Posted inLife Science / Biology - জীবন বিজ্ঞান / জীববিজ্ঞান Model Test: Class 9 Life Science~নবম শ্রেণীর জীবন বিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া Posted by By Sahaj Path 4.5 (1021) This is online model test on Class 9 Life Science: Chapter 3 Model Test organized by Sahaj Path Knowledge Foundation Participants should take a note that Each correct answer will give "2" marks Whereas each wrong answer will give "-1" mark. For worng answer these is negative marking Name od the Participant School District Contact Number Email ID Are you registered in Sahaj Path "Teacher on Call" program? Yes No রসের উৎস্রোত প্রক্রিয়ায় কোন্ বল বা বলগুলি জলস্তম্ভকে জাইলেম বাহিকার মধ্য দিয়ে চালনা করে?Deselect Answer মূলজ চাপ বাষ্পমোচন টান বাষ্পমোচন টান ও মূলজ চাপ সংসক্তি বল None মানবদেহে অণুচক্রিকার অভাবজনিত রোগটির নাম কী?Deselect Answer থ্রম্বোসাইটোসিস পারপিউরা লিউকোমিয়া থ্রম্বোসাইটোপিনিয়া None মানুষের রক্তচাপ পরিমাপ করার যন্ত্রটির নাম হল –Deselect Answer ECG EEG বেনেডিক্ট রথ যন্ত্র স্ফিগমোম্যানোমিটার None কোলাইমানবদেহের অন্ত্রে বাস করে Vit-B2 সংশ্লেষ করে।Deselect Answer মিথ্যা সত্য None কেঁচোর রেচন অঙ্গটির নাম হল—Deselect Answer ফ্লেমকোশ সবুজ গ্রন্থি ত্বক নেফ্রিডিয়া None সবচেয়ে বেশি বাষ্পমোচন ঘটে উদ্ভিদের যে অংশের মাধ্যমে সেটি হল –Deselect Answer লেন্টিসেল দ্বারা পাতার পত্রর দ্বারা কিউটিকল দ্বারা জলরস্ত্র দ্বারা None কোশের প্রধান শ্বসন বস্তুটি হল –Deselect Answer ফ্যাটি অ্যাসিড শ্বেতসার গ্লুকোজ প্রোটিন None সকল প্রকার শ্বসন প্রক্রিয়ার সাধারণ পর্যায়টি হলো—Deselect Answer সাইটোক্রোম পথ গ্লাইকোলাইসিস ক্রেবস-চক্র প্রান্তীয় শ্বসন None কোন্ প্রকার সন্ধান প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়?Deselect Answer ল্যাকটিক অ্যাসিড সন্থান বিউটাইরিক অ্যাসিড সন্ধান অ্যাসিটিক অ্যাসিড সন্ধান কোহল সন্ধান None শুষ্ক বায়ুতে জলশোষণ অপেক্ষা বাষ্পমোচন বেশি হলে যে অবস্থার সৃষ্টি হয় তা হল—Deselect Answer নিঃস্রাবণ প্রস্বেদন ব্লিডিং অবনমন None অ্যান্টিডাইইউরেটিক হরমোন-এর অভাবে ডায়াবেটিস নামক রোগ হয়।Deselect Answer মিথ্যা সত্য None শূন্যস্থান পূরন করো মানব হৃৎপিণ্ডের অক্সিজেন-সমৃদ্ধ রক্ত গৃহীত হয়। বই ফুলকা বা Book gill নামক শ্বাসঅঙ্গটি দেখা যায় এমন প্রাণী হল—Deselect Answer কাঁকড়া মাকড়সা কাঁকড়াবিছা রাজকাঁকড়া None শূন্যস্থান পূরন করো কলশপত্রী ও পাতাঝঝি হল উদ্ভিদের উদাহরণ। কোন্ প্রক্রিয়ায় উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পকারে ত্যাগ করে?Deselect Answer নিঃস্রাবণ শ্বসন সালোকসংশ্লেষ বাষ্পমোচন None মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোন্ অঙ্গে?Deselect Answer পাকস্থলীতে পেশিতে যকৃতে ফুসফুসে None সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজে সৌরশক্তি কোন্ শক্তিরুপে আবদ্ধ থাকে?Deselect Answer গতিশক্তি রাসায়নিক শক্তি স্থৈতিক শক্তি তাপশক্তি None উদ্ভিদ কোশপ্রাচীরের মধ্যচ্ছদা গঠনে সাহায্যকারী মৌলিক পদার্থটি হল –Deselect Answer ক্যালশিয়াম সালফার আয়রন জিঙ্ক None মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে মহাধমনীর উৎপত্তি ঘটে?Deselect Answer বাম নিলয় ডান নিলয় বাম অলিন্দ ডান অলিন্দ None ভিলাই-এর লসিকাবাহককে বলে—Deselect Answer ল্যাকটিয়াল ল্যাকটিয়াল ও পয়স্বিনী উভয় কোনোটিই নয় পয়স্বিনী None সবুজ পাতার কোন্ কলায় সালোকসংশ্লেষ ঘটে?Deselect Answer মেসোফিল কলা স্থায়ী কলা ভাজক কলা জাইলেম কলা None কোশীয় শ্বসনকালে শ্বসনবস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন করে।Deselect Answer মিথ্যা সত্য None কোনটির বিপাকের ফলে উপক্ষার জাতীয় রেচন পদার্থ উৎপন্ন হয়?Deselect Answer প্রোটিন সেলুলোজ ফ্যাট কার্বোহাইড্রেট None গ্লোমেরুলাস হল সূক্ষ্ম রক্তজালিকার একটি গুচ্ছবিশেষ।Deselect Answer সত্য মিথ্যা None সালোকসংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়ার উদাহরণ –Deselect Answer রোডোস্পাইরিলাম সিউডোমোনাস রাইজোবিয়াম ল্যাকটোব্যাসিলাস None যদি কোনো শ্বেতকণিকার নিউক্লিয়াসে 2-7টি লতি থাকে তাহলে সেটি হল –Deselect Answer মনোসাইট ইওসিনোফিল বেসোফিল নিউট্রোফিল None সালোকসংশ্লেষে সাহায্যকারী প্রধান রঞ্জকটি হল –Deselect Answer ক্যারোটিন ক্লোরোফিল জ্যান্থাফিল ফাইকোবিলিনস্ None কোন্ রেচন পদার্থটির কারণে মূত্রের বর্ণ গাঢ় হলুদ হয়?Deselect Answer হিমোগ্লোবিন বিলিরুবিন কিটোন বডি ইউরিয়া None রক্ত ভ্রুণজ মেসোডার্ম থেকে উৎপন্ন হয়।Deselect Answer সত্য মিথ্যা None একজন প্রাপ্তবয়স্ক স্ত্রীলোকের প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিতকণিকার সংখ্যা হল –Deselect Answer 50-55 লক্ষ 35-40 লক্ষ 55-60 লক্ষ 40-45 লক্ষ None জিওল মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র অক্সিজেন গ্রহণ করে –Deselect Answer বায়ু থেকে জল থেকে কাদা থেকে মাটি থেকে None সকল প্রকার খাদ্যের পরিপাক শেষ হয় ক্ষুদ্রাসেইলিয়ামে।Deselect Answer মিথ্যা সত্য None ক্রেবস-চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র কোশের যে অংশে ঘটে সেটি হল –Deselect Answer মাইটোকনড্রিয়ায় রাইবোজোমে সেন্ট্রোজোমে সাইটোপ্লাজমে None রাসায়নিক ধর্মে গদ হল এক প্রকার –Deselect Answer পলিস্যাকারাইড মোনোস্যাকারাইড প্রোটিন স্নেহপদার্থ None কোন প্রকার শ্বসনে বায়বীয় অক্সিজেন O2 প্রয়োজন হয়?Deselect Answer সন্ধান দহন সবাত শ্বসন অবাত শ্বসন None সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের যে অংশে সেটি হল—Deselect Answer অন্তঃপর্দায় স্ট্রোমায় গ্রানায় বহিঃপর্দায় None আলোক দশাটি উৎসেচক নির্ভর।Deselect Answer মিথ্যা সত্য None যে রক্তগ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়, সেটি হল—Deselect Answer A- গ্রুপ AB- নোড O- গ্রুপ B- গ্রুপ None তীব্র আম্লিক মাধ্যমে ক্রিয়াশীল প্রোটিওলাইটিক উৎসেচকটি হল—Deselect Answer ট্রিপসিন ইরেপসিন পেপসিন কাইমোট্রিপসিন None শূন্যস্থান পূরন করো রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রূপে বাস করে। কোনো শিশুর মাড়ি ফুলে উঠে রক্ত ক্ষরণ ঘটছে, তাকে কী খেতে দিলে এই উপসর্গ কমতে পারে?Deselect Answer গাজর পাতিলেবু ডিম ভিজে ছোলা None উইপোকার অন্ত্রে মিথোজীবীরূপে বসবাসকারী আদ্যপ্রাণীটি হল –Deselect Answer লিসম্যানিয়া ট্রাইকোনিম্ফ ট্রিপানোসোমা সমোডিয়াম None কেলভিন অন্ধকার দশার বিক্রিয়া পরীক্ষা করার জন্য কোন্ উদ্ভিদ বেছে নেন?Deselect Answer ভলভক্স ক্ল্যামাইডোমোনাস স্পাইরোগাইরা ক্লোরেল্লা None সালোকসংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটি হল—Deselect Answer ATP PGA PGAID গ্লুকোজ None ★★★★★ How useful is this content? Click on a star to rate it! Submit Rating 4.5 / 5. 1021 Views: 1,156 Facebook X (Twitter)