ভূগোল মডেল প্রশ্নমালা – ২ (সপ্তম শ্রেণী)

4.5
(1001)
cl-7-geo-model-qa-2

(A) সঠিক উত্তরটি নির্বাচন করো ।  [মান – 1]

  1. গ্রানাইট / ব্যাসল্ট / চুনাপাথর / মার্বেল শিলায় স্তর থাকে।
  2. আফ্রিকার পূর্ব / পশ্চিম / উত্তর / দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত।
  3. কঙ্গো নদী আফ্রিকার পূর্ব / উত্তর / দক্ষিণ / পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে।
  4. গ্রস্ত উপত্যকা ভঙ্গিল / স্তুপ / আগ্নেয় / ক্ষয়জাত পর্বতে দেখা যায়।
  5. নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ হলাে – জলপ্রপাত/ প্লাবনভূমি / অশ্বক্ষুরাকৃতি হ্রদ / বদ্বীপ।
  6. নীলনদের বদ্বীপ অংশে- (নিরক্ষীয় / মৌসুমি / ভূমধ্যসাগরীয়) জলবায়ু দেখা যায়।
  7. পৃথিবীর বৃহত্তম বাঁধ হলো- আটাবারা বাঁধ / উচ্চ আসোয়ান বাঁধ / সেনার বাঁধ।

(B) শূন্যস্থান পূরণ করো : [মান – 1]

  1. এশিয়া থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে __________ সাগর।
  2. ব্যাসল্ট শিলা দেখা যায় ভারতের __________ অঞ্চলে।

(C) এক কথায় উত্তর দাও :   [মান – 1]

  1. আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম করাে।
  2. গ্রস্ত উপত্যকা আফ্রিকার কোন দিকে দেখা যায়?
  3. ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখাে।
  4. শাখানদী সাধারণত নদীর কোন প্রবাহে দেখা যায় ?
  5. মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখাে।
  6. মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজধানী কোনটি?

(D) অনধিক দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো দুটি) :   [মান – 2]

  1. জলবিভাজিকা ক্ষয় হয়ে গেলে কী ঘটনা ঘটবে?
  2. মালভূমিকে ‘টেবিল ল্যান্ড’ কেন বলা হয়?
  3. মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন?
  4. মালভূমিকে ‘টেবিল ল্যান্ড’ কেন বলা হয়?
  5. লাভাগঠিত মালভূমি কাকে বলে?
  6. দুটি রূপান্তরিত শিলার উদাহরণ দাও।
  7. পাললিক শিলার বৈশিষ্ট্য ও দুটি ব্যবহার লেখো।
  8. শিলা কাকে বলে? শিলা কয় প্রকার ও কি কি?
  9. রূপান্তরিত শিলা কাকে বলে?
  10. মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।
  11. পাললিক শিলা কিভাবে তৈরী হয়?
  12. আগ্নেয় ও পাললিক শিলার দুটি প্রধান পার্থক্য লেখো।
  13. মানবজীবনে সমভূমির প্রভাব কেমন আলোচনা করো।
  14. পর্বতগ্রন্থি ও পর্বতশ্রেণীর মধ্যে প্রধান পার্থক্য কী?
  15. হামাদ কাকে বলে?
  16. যে কোনো তিন ধরণের সমভূমির সংজ্ঞা ও উদাহরণ দাও।
  17. উৎপত্তি অনুসারে মালভূমির শ্রেণী বিভাগ করে পর্বত বেষ্ঠিত মালভূমির উৎপত্তি আলোচনা করো।
  18. পর্বত, মালভুমি ও সমভূমির মধ্যে তুলনা করো।
  19. উচ্চপার্বত্য অঞ্চলে নদী ক্ষয়কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপ সচিত্র বর্ণনা করো।
  20. নদীর মধ্যপ্রবাহের ভূমিরূপগুলি আলোচনা করো।
  21. নদী কোন গতিতে কিভাবে গিরিখাতের সৃষ্টি করে?
  22. বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে?
  23. জলবিভাজিকা কাকে বলে?
  24. আন্তর্জাতিক নদী কাকে বলে?
  25. নদীর উচ্চপ্রবাহের কাজ ও সৃষ্টি হওয়া প্রধান ভূমিরূপগুলি আলোচনা করো।
  26. মিশরকে নীলনদের দান বলা হয় কেন?
  27. আফ্রিকা মহাদেশকে ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ বলা হয় কেন?
  28. আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের তিনটি কারণ লেখো।
  29. আফ্রিকা মহাদেশের জলবায়ু সম্পর্কে লেখো।
  30. সাহারা মরুভূমির ভূমিরূপ ও জলবায়ুর বিবরণ দাও।

(E) অনধিক ৫০ শব্দে উত্তর দাও : [মান – 3]

  1. সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে কী অবস্থা হত?
  2. শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি হয়?
  3. সাহারার জলবায়ু কিভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে?
  4. জলপ্রপাত কাকে বলে? উদাহরণ দাও।

(F) অনধিক ৮০ শব্দে উত্তর দাও : [মান – 5]

  1. নদী কীভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তা তােমার অঞ্চলের কোনাে নদীর উদাহরণ দিয়ে আলােচনা করাে।
  2. মানব জীবন ও সভ্যতার নদীর গুরুত্ব আলোচনা করো? অশ্ব আকৃতি হ্রদ বলতে কী বোঝো?
  3. নদীর ক্ষয়ের ফলে গঠিত যে-কোনো দুটি ভূমিরূপ আলোচনা করো।

Loading

How useful is this content?

Click on a star to rate it!

4.5 / 5. 1001

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply