
(A) সঠিক উত্তরটি নির্বাচন করো । [মান – 1]
- ইরাকের একটি তৈলখনি হল—
i) ঘাওয়ার ii) কিরকুক iii) সাফানিয়া iv) ওমর - অপসূর অবস্থান উত্তর গোলার্ধে
i) শীত ii) গ্রীষ্ম iii) শরৎ iv) বসন্ত ঋতুতে হয়। - ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হল –
i) 88°30 পূর্ব ii) 82°30 পূর্ব iii) 82°30 পশ্চিম iv) 84°30 পূর্ব - অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ-
i) বাড়তে থাকে ii) কমতে থাকে iii) একই থাকে -
উত্তর গোলার্ধে ‘মহাবিষুব’ বলা হয়-
i) ২১ জুন ii) ২৩ সেপ্টেম্বর iii) ২১ মার্চ -
স্বর্ণরেণুর নদী বলা হয়-
i) ইয়াংসি নদীকে ii) মেকং নদীকে iii) হোয়াংহো নদীকে -
২০২০ সালে ফেব্রুয়ারী মাসের দিন সংখ্যা ছিল-
i) ২৮ দিন ii) ২৯ দিন iii) ৩০ দিন -
লেনা নদীর উৎস-
i) বৈকাল পর্বত ii) আলতাই পর্বত iii) সায়ান পর্বত -
21 শে জুন তারিখটিকে বলে-
i) মহাবিষুব ii) জলবিষুব iii) কর্কটসংক্রান্তি
(B) শুন্যস্থান পূরণ করো: [মান – 1]
- মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয় ________________।
- প্রতি সেকেন্ডে মুক্তিবেগের মান ___________ কিমি।
- ___________ দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে সারা ভারতে প্রমাণ সময় হিসেবে ধরা হয়।
- বায়ুর _____________ পার্থক্য বায়ুপ্রবাহের প্রধান কারণ।
- যে বছরটি 366 দিনের হয় তাকে বলে ______________। .
- দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান ________________।
(C) প্রশ্নের অতিসংক্ষিপ্ত উত্তর দাও: [মান – 2]
- মুক্তিবেগ বলতে কী বোঝো?
- ‘বিষুব’ কথার অর্থ কী?
- ‘পৃথিবীর ছাদ’ কাকে বলে?
- এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?
- দাক্ষিণাত্য মালভুমি কোন দেশে অবস্থিত?
- চান্দ্রমাস কী?
- বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কী?
- ২১ জুন থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণমুখী আপাতগতিকে কী বলা হয়?
- কবে বড়দিন পালন করা হয়?
- যেকোনো জায়গার অক্ষাংশ ও দ্রাঘিমা জানবার অত্যাধুনিক ব্যবস্থার নাম কী?
- প্রমাণ সময় কাকে বলে?
- GPS কী?
(C) নীচের প্রশ্নগুলির উত্তর দাও। [মান – 2 / 3]
- কোন্ অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি?
- বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম লেখো।
- এশিয়ার কোন্ নদীকে ‘পীত নদী’ বলা হয়?
- কাকে ‘চিনের ধানের গোলা’ বলা হয় ?
- ‘মধ্যরাত্রির সূর্যের দেশ’ কাকে বলে?
- 29 ফেব্রুয়ারি তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন ?
- ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক কী?
- সমচাপরেখার তিনটি বৈশিষ্ট্য লেখো।
(D) প্রশ্নের উত্তর দাও। [মান – 5]
- টোকিয়ো শিল্পাঞ্চলের সমস্যাগুলি কী কী ?
- ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো।
- অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পাঁচটি পার্থক্য লেখো।
- টীকা লিখ: অপসূর ও অনুসূর অবস্থান।
- সমচাপরেখা কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লিখ।
- অক্ষরেখা ও দ্রাঘিমারেখার বৈশিষ্ট্যগুলি তুলনা করো।
- এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন?
- চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান লেখো।