখেছিল-Deselect Answer টিনের বাক্স গাঁজার কলকে রুমাল মোজা None সব্যসাচী সন্দেহে আটক করা ব্যাক্তির বয়স-Deselect Answer চল্লিশের মধ্যে ত্রিশ-বত্রিশের কম ত্রিশ-বত্রিশের অধিক নয় চল্লিশের বেশি None ‘আশ্চায্য নেহি হ্যায় বাবুসাহেব”- বাবুসাহেবটি হলেন-Deselect Answer সব্যসাচী মল্লিক অপূর্ব তলওয়ারকর বড়োবাবু None ভাঙা টিনের তোরঙ্গটি ধরে বেরিয়ে এসেছিল-Deselect Answer সব্যসাচী রায় নিমাই মহাপাত্র গিরীশ মহাপাত্র অপূর্ব রায় None “বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন।”-‘এঁর’ বলতে বোঝানো হয়েছে-Deselect Answer তেওয়ারিকে নিমাইবাবুকে রামদাসকে জগদীশবাবুকে None তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশে গিয়েছিল-Deselect Answer দিল্লি কলকাতা কোনোটাই নয় রেঙ্গুন None অপূর্বকে ট্রেনের কামরায় পুলিশের লোক ঘুম ভাঙিয়েছিল-Deselect Answer পাঁচবার চারবার দুবার তিনবার None “আমার অবর্তমানে সমস্ত ভারই তো তোমার।”-বক্তা হলেন-Deselect Answer নিমাইবাবু জগদীশবাবু রামদাস অপূর্বর অফিসের বড়োবাবু None সব্যসাচী ডাক্তারি পাস করেছিলেন-Deselect Answer বিলাত থেকে আমেরিকা থেকে জার্মানি থেকে জাপান থেকে None অপূর্ব কোন্ শ্রেণির যাত্রী ছিল?Deselect Answer কোনোটাই নয় দ্বিতীয় শ্রেণির তৃতীয় শ্রেণির প্রথম শ্রেণির None অপূর্বকে প্রতিদিন যে ব্যক্তি তার হাতের তৈরি মিষ্টি খাওয়ার জন্য অনুরোধ করেছিলেন-Deselect Answer রামদাসের মা রামদাস রামদাসের স্ত্রী নিমাইবাবু None “এসব কথা বলার দুঃখ আছে”- ‘এসব কথা’ বলতে বোঝানো হয়েছে-Deselect Answer সব্যসাচীর গতিবিধির কথা অপূর্বর বাড়িতে চুরির কথা সব্যসাচীর লুকিয়ে থাকার কথা সব্যসাচীর প্রতি ভালোবাসার কথা None গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল ?Deselect Answer জাহাজঘাটায় রেল স্টেশনে বিমান বন্দরে পুলিশ স্টেশনে None কোন্ সময় অপূর্ব ভামো নগরের উদ্দেশে যাত্রা করে ?Deselect Answer বিকেল বেলায় দুপুর বেলায় সকাল বেলায় গভীর রাতে None রামদাস পেশায় ছিল-Deselect Answer করণিক সাংবাদিক অ্যাকাউন্ট্যান্ট পেশকার None “তুমি এখন যেতে পারো মহাপাত্র।”-কথাটি বলেছেন-Deselect Answer তলওয়ারকর অপূর্ব জগদীশবাবু নিমাইবাবু None ফিরিঙ্গি ছোঁড়ারা লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল-Deselect Answer অপূর্বকে তলওয়ারকরকে গিরীশকে রামদাসকে None কার জন্য অপূর্বর টাকাকড়ি ছাড়া বাকি সবকিছু চুরি হওয়ার থেকে বেঁচে গিয়েছিল?Deselect Answer সব্যসাচীর জন্য ব্রাহ্মণ পিয়াদার জন্য তেওয়ারির জন্য ক্রিশ্চান মেয়েটির জন্য None “বুনো হাঁস ধরাই এদের কাজ।”-‘বুনোহাঁস’ বলা হয়েছে-Deselect Answer ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ভারতীয়দের চোর-ডাকাতদের কালো মানুষদের None গিরীশ মহাপাত্রের বুকপকেট থেকে দেখা যাচ্ছিল-Deselect Answer গাঁজার কলকে একটি রুমালের কিছু অংশ লাল রঙের ফিতে ফুটবল None “টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত।”- ‘উভয়ে’ বলতে বোঝানো হয়েছে-Deselect Answer অপূর্ব ও তেওয়ারিকে অপূর্ব ও নিমাইবাবুকে অপূর্ব ও আরদালিকে অপূর্ব ও রামদাসকে None “তেওয়ারী ঘরে ছিল না,” তেওয়ারি গিয়েছিল-Deselect Answer রেঙ্গুনে ভামোয় বর্মায় নিজের দেশে None নিমাইবাবু গিরীশ মহাপাত্রকে জিজ্ঞাসা করেছিলেন-Deselect Answer সে কোথা থেকে এসেছে সে কী কী বই পড়েছে সে গাঁজা খায় কি না সে ফুটবল খেলতে জানে কি না None ট্রেনে অপূর্বর শয্যা প্রস্তুত করে দিয়েছিল-Deselect Answer ব্রাহ্মণ আরদালি টিকিট পরীক্ষক রামদাস বর্মা সাব-ইনস্পেকটর None রামদাসের স্ত্রীর সঙ্গে অপূর্বর সম্পর্ক ছিল-Deselect Answer মাসি-বোনপোর কাকিমা-ভাসুরপোর মামিমা-ভাগ্নের ভাই-বোনের None How useful is this content? Click on a star to rate it! Submit Rating 4.5 / 5. 1001 Views: 1,142 Facebook X (Twitter)