বাংলা মডেল প্রশ্নমালা – ৩ (সপ্তম শ্রেণী)

4.5
(1001)

1. সঠিক উত্তরটি নির্বাচন করো ।  [মান – 1]

  1. তিব্বতীদের প্রধান ব্যবসা ছিল –

(ক) পশম  (খ) রেশম  (গ) তাঁতবস্ত্র -এর ।

  1. ‘নেবুর পাতায় করমচা , / হে বৃষ্টি ’ –

(ক) ইটালিতে  (খ) লন্ডনে  (গ) স্পেনে যা । 

  1. আত্রাই নদীর জলধারার রং – 

(ক) লাল  (খ) নীল  (গ) গেরুয়া । 

  1. ‘ আকাশ জুড়ে এক্ষুনি এক –

(ক) ঈশ্বর  (খ) দেবতা  (গ) অসুর – চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে । 

  1. চন্দনগর থেকে পালিয়ে ননীবালা দেবী যান – 

(ক) কাশীতে  (খ) পেশোয়ারে  (গ) কলকাতায় ।

  1. অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল – 

(ক) যুগান্তর  (খ) আনন্দবাজার (গ) বর্তমান – পত্রিকা । 

  1. টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম হল – 

(ক) টুনু  (খ) দিবেন্দু (গ) গিরীণ । 

  1. রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে । – নিম্নরেখ শব্দটি– 

(ক) কর্ম  (খ) কর্তৃ (গ) করণ কারক ।

  1. ‘ বই – টই ’ কবিতাটি লিখেছেন – 

(ক) শঙ্খ ঘোষ  (খ) প্রেমেন্দ্র মিত্র (গ) সুকান্ত ভট্টাচার্য । 

10 ‘ ময়ট ‘ প্রত্যয় যোগে একটি শব্দ হল – 

(ক) মৃন্ময়  (খ) পানীয় (গ) চলিষ্ণু । 

  1. ক্রিয়ার আধারকে বলা হয় – 

(ক) করণ  (খ) অধিকরণ (গ) নিমিত্ত – কারক । 

 

[B] খুব সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :   [মান – 1] 

  1. ‘ হুলিয়া ‘ শব্দটির অর্থ কী ? 
  2. বাপ মায়েরা কী হলে ‘ মুচ্ছো ’ যাবেন ? 
  3. ‘ ভারততীর্থ ’ কবিতায় ভারতভূমিকে ‘ পূণ্যতীর্থ ‘ বলা হয়েছে কেন ?
  4. ‘ টই কাঁপে সব ‘ …. টই কোথায় কাঁপে ? 
  5. কারা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে ? 
  6. সূর্য্যি ডুবে যাওয়ায় কথকরা ‘ দুচ্ছাই ‘ বলেছে কেন ? 
  7. ‘ ওংকারধ্বনি ‘ বলতে কী বোঝায় ? 
  8. জাদুকর সোনা – টিয়াকে কী উপহার দিয়েছিল ? 
  9. সং কত টাকা পুরস্কার জিতেছিল ? 
  10. হোটেলওয়ালা আসলে কে ? 
  11. কারক কয় প্রকার ও কী কী ? 
  12. বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখ । 
  13. থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট কী ছিল ? 
  14. ননীবালা দেবী কার কাছ থেকে বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন ? 
  15. প্রাচীন পথ ধরে কোন তিনজন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন ? 

 

[C] নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও :   [মান – 2]

  1. ‘ হিঃ হিঃ – তুক করা হলো না ’ – বক্তা কে ? কাকে সে এ কথা বলেছে ? কখন বলেছে ?
  2. কথকরা কেন ‘ এক গঙ্গা জল ’ দিয়ে পা ধুচ্ছে ? 
  3. “ হে রুদ্রবীণা , বাজো , বাজো বাজো ,। ‘ – রুদ্রবীণা কী ? কবি রুদ্রবীণার বেজে ওঠার প্রত্যাশী কেন ? 
  4. ‘ কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করিনে ‘ – কবির এই অপছন্দের কারণ কী ?
  5. পাড়ায় থিয়েটারের দল গড়া আর হলো না কেন পটলবাবুর ?

 

[D] নীচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও :    [মান – 5] 

  1. ‘ চিন্তাশীল ’ নাটক অবলম্বনে নরহরি ও তার মায়ের চরিত্র বর্ণনা করো । 
  2. ‘ দিন ফুরোলে ‘ কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো । 
  3. ‘ ভারততীর্থ ’ কবিতায় ‘ মহামানবের সাগরতীরে ‘ বলতে কবি কী বুঝিয়েছেন ? 
  4. ‘ বই – টই ’ কবিতায় ‘ টই ’ বলতে কবি যা যা বুঝিয়েছেন , তা আলোচনা করো 
  5. গিরীন কীভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ আর সাহস জুগিয়েছিল , তা আলোচনা করো । 
  6. গাছে কাঁঠাল , গোঁফে তেল ! সাথে কি তোমার কোনোদিন কিচ্ছু হয় না ? ‘ । — পটলবাবুর গৃহিণীর এই মন্তব্য করার কারণ কী ? 
  7. “ ননীবালা তখুনি দরখাস্ত লিখে দিলেন । ‘ — ননীবালাদেবী কাকে , কীসের জন্য দরখাস্ত লিখেছিলেন ? শেষ পর্যন্ত সেই দরখাস্তের কী পরিণতি হয়েছিল ? 
  8. ‘ মাকু ’ গল্প অনুসরণে হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল , তা লেখ । 
  9. সোনা – টিয়া মাকুকে খুঁজে পেলেও মাকু থাকল না কেন ? মাকুর ওপর সোনা – টিয়ার রাগ হওয়ার কারণ কী ?
  10. “ এই বলে হোটেলওলা একটা দীর্ঘ নিশ্বাস ফেলল । ” – হোটেলওয়ালা কী বলেছিল ? 
  11. পরিদের রানীর সঙ্গে মাকুর বিয়ে কীভাবে সম্পন্ন হয়েছিল ? 

[E]   প্রবন্ধ রচনা করো :   [মান – 6] 

  1. পরিবেশ দূষণ ও তার প্রতিকার  অথবা , পরিবেশ রক্ষায় ছাত্র – ছাত্রীদের ভূমিকা
  2. দৈনন্দিন জীবনে বিজ্ঞান 
  3. প্রয়োজনীয়তা / দেশভ্রমণ 

[F] পত্ররচনা করো ।    [মান – 8] 

  1. পুজোর ছুটি কাটানোর বিবরণ জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো ।
  2. অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে । ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন পত্র লেখো । 
  3. তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো ।  

Loading

How useful is this content?

Click on a star to rate it!

4.5 / 5. 1001

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply