ভূগোল মডেল প্রশ্নমালা – ১ (সপ্তম শ্রেণী)

4.5
(1001)
cl-7-geo-model-qa-1

(A) সঠিক উত্তরটি নির্বাচন করো ।  [মান – 1]

  1. ইরাকের একটি তৈলখনি হল—
    i) ঘাওয়ার  ii) কিরকুক  iii) সাফানিয়া  iv) ওমর
  2. অপসূর অবস্থান উত্তর গোলার্ধে
    i) শীত  ii) গ্রীষ্ম  iii) শরৎ  iv) বসন্ত ঋতুতে হয়।

  3. ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হল –
    i) 88°30 পূর্ব  ii) 82°30 পূর্ব  iii) 82°30 পশ্চিম  iv) 84°30 পূর্ব

  4. অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ-
    i) বাড়তে থাকে  ii) কমতে থাকে  iii) একই থাকে
  5. উত্তর গোলার্ধে ‘মহাবিষুব’ বলা হয়-
    i) ২১ জুন  ii) ২৩ সেপ্টেম্বর  iii) ২১ মার্চ

  6. স্বর্ণরেণুর নদী বলা হয়-
    i) ইয়াংসি নদীকে  ii) মেকং নদীকে  iii) হোয়াংহো নদীকে

  7. ২০২০ সালে ফেব্রুয়ারী মাসের দিন সংখ্যা ছিল-
    i) ২৮ দিন  ii) ২৯ দিন  iii) ৩০ দিন

  8. লেনা নদীর উৎস-
    i) বৈকাল পর্বত  ii) আলতাই পর্বত  iii) সায়ান পর্বত

  9. 21 শে জুন তারিখটিকে বলে-
    i) মহাবিষুব  ii) জলবিষুব  iii) কর্কটসংক্রান্তি

 

(B) শুন্যস্থান পূরণ করো:  [মান – 1]

  1. মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয় ________________।
  2. প্রতি সেকেন্ডে মুক্তিবেগের মান ___________  কিমি।
  3. ___________ দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে সারা ভারতে প্রমাণ সময় হিসেবে ধরা হয়।
  4. বায়ুর _____________ পার্থক্য বায়ুপ্রবাহের প্রধান কারণ।
  5. যে বছরটি 366 দিনের হয় তাকে বলে ______________। .
  6. দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান ________________।

 

(C) প্রশ্নের অতিসংক্ষিপ্ত উত্তর দাও:   [মান – 2]

  1. মুক্তিবেগ বলতে কী বোঝো?
  2. ‘বিষুব’ কথার অর্থ কী?
  3. ‘পৃথিবীর ছাদ’ কাকে বলে?
  4. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?
  5. দাক্ষিণাত্য মালভুমি কোন দেশে অবস্থিত?
  6. চান্দ্রমাস কী?
  7. বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কী?
  8. ২১ জুন থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণমুখী আপাতগতিকে কী বলা হয়?
  9. কবে বড়দিন পালন করা হয়?
  10. যেকোনো জায়গার অক্ষাংশ ও দ্রাঘিমা জানবার অত্যাধুনিক ব্যবস্থার নাম কী?
  11. প্রমাণ সময় কাকে বলে?
  12. GPS কী?

 

(C) নীচের প্রশ্নগুলির উত্তর দাও।  [মান – 2 / 3]

  1. কোন্ অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি?
  2. বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম লেখো।
  3. এশিয়ার কোন্ নদীকে ‘পীত নদী’ বলা হয়?
  4. কাকে ‘চিনের ধানের গোলা’ বলা হয় ?
  5. ‘মধ্যরাত্রির সূর্যের দেশ’ কাকে বলে?
  6. 29 ফেব্রুয়ারি তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন ?
  7. ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক কী?
  8. সমচাপরেখার তিনটি বৈশিষ্ট্য লেখো।

 

(D) প্রশ্নের উত্তর দাও। [মান – 5]

  1. টোকিয়ো শিল্পাঞ্চলের সমস্যাগুলি কী কী ?
  2. ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো।
  3. অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পাঁচটি পার্থক্য লেখো।
  4. টীকা লিখ: অপসূর ও অনুসূর অবস্থান।
  5. সমচাপরেখা কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লিখ।
  6. অক্ষরেখা ও দ্রাঘিমারেখার বৈশিষ্ট্যগুলি তুলনা করো।
  7. এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন?
  8. চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান লেখো।

 

Loading

How useful is this content?

Click on a star to rate it!

4.5 / 5. 1001

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply