
(A) সঠিক উত্তরটি নির্বাচন করো । [মান – 1]
- গ্রানাইট / ব্যাসল্ট / চুনাপাথর / মার্বেল শিলায় স্তর থাকে।
- আফ্রিকার পূর্ব / পশ্চিম / উত্তর / দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত।
- কঙ্গো নদী আফ্রিকার পূর্ব / উত্তর / দক্ষিণ / পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে।
- গ্রস্ত উপত্যকা ভঙ্গিল / স্তুপ / আগ্নেয় / ক্ষয়জাত পর্বতে দেখা যায়।
- নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ হলাে – জলপ্রপাত/ প্লাবনভূমি / অশ্বক্ষুরাকৃতি হ্রদ / বদ্বীপ।
- নীলনদের বদ্বীপ অংশে- (নিরক্ষীয় / মৌসুমি / ভূমধ্যসাগরীয়) জলবায়ু দেখা যায়।
- পৃথিবীর বৃহত্তম বাঁধ হলো- আটাবারা বাঁধ / উচ্চ আসোয়ান বাঁধ / সেনার বাঁধ।
(B) শূন্যস্থান পূরণ করো : [মান – 1]
- এশিয়া থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে __________ সাগর।
- ব্যাসল্ট শিলা দেখা যায় ভারতের __________ অঞ্চলে।
(C) এক কথায় উত্তর দাও : [মান – 1]
- আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম করাে।
- গ্রস্ত উপত্যকা আফ্রিকার কোন দিকে দেখা যায়?
- ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখাে।
- শাখানদী সাধারণত নদীর কোন প্রবাহে দেখা যায় ?
- মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখাে।
- মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজধানী কোনটি?
(D) অনধিক দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো দুটি) : [মান – 2]
- জলবিভাজিকা ক্ষয় হয়ে গেলে কী ঘটনা ঘটবে?
- মালভূমিকে ‘টেবিল ল্যান্ড’ কেন বলা হয়?
- মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন?
- মালভূমিকে ‘টেবিল ল্যান্ড’ কেন বলা হয়?
- লাভাগঠিত মালভূমি কাকে বলে?
- দুটি রূপান্তরিত শিলার উদাহরণ দাও।
- পাললিক শিলার বৈশিষ্ট্য ও দুটি ব্যবহার লেখো।
- শিলা কাকে বলে? শিলা কয় প্রকার ও কি কি?
- রূপান্তরিত শিলা কাকে বলে?
- মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।
- পাললিক শিলা কিভাবে তৈরী হয়?
- আগ্নেয় ও পাললিক শিলার দুটি প্রধান পার্থক্য লেখো।
- মানবজীবনে সমভূমির প্রভাব কেমন আলোচনা করো।
- পর্বতগ্রন্থি ও পর্বতশ্রেণীর মধ্যে প্রধান পার্থক্য কী?
- হামাদ কাকে বলে?
- যে কোনো তিন ধরণের সমভূমির সংজ্ঞা ও উদাহরণ দাও।
- উৎপত্তি অনুসারে মালভূমির শ্রেণী বিভাগ করে পর্বত বেষ্ঠিত মালভূমির উৎপত্তি আলোচনা করো।
- পর্বত, মালভুমি ও সমভূমির মধ্যে তুলনা করো।
- উচ্চপার্বত্য অঞ্চলে নদী ক্ষয়কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপ সচিত্র বর্ণনা করো।
- নদীর মধ্যপ্রবাহের ভূমিরূপগুলি আলোচনা করো।
- নদী কোন গতিতে কিভাবে গিরিখাতের সৃষ্টি করে?
- বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে?
- জলবিভাজিকা কাকে বলে?
- আন্তর্জাতিক নদী কাকে বলে?
- নদীর উচ্চপ্রবাহের কাজ ও সৃষ্টি হওয়া প্রধান ভূমিরূপগুলি আলোচনা করো।
- মিশরকে নীলনদের দান বলা হয় কেন?
- আফ্রিকা মহাদেশকে ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ বলা হয় কেন?
- আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের তিনটি কারণ লেখো।
- আফ্রিকা মহাদেশের জলবায়ু সম্পর্কে লেখো।
- সাহারা মরুভূমির ভূমিরূপ ও জলবায়ুর বিবরণ দাও।
(E) অনধিক ৫০ শব্দে উত্তর দাও : [মান – 3]
- সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে কী অবস্থা হত?
- শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি হয়?
- সাহারার জলবায়ু কিভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে?
- জলপ্রপাত কাকে বলে? উদাহরণ দাও।
(F) অনধিক ৮০ শব্দে উত্তর দাও : [মান – 5]
- নদী কীভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তা তােমার অঞ্চলের কোনাে নদীর উদাহরণ দিয়ে আলােচনা করাে।
- মানব জীবন ও সভ্যতার নদীর গুরুত্ব আলোচনা করো? অশ্ব আকৃতি হ্রদ বলতে কী বোঝো?
- নদীর ক্ষয়ের ফলে গঠিত যে-কোনো দুটি ভূমিরূপ আলোচনা করো।
![]()