ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নমালা

বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ
- অবরোহন ও আরোহন এর পার্থক্য লেখ?
- পর্যায়ন এর মাধ্যম কি কি?
ভৌম জলের কাজ ও কাস্ট অঞ্চল
- ভৌম জলের উৎস গুলো কি কি?
- সম্পৃক্ত ও অসম্পৃক্ত স্তর কি বর্ণনা করো?
- টীকা লেখ:অ্যাকুইফার, আর্টেজীয় প্রস্রবন, গিজার, ভল্কশিয়ান প্রস্রবণ
অথবা প্রস্রবণ কাকে বলে? বিভিন্ন প্রকার প্রস্রবণ সম্পর্কে আলোচনা করো? - ভৌম জলের নিয়ন্ত্রক গুলো কি কি?
- কাস্ট ভূমিরূপ গঠনের শর্ত গুলো কি কি কাস্ট অঞ্চলে গঠিত সঞ্চয় অথবা ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলির বর্ণনা দাও?
সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ
- সোওয়াস ব্যাকওয়াস কাকে বলে এবং পার্থক্য?
- গঠনকারী তরঙ্গ ও বিনাশকারী তরঙ্গ কাকে বলে এবং পার্থক্য ?
- উত্থিত ও নিমজ্জিত উপকূল এর পার্থক্য লেখো ?
- টীকা লেখ:প্রবাল প্রাচীর, টম্বোলো, অ্যাটল রিয়া উপকূল, ফিয়র্ড উপকূল, ডালমেশিয়ান উপকূল।
- প্রবাল প্রাচীর গঠনের শর্ত গুলো কি কি আলোচনা করো?
স্বাভাবিক ক্ষয়চক্র
- ডেভিসের ত্রয়ী বলতে কী বোঝো আলোচনা করো?
- স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্কতার ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো ?
- নদী ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝো ?
- ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো?
জলনির্গম প্রণালী
- জলনির্গম প্রণালী নিয়ন্ত্রক গুলো কি কি?
- বিভিন্ন ধরনের জলনির্গম প্রণালীর সংজ্ঞা দাও?
- জাফরি রুপী জলনির্গম প্রণালী সম্পর্কে আলোচনা করো?
- বৃক্ষ রুপি জলনির্গম প্রণালী সম্পর্কে আলোচনা করো?
- আয়তাকার জলনির্গম প্রণালী সম্পর্কে আলোচনা করো?
মৃত্তিকা
- মৃত্তিকার গঠন বর্ণনা করো?
- টীকা লেখ: মৃত্তিকার গ্রখন, মৃত্তিকার সচ্ছিদ্রতা, মৃত্তিকার অম্লত্ব, এলুভিয়েশন ও ইলুভিয়েশন কি?
- পেডালফার ও পেডোক্যাল গোষ্ঠীর মৃত্তিকার পার্থক্য লেখো?
- ক্যালসিফিকেশন, প্লেইজেশন, অ্যালকালাইজেশন, ল্যাটেরাইজেশান, বলতে কী বোঝো ?
- মৃত্তিকার চার প্রকার গঠন বর্ণনা কর ?
- মৃত্তিকা সৃষ্টিতে আদিশীলা ও সময়ের প্রভাব বর্ণনা করো?
- মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতিগুলি বর্ণনা কর ?
- মৃত্তিকা পরিলেখ কি একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ বর্ণনা করো?
- মৃত্তিকা ক্ষয়ের কারণ গুলি আলোচনা করো?
বায়ুমণ্ডলীয় গোলযোগ
- ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর পার্থক্য আলোচনা কর?
- টীকা লেখ: টাইফুন, সাইক্লোন, টর্নেডো, হারিকেন, অন্তধৃতি সীমান্ত ?
- উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের পার্থক্য আলোচনা করো?
- টীকা লেখ: ওয়ার্কার সার্কুলেশন, এল নিনো, লা নিনা?
- ত্রিকোষীয় মডেল টি ব্যাখ্যা করো?
- জেট স্ট্রিম কি এর বৈশিষ্ট্য ও জীবনচক্র আলোচনা করো?
- ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এর পার্থক্য আলোচনা করো ?
- নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির কারণ ও পর্যায়ে ব্যাখ্যা করো?
জীব বৈচিত্র
- টীকা লেখ: জীব বৈচিত্র, জীব বৈচিত্রের হটস্পট, ডাটা বুক, ইন সিটু, এক্স সিটু সংরক্ষণ
- জীববৈচিত্র্য ধ্বংসের গুলি আলোচনা করো?
- জীব বৈচিত্রের প্রকারভেদ আলোচনা করো?
- জীব বৈচিত্র সংরক্ষণ এর বিভিন্ন কৌশল গুলো বর্ণনা করো?
- জীব বৈচিত্রের সংজ্ঞা দাও বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্য সম্বন্ধে আলোচনা করো?
- জীব বৈচিত্র্যের গুরুত্ব কি?
প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়
- সুনামি কি, খরা কি, বিপন্নতা কি?
- বন্যা ও খরার কারণ গুলি আলোচনা করো?
- বন্যা ও খরার প্রভাব ও প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে লেখো?
- বিপর্যয়ের পূর্বে গৃহীত ব্যবস্থা গুলো কি কি?
- দুর্যোগ ও বিপর্যয় এর পরবর্তী ব্যবস্থাপনা আলোচনা করো ?
জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু পরিবর্তন
- বিশ্ব উষ্ণায়ন কি?
- ওজন গহবর কি?
- টীকা লেখ: আলোক প্রিয় উদ্ভিদ, ছায়া প্রিয় উদ্ভিদ, জলজ উদ্ভিদ ?
- স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব কি?
- মৌসুমী অথবা নিরক্ষীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু বর্ণনা দাও?
অর্থনৈতিক কার্যাবলি
- প্রথম /দ্বিতীয়/তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলি সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো.
কৃষি
- টীকা লেখ: আদ্র কৃষি শস্য সমন্বয়, শস্য প্রগাঢ়তা, নীল বিপ্লব, মিলেট।
- আদ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য লেখো?
- বাণিজ্যিক কৃষি ও উদ্যান কৃষি এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো?
- ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির পার্থক্য আলোচনা করো?
- ভারত/চীনের ধান উৎপাদনের অনুকূল পরিবেশ ও উন্নতির কারণ আলোচনা করো ?
- দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ ?
- শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ কি ?
- মিসরে কার্পাস চাষে উন্নতির কারণ আলোচনা করো?
- বাংলাদেশে পাট চাষের উন্নতির কারণ আলোচনা করো?
- শ্রীলঙ্কা নারকেল চাষ উন্নত কেন?
শিল্প
- শিল্পের শ্রেণীবিভাগ করো? শিল্প স্থাপনের কারণ ও নিয়ন্ত্রক কি?
- ওয়েবারের শিল্পের অবস্থান সম্পর্কিত তত্বটি সমালোচনা সহ আলোচনা করো?
- ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি?
- হুগলি নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি ?
- পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন?
- দূর্গাপুর কে ভারতের রুঢ় বলা হয় কেন ?
- পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি?
- টীকা লেখ: আইসোডডপেন, শ্রমগুনক, শিল্পের অবস্থানে কাঁচামালের ভূমিকা।
জনসংখ্যা ও জনবসতি
- টীকা লেখ: মানুষ জমি অনুপাত, জনসংখ্যা বিস্ফোরণ, জনসংখ্যা অভিক্ষেপ ।
- বয়স লিঙ্গ অনুপাত কি? বিভিন্ন প্রকার পিরামিড সম্পর্কে আলোচনা করো?
- পৃথিবীতে বা ভারতের অসম জনবণ্টনের কারণ কি ?
- জনসংখ্যার বিবর্তন বা পরিবর্তন তত্ত্বটি আলোচনা করো?
- জনঘনত্ব অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যেকে ভাগ করে বর্ণনা করো ?
- জনবসতি কাকে বলে? গ্রামীণ ও পৌর বসতির পার্থক্য লেখ ?
- গ্রামীণ জনবসতি কাকে বলে, বিভিন্ন প্রকার জনবসতির বর্ণনা দাও?
- গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারন কি?
- আয়তনের ভিত্তিতে জনবসতির শ্রেণীবিভাগ করো?
আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন
- হলদিয়া অথবা বেঙ্গালুরু অঞ্চল গড়ে ওঠার কারণ কি? হলদিয়া বন্দরের অর্থনৈতিক গুরুত্ব
অথবা কলকাতার সহযোগী বন্ধ হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব ? - বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো?
পরিবহন ও বানিজ্য
- সড়ক পথের সুবিধা ও অসুবিধা?
- রেল পথের সুবিধা ও অসুবিধা ?
- জলপথের সুবিধা ও অসুবিধা ?
- বিমান পথের সুবিধা ও অসুবিধা ?
- টীকা লেখ:সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, সার্ক, WTO, OPEC, G8, SAPTA