
- উপনিষদে ‘চরৈবেতি’ শব্দের অর্থ কী?
- ভাস্কো-ডা-গামা কোন দেশের মানুষ ছিলেন?
- ATP-এর পুরো কথাটি কী?
- ‘শামুক চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন’- সেটি আসলে কী?
- ‘আমাদের নিজেদের শরীরের মধ্যে এরকম ভবঘুরে সেল আছে’- সেলটিকে ‘ভবঘুরে’ বলা হয়েছে কেন?
- প্যারামোসিয়াম কীভাবে চলাফেরা করে?
- গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রণীর নাম লেখো।
- ক্রমবিকাশের পথ পরিক্রমায় ঘোড়ার আঙুলের কোন পরিবর্তন ঘটেছে?
- টীকাঃ হিউয়েন সাঙ, শ্রীজ্ঞান দীপঙ্কর, ভাস্কো-ডা-গামা
- ‘এ পথে আমি যে গেছি’- রবীন্দ্রসংগীতের অনুসঙ্গটি পাঠ্যাংশে কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে?
- ‘ক্রমবিকাশের ইতিহাসে জানা যায়’- এ প্রসঙ্গে লেখক কোন তথ্যের অবতারণা করেছেন?
- ‘মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন’- এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যিই তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন?
- ‘এ যাত্রা তমার থামাও’- লেখক কাকে একথা বলেছেন? এর কোন উত্তর তিনি কীভাবে পেয়েছেন?
- ‘ভালো কথা শুনি যেই চটপট লিখি তায়’- বক্তা কোন কোন ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন?
- ‘বলবে কী, তোমরাও নোটবই পড়োনি’- নোটবই পড়লে আর কী কী জানা যাবে?
- কিলবিল, ছটফট, কটকট, টনটন এগুলো কী ধরণের শব্দ?
- ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেন?
- মেঘ চোর কাকে বলা হয়েছে?
- পুরন্দরের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
- হাভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়?
- দিক্বিজয় কে ছিলেন?
- কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল?
- আটলান্টিস কী?
- অ্যালয় কী?
- ‘প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ’- কে, কাকে, কখন বলেছে?
- অসীমার প্রকৃত পরিচয় কী?
- অসিমার বিশেষ আগ্রহ কোন বিষয়ে?
- মেঘচোর গল্পে কাকে কেন মেঘচোর বলা হয়েছে? তার মেঘ চুরির কৌশলটি সংক্ষেপে লেখো।
- ভারতবর্ষের জাতীয় সংগীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল?
- রবীন্দনাথ জনগণমনর যে ইংরেজি নামকরণ করেছিলেন সেটি লেখো।
- তীকা লেখোঃ বিশ্বভারতী, মাঘোৎসব
- ‘এই ছিল তখনকার কোনো মিটিং এর রীতি’- কোন রীতির কথা এখানে বলা হয়েছে?
- টীকা লেখোঃ কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বদেশি যুগ
- পাঠ্যাংশে কার কেমন দেহসৌষ্ঠবের পরিচয় ধরা পড়েছে?
- মহৎ মানুষদের জীবনকথা আমরা পাঠ করে থাকি কেনো?
- মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেনো?
- স্মৃতিচিহ্ন কবিতাটি কী জাতীয় রচনা?
- কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে?
- ‘কাল’কে কবিতায় কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
- কালস্রোতে কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না?
- ‘মানবহৃদয় ভূমি করি অধিকার’- কারা, কীভাবে মানবহৃদয় ভূমি অধিকার করে?
- কিষাণপাড়া নীরব কেন?
- বর্ষায় কে বিদ্রোহ করে?
- রাত্রিকে কীভাবে স্বাগত জানানো হয়?
- কোথায় জনমত গড়ে ওঠে?
- সকালের আগমন কীভাবে ঘোষিত হয়?
- ঘড়িওলার দাদা কে?
- ‘স্বর্গের সুরুয়া’ কেমনভাবে রান্না করা হতো?
- সং কেন সপ্তাহে তিনবার পোষ্টাপিশে যেত?
- হোটেলওলাকে কেমন দেখতে? সে সোনা-টিয়াকে কীভাবে সাহায্য করেছিল?
- হোটেলওলার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল?
- পাঠ্যাংশের সমস্ত ব্যাকরণ থেকে প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে।
- ব্যাকরণ বই থেকে বাংলা বানান অনুশীলন করবে।
- যৌগিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও।
- শব্দদ্বৈত কাকে বলে? উদাহরণ দাও।
- ধ্বন্যাত্মক শব্দ কাকে বলে? উদাহরণ দাও।
- প্রবন্ধ রচনাঃ পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, দেশ ভ্রমণ