গণিত নিজে করি অনুশীলন প্রশ্নমালা – ঐকিক নিয়ম : সেট ০১ (পঞ্চম শ্রেণী)

4.5
(501)

Teacher: Ms. Keya Ganguly

  1. 15 টি পোস্টকার্ড কিনতে 2 টাকা 25 পয়সা লাগলে
    1. 36 টি পোস্টকার্ডের মূল্য কত হবে?
    2. 45 টাকায় কতগুলি পোস্টকার্ড কেনা যাবে?
  1. 75 কিমি দূরবর্তী কোনো স্থানে যেতে রেলের টিকিটের মূল্য প্রত্যেক যাত্রীর 215 টাকা। 120 কিমি দূরবর্তী কোনো স্থানে যেতে 25 জন যাত্রীর কত খরচ হবে?
  1. 60 টাকা মূল্যের একটি বই কিনলে 4টাকা 20 পয়সা ট্যাক্স দিতে হয়। আমি 150 টাকা মূল্যের একটি বই কিনলাম, আমাকে কত ট্যাক্স দিতে হবে এবং মোট কত টাকা বই-এর দাম দিতে হবে?
  1. একটি ট্রেন 8 ঘন্টায় 560 কিমি যায়।
    1. ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত?
    2. কলকাতা থেকে দিল্লীর দূরত্ব 1680 কিমি হলে,ঐ দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. 12 জন লোক 12 দিনে যদি 144 বিঘা জমি চাষ করতে পারে, তবে 25 জন লোক 25 দিনে কত বিঘা জমি চাষ করবে?
  1. রবি সপ্তাহে 840 টাকা রোজকার করে। 36 দিনে সে কত টাকা রোজকার করবে?
  1. একটি ছাত্রাবাসে 40 জন ছাত্রের 25 দিনের খাবার মজুত ছিল। কিন্তু 10 জন নতুন ছাত্র, ঐ ছাত্রাবাসে থাকতে এলো। এখন ঐ মজুত খাবার সবার কতদিন চলবে?
  1. একটি ক্যাম্পে 30 জন লোকের 180 দিনের খাবার আছে। 30 দিন পর আরো 6 জন ঐ ক্যাম্পে যোগদান করল। এখন ঐ খাবার সবার কতদিন চলবে?
  1. নীচের সমস্যাদুটি ভাষায় লিখে সমাধান করো:
    a.

লোকসংখ্যা

( জন )

দিনসংখ্যা

আয়

( টাকা )

14

30

8400

60

7

?

           b.

পাম্প / মেশিন সংখ্যা

সময়

( দিন )

জলের পরিমাণ

( লিটার )

14

10

2100

20

35

?

Loading

How useful is this content?

Click on a star to rate it!

4.5 / 5. 501

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply