
[A] পৃথিবীর রেখামানচিত্রে উপযুক্ত নাম ও সংকেত – সহ চিহ্নিত করো । [মান – 1]
- পামির গ্রন্থি
- ইয়াংসি কিয়াং
- কালাহারি মরুভূমি
- ভেল্ড
- মাউন্ট এলবুর্জ
[B] সঠিক উত্তরটি নির্বাচন করো । [মান – 1]
- 21 জুন তারিখটি হল—
(A) কর্কটসংক্রান্তি (B) মকরসংক্রান্তি (C) মহাবিষুব (D) জলবিষুব
- অপসূর অবস্থান উত্তর গোলার্ধে——
(A) গ্রীষ্মকাল (B) শীতকাল (C) শরৎকাল (D) বসন্তকাল
- অক্ষরেখার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল
(A) নিরক্ষরেখা (B) সুমেরুবৃত্ত (C) কর্কটক্রান্তি (D) মকরক্রান্তি
- মোট দ্রাঘিমারেখার সংখ্যা—
(A) 180 টি (B) 360 টি (C) 320 টি (D) 365 টি
- নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ নয়—
(A) বায়ুর উষ্ণতা (B) ভূমির উচ্চতা (C) জলীয় বাষ্প (D) পৃথিবীর আবর্তন গতি
- আবর্তন বেগ সবথেকে বেশি—
(A) নিরক্ষীয় অঞ্চলে (B) ক্রান্তীয় অঞ্চলে (C) মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল (D) মেরু অঞ্চলে
- আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত—
(A) ভঙ্গিল পর্বত (B) স্তূপ পর্বত (C) আগ্নেয় পর্বত (D) কোনোটিই নয়
- বিস্তীর্ণ অংশ জুড়ে অবস্থিত মালভূমি হল
(A) পর্বতবেষ্টিত মালভূমি (B) মহাদেশীয় মালভূমি (C) লাভাগঠিত মালভূমি (D) ব্যবচ্ছিন্ন মালভূমি
- মানচিত্রে অনিত্যবহ নদীর রং হয়—
(A) কালো (B) নীল (C) বাদামি (D) লাল
- নদীর পার্বত্য অঞ্চলের ভূমিরূপ—
(A) নদীবাঁক (B) জলপ্রপাত (C) অশ্বক্ষুরাকৃতি হ্রদ (D) প্লাবনভূমি
- অনিয়ন্ত্রিতভাবে ভৌমজল উত্তোলনে সৃষ্টি হয়
(A) ফ্লুয়োরিন দূষণ (B) অ্যাসিড বৃষ্টি (C) ইউট্রোফিকেশন (D) তাপীয় দূষণ
- ক্যাডমিয়াম দূষণে সৃষ্ট অসুখ—
(A) ইতাই – ইতাই (B) ফ্লুয়োরোসিস (C) ব্ল্যাকফুট (D) মিনামাটা
- অ্যাসিড বৃষ্টির মাধ্যমে মৃত্তিকাদূষণের উৎস—
(A) নগরায়ণ (B) কৃষিকাজ (C) শিল্প উৎপাদন (D) তাপবিদ্যুৎ কেন্দ্র
- গৃহস্থালির কাজের জন্য মাটিতে যে ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে তা হল—
(A) মাটির ক্ষয় (B) অ্যাসিড বৃষ্টি (C) অসুখের সংক্রমণ (D) তেজস্ক্রিয় বিকিরণ
- স্টেপ তৃণভূমি সৃষ্টির কারণ—
(A) উপমেরু জলবায়ু (B) পশ্চিম ইউরোপীয় জলবায়ু (C) মহাদেশীয় জলবায়ু (D) ভূমধ্যসাগরীয় জলবায়ু
- রুর শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ—
(A) খনিজ তেল (B) আকরিক লোহা (C) কয়লা (D) তামা
[C] নির্দেশ অনুযায়ী নীচের প্রশ্নগুলির উত্তর দাও । [মান – 1]
(i) শূন্যস্থান পূরণ করো :
- ছায়া সব থেকে ছোটো হয় _______ ।
- অক্ষরেখার মান _______ দিকে বৃদ্ধি পায় ।
- ______ বায়ু শীতল হওয়ায় সংকুচিত হয় ।
- ______পদ্ধতির কারণে মাটির উর্বরতা কমে যায় ।
- লন্ডন বৃহত্তম ______ বন্দর ।
(ii) শুদ্ধ ও অশুদ্ধ লেখো :
- অধিবর্ষের শতাব্দীর বছরগুলি 400 দিয়ে বিভাজ্য ।
- পৃথিবীর কোনোখানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয়ের ব্যবস্থা গ্লোবাল পজিশনিং সিস্টেম ।
- সমচাপরেখাগুলি পরস্পরকে স্পর্শ করতে পারে ।
- পাতগুলির সঞ্চালনের কারণ অভ্যন্তরীণ শক্তি ।
- মোহানায় প্রবল সমুদ্রস্রোত বদ্বীপ সৃষ্টিতে বাধা দেয়।
(iii) দু – এক কথায় উত্তর দাও :
- অনেকগুলি পর্বতশ্রেণির মিলনস্থলকে কী বলে ?
- শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে কী বলে ?
- জলে অক্সিজেনের অভাবে মাছ ও জলজ প্রাণীর মারা যাওয়াকে কী বলে ?
- পোল্ডারভূমি অঞ্চলে কোন্ কৃষিপদ্ধতিতে কৃষিকাজ হয় ?
[D] খুব সংক্ষেপে উত্তর দাও । [মান – 2]
- স্থানীয় সময় কাকে বলে ?
- ধারণ অববাহিকা কী ?
- দৈনিক আপাত গতি কাকে বলে ?
- পোল্ডারভূমি কাকে বলে ?
- ট্রাক – ফার্মিং কী ?
- জলদূষণ নিয়ন্ত্রণের দুটি পদ্ধতি উল্লেখ করো ।
[E] নীচের প্রশ্নগুলির উত্তর দাও [মান – 3]
- অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় ?
- মাটিদূষণের দুটি উৎস ও তার প্রভাব উল্লেখ করো ।
- পোল্ডারভূমি কীভাবে সৃষ্টি হয় আলোচনা করো ।
- অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য করো ।
- পৃথিবীর ওপর কোনো স্থানের অবস্থান কীভাবে নির্ণয় করা যাবে ?
- সমচাপরেখার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।
[F] নীচের প্রশ্নগুলির উত্তর দাও [মান – 5]
- পৃথিবীর ঋতু পরিবর্তন কীভাবে হয় চিত্র – সহ বিবরণ দাও ।
- বায়ুচাপের পার্থক্যের কারণগুলি লেখো ।
- উদাহরণ – সহ বিভিন্ন প্রকার মালভূমির বিবরণ দাও।
- নদীর উচ্চপ্রবাহে সৃষ্ট ভূমিরূপের চিত্র – সহ বিবরণ দাও ।
- রুর শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ।