
Teacher: Ms. Keya Ganguly
- 15 টি পোস্টকার্ড কিনতে 2 টাকা 25 পয়সা লাগলে
- 36 টি পোস্টকার্ডের মূল্য কত হবে?
- 45 টাকায় কতগুলি পোস্টকার্ড কেনা যাবে?
- 75 কিমি দূরবর্তী কোনো স্থানে যেতে রেলের টিকিটের মূল্য প্রত্যেক যাত্রীর 215 টাকা। 120 কিমি দূরবর্তী কোনো স্থানে যেতে 25 জন যাত্রীর কত খরচ হবে?
- 60 টাকা মূল্যের একটি বই কিনলে 4টাকা 20 পয়সা ট্যাক্স দিতে হয়। আমি 150 টাকা মূল্যের একটি বই কিনলাম, আমাকে কত ট্যাক্স দিতে হবে এবং মোট কত টাকা বই-এর দাম দিতে হবে?
- একটি ট্রেন 8 ঘন্টায় 560 কিমি যায়।
- ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত?
- কলকাতা থেকে দিল্লীর দূরত্ব 1680 কিমি হলে,ঐ দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগবে?
- 12 জন লোক 12 দিনে যদি 144 বিঘা জমি চাষ করতে পারে, তবে 25 জন লোক 25 দিনে কত বিঘা জমি চাষ করবে?
- রবি সপ্তাহে 840 টাকা রোজকার করে। 36 দিনে সে কত টাকা রোজকার করবে?
- একটি ছাত্রাবাসে 40 জন ছাত্রের 25 দিনের খাবার মজুত ছিল। কিন্তু 10 জন নতুন ছাত্র, ঐ ছাত্রাবাসে থাকতে এলো। এখন ঐ মজুত খাবার সবার কতদিন চলবে?
- একটি ক্যাম্পে 30 জন লোকের 180 দিনের খাবার আছে। 30 দিন পর আরো 6 জন ঐ ক্যাম্পে যোগদান করল। এখন ঐ খাবার সবার কতদিন চলবে?
- নীচের সমস্যাদুটি ভাষায় লিখে সমাধান করো:
a.
|
লোকসংখ্যা ( জন ) |
দিনসংখ্যা |
আয় ( টাকা ) |
|
14 |
30 |
8400 |
|
60 |
7 |
? |
b.
|
পাম্প / মেশিন সংখ্যা |
সময় ( দিন ) |
জলের পরিমাণ ( লিটার ) |
|
14 |
10 |
2100 |
|
20 |
35 |
? |
![]()