উচ্চমাধ্যমিক রসায়নবিদ্যা

ভৌত রসায়ন
পদার্থের কঠিন অবস্থা
(১) কেলাসাকার কঠিন কি ও এর বৈশিষ্ট্য লেখো। কেলাসাকার কঠিনের শ্রেনিবিন্যাস করো।
(২) কেলাস, কেলাস জালক ও একক কোশ কি? একক কোশের প্রকারভেদ।
(৩) সরল ঘনকাকার একক কোশের প্যাকিং দক্ষতা নির্নয় করো।
(৪) পৃষ্ঠ কেন্দ্রিক একক কোশের প্যাকিং দক্ষতা নির্নয় করো।
(৫) দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোশের প্যাকিং দক্ষতা নির্নয় করো।
(৬) কেলাসের ঘনত্ব নির্নয়ের সূত্রটি লেখো।
(৭) সটকি ত্রুটি ও ফ্রেংকেল ত্রুটি কি? উদাহরণ দাও এবং সটকি ত্রুটি ও ফ্রেংকেল ত্রুটির মধ্যে পার্থক্য লেখো।
(৮) F-সেন্টার কি? একে বর্ন বিন্দু বলা হয় কেন?
(৯) p-type ও n-type অর্ধপরিবাহী কি? উদাহরণ দাও।
দ্রবন
(১) সংজ্ঞা এবং গানিতিক রূপ:- (i) নরম্যালিটি, (ii) মোলারিটি (iii) মোলালিটি (iv) মোল-ভগ্নাংশ।
(২) মোলার দ্রবন এবং মোলাল দ্রবনের মধ্যে পার্থক্য।
(৩) তরলে গ্যাসের দ্রাব্যতা সমূহের উপর প্রভাবকারী বিষয় সমূহ। হেনরির সুত্রটি ব্যাখা করো।
(৪) তরলের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সুত্র।
(৫) আদর্শ দ্রবন কি? বৈশিষ্ট্য লেখো। আদর্শ এবং অনাদর্শ দ্রবনের মধ্যে পার্থক্য লেখো।
(৬) অনাদর্শ দ্রবনের ধনাত্মক ও ঋণাত্মক বিচ্যুতির উদাহরণ দাও।
(৭) আ্যজিওট্রপিক মিশ্রন কি? উদাহরণ দাও।
(৮) সংখ্যাগত ধর্ম কি? সংখ্যাগত ধর্মের বৈশিষ্ট্য।
(৯) দেখাও যে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত ধর্ম। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সুত্রটি প্রতিষ্ঠা করো।
(১০) দ্রবনের স্ফুটনাঙ্ক সংক্রান্ত রাউল্টের সুত্র গুলো লেখো।
(১১) দ্রবনের হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউল্টের সুত্রটি লেখো।
(১২) অভিস্রবন চাপ কি? অভিস্রবন চাপ সংক্রান্ত ভ্যান্টহপের সূত্রগুলো লেখো। অভিস্রবন চাপ সংক্রান্ত ভ্যান্টহপের সমীকরণটি প্রতিষ্ঠা করো। বিপরীত অভিস্রবন কি?
(১৩) আইসোটনইক, হাইপারটনিক ও হাইফোটনিক দ্রবন কি উদাহরণ সহ ব্যাখা দাও।
(১৪) ভ্যান্ট হফ গুনক কি? ভ্যান্ট হফ গুনক ও দ্রাবের বিয়োজন এবং সংযোজন মাত্রার মধ্যে সম্পর্ক লেখো।
তড়িৎ রাসায়ন
(১) গ্যালভানীয় কোশ এবং তড়িদবিশ্লেষ্য কোশের মধ্যে পার্থক্য লেখো।
(২) লবন সেতু কি? লবন সেতুর বৈশিষ্ট্য লেখো।
(৩) তড়িদ্বারবিভব কি? তড়িদ্বারবিভব সংক্রান্ত নার্নস্টের সমীকরণটি লেখো। তড়িদ্বারবিভবের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে।
(৪) প্রমান তড়িদ্বারবিভব কি? প্রমান হাইড্রোজেন তড়িদ্বার বিভব কি।
(৫) গ্যালভানীয় তড়িৎচালক বল ও গিবস মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক লেখো।
(৬) ফ্যারাডের তড়িদবিশ্লেষ্য সূত্রটি লিখ। তড়িৎ রাসায়নিক তুল্যঙ্ক কি?
(৭) আপেক্ষিক পরিবাহীতা কি? মোলার পরিবাহীতা কি? আপেক্ষিক পরিবাহীতা ও মোলার পরিবাহীতার পার্থক্য লেখো।
(৮) মৃদ্যু তড়িদবিশ্লেষ্যর বিয়োজন মাত্রা ও বিয়োজন ধ্রুবক নির্নয় করো।
রাসায়নিক গতিবিদ্যা
(১) রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার বা গতিবেগ কি? বিক্রিয়া হারের প্রকারভেদ ও একক লেখো।
(২) প্রারম্ভিক বিক্রিয়া হার কি?
(৩) বিক্রিয়া হার সমীকরণ ও বিক্রিয়ার হার ধ্রুবক কি?
(৪) হার ধ্রুবকের বৈশিষ্ট্য লেখো। বিক্রিয়া-হার ও হার-ধ্রুবকের মধ্যে পার্থক্য লেখো।
(৫) মৌলিক ও জটিল বিক্রিয়া কি? উদাহরণ দাও।
(৬) আনবিকতা কি? আনবিকতার বৈশিষ্ট্য লেখো।
(৭) শূন্য ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপটি লেখো। শূন্য ক্রম বিক্রিয়া সম্পন্ন হতে প্রয়োজনীয় সময় ও শূন্য ক্রম বিক্রিয়ার অর্ধায়ু।
(৮) প্রথম ক্রম বিক্রিয়ার সময়ের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের সম্পর্ক লেখো। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি?
(৯) প্রমান করো প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পন্ন হয় না।
(১০) ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কি? উদাহরণ দাও।
(১১) আরহেনিয়সের সমীকরণটি লেখো।
(১২) সক্রিয়করন শক্তি কি?
পৃষ্ঠতলীয় রসায়ন
(১) অধিশোষন প্রক্রিয়ায় সিস্টেমের মুক্ত শক্তির পরিবর্তন, এনট্রপির পরিবর্তন ও এনথ্যালপির পরিবর্তন লেখো।
(২) ভৌত অধিশোষন কি?
(৩) প্রকৃত দ্রবন, কোলয়ডীয় দ্রবন ও প্রলম্বনের মধ্যে পার্থক্য লেখো।
(৪) দ্রাবক আকর্ষী ও দ্রাবক বিকর্ষী কোলয়ড কি? উদাহরণ দাও।
(৫) মিসেল কি?
(৬) পেপটাইজেশন বা অপলয়ন কি?
(৮) টিন্ডাল প্রভাব কি? টিন্ডাল প্রভাব দ্বারা প্রকৃত দ্রবন ও কোলয়ডীয় দ্রবন শনাক্তকরণ।
(৯) স্বর্ন সংখ্যা কি? উদাহরণ দাও।
(১০) শুলজে হার্ডি নিয়মটি ব্যাখা করো।
অজৈব রসায়ন
মৌলের পৃথকীকরণ সাধারণ নীতি এবং পদ্ধতিসমূহ
(১) অ্যাসিড বেসিমার পদ্ধতিতে লোহা বিশুদ্ধিকরণের সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো।
(২) সারপেক পদ্ধতিতে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুতির পদ্ধতি সংশ্লিষ্ট সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।
(৩) হল-হেরোঁ’ পদ্ধতিতে বিশদ্ধৃ অ্যালমিুনা থেকে অ্যালমিুনিয়াম নিষ্কাশন কীভাবে করা হয়?
(৪) স্পাইজেল কি? এর কাজ লেখো।
(৫) হাইড্রোমেটালার্জি ও পাইরোমেটালার্জি কাকে বলে?
(৬) বায়ার পদ্ধতিতে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুতিকরণের বিক্রিয়াগুলি লেখো।
(৭) বিগালক কি? একটি আমলিক ও একটি ক্ষারীয় বিগালকের উদাহরণ দাও। (ii) লোহা নিষ্কাশনে ক্ষারকীয় বিগালক ব্যবহৃত হয়, কিন্তু তামা নিষ্কাশনের ক্ষেত্রে আম্লিক বিগালক ব্যবহৃত হয় কেন?
(৮) কপার পাইরাইটস থেকে কপার নিষ্কাশন–(i) বিভিন্ন ধাপের বিক্রিয়া (তাপজারণ প্রক্রিয়া,বিগলন প্রক্রিয়া,স্বত:বিজারণ প্রক্রিয়া), (ii) ম্যাট কি?, (iii) ব্লিস্টার কপার কি?, (iv) পোলিং কি? (v) কোক চূর্ণ ও সিলিকার ভূমিকা?, (vi) অ্যানোড মাড কি?
(৯) পার্থক্য লেখো– (i) ভস্মীকরণ ও তাপজারণ, (ii) খনিজ ও আকরিক, (iii) ধাতুমল ও খনিজমল।
p-Block মৌল সমূহ
(১) সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।
(২) সাদা ফসফরাসকে কষ্টিক সোডার দ্রবণ সহযোগে ফোটালে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।
(৩) হিলিয়াম কোনও যৌগ তৈরি করে না কেন?
(৪) মিশ্র অক্সাইডের একটি উদাহরণ দাও। এটিকে মিশ্র অক্সাইড বলা হয় কেন?
(৫) H₂SO₃ এর গঠন আঁকো।
(৬) রাসায়নিকভাবে HN₃ এবং NH₃ এর মধ্যে পার্থক্য কীভাবে নিরূপণ করবে।
(৭) কীভাবে PCI3 এর আর্দ্রবিশ্লেষণ ঘটে?
(৮) SO₂ এর জলীয় দ্রবশের সঙ্গে H₂S-এর বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণটি লেখো এবং এই বিক্রিয়ায় বিক্রিয়ক দুটির ভূমিকা (জারক/ বিজারক) কী লেখো।
(৯) ক্লোরিন গ্যাসকে উত্তপ্ত ঘন KOH দ্রবণে চালনা করলে কী ঘটে শমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।
(১০) অক্সিজেনে পটাশিয়ামের দহনে উৎপন্ন অক্সাইডটির সংকেত কী?
(১১) হাইড্রোজেন হ্যালাইডগুলির তাপীয় সুস্থিতির ক্রমটি লেখো।
(১২) আর্দ্র ক্লোরিন শুষ্ক রঙিন বস্তুকে বিরঞ্জিত করতে পারে কিন্তু শুষ্ক ক্লোরিন পারে না কেন ব্যাখ্যা করো। SO₂ এর গঠন লেখো এবং এটি ধ্রুবীয় না অধ্রুবীয় তা কারণসহ বলো। অক্সিজেন ও সালফারের বহুরূপগুলির মধ্যে সুস্থিত পরাচৌম্বক বহুরূপটির নাম ও সংকেত লেখো।
(১৩) সালফার ট্রাইঅক্সাইড গ্যাস গাঢ় সালফিউরিক অ্যাসিডে চালনা করলে কি ঘটে তা শমিত সমীকরণসহ বিবৃত করো।
(১৪) সাধারণভাবে শ্রেণি 15 -এর মৌলগুলির প্রথম আয়নায়ন এনথ্যালপির মান শ্রেণি 16 -এর মৌলগুলির এই মান অপেক্ষা বেশি-ব্যাখ্যা করো।
(১৫) (i)ফ্লুরিনের ঋণাত্মক ইলেকট্রন-গ্রহণ এনথ্যালপি ক্লোরিনের থেকে কম এবং তা সত্ত্বেও এটি ক্লোরিনের থেকে বেশি শক্তিশালী জারক। ব্যাখ্যা করো। (ii) সাদা ফসফরাসকে কস্টিক সোডার দ্রবণে ফোটালে কী ঘটে? শমিত রাসায়নিক সমীকরণসহ লেখো। (iii) N₂O ও NO₂ অণুর মধ্যে কোনটি বেশি ধ্রুবীয়? ব্যাখ্যা করো।
(১৬) কী ঘটে শমিত সমীকরণসহ লেখো:(i) কপার পাইরাইটসকে বায়ুতে উত্তপ্ত করা হল এবং উৎপন্ন গ্যাসকে ব্রোমিনের জলীয় দ্রবণে চালনা করা হল। (ii) উত্তপ্ত তামার উপর দিয়ে নাইট্রিক অ্যাসিডের বাষ্প চালনা করা হল। (iii) তরল অ্যামোনিয়ায় ক্যালশিয়াম দ্রবীভূত করে দ্রবণটিকে বাষ্পীভূত করা হল।
(১৭) ফ্লুরিন কোনো অক্সিঅ্যাসিড তৈরি করে না কেন? (ii) সংশ্লিষ্ট, হ্যালাইড লবণে ঘন সালফিউরিক অ্যাসিড যোগ করে HI ও HBr তৈরি করা যায় না কেন?
(১৮) NCl3 ও PCl3 এদের আর্দ্রবিশ্লেষণ ভিন্ন প্রকৃতির হয় কেন?
(১৯) NF3 আর্দ্রবিশ্লেষিত হয় না কেন?
(২০) R3P=O এর অস্তিত্ব আছে কিন্তু R3N=O এর অস্তিত্ব নেই কেন? (ii)নাইট্রোজেন +5 জারণ অবস্থা প্রদর্শন করলেও পেন্টাহ্যালাইড গঠন করে না কেন?
d ও f ব্লক মৌল সমূহ
(১) প্রাসিওডিমিয়ামের ইলেকট্রন বিন্যাস প্রত্যাশামত 4f²5d¹6s² না হয়ে, 4f³6s² হয় কেন? (ii) অ্যাক্টিনয়েডগুলিতে কোন্ জারণ স্তর সচরাচর দেখা যায়?
(২) কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো। (i) CuSO, এর জলীয় দ্রবণে পটাশিয়াম আয়োডাইড যোগ করা হল। (ii) KMnO4 -কে তীব্রভাবে উত্তপ্ত করা হল।
(৩) Cu+ আয়নটির চুম্বকীয় চরিত্র কী?
(৪) ত্রিযোজী ল্যান্থানয়েড আয়নগুলির মধ্যে কোনটির আকার সর্বোচ্চ?
(৫) Eu এবং Ce-এর মধ্যে কোনটির +2 জারণ স্তর দেখায়?
(৬) জলীয় দ্রবণে Cu+ আয়ন সুস্থিত নয় কেন ব্যাখ্যা করো। (ii) KCl এবং K₂Cr₂O7 -এর কঠিন মিশ্রণকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করলে কী ঘটে তা বিবৃত করো। সমিত রাসায়নিক সমীকরণ দাও।
(৭) (i) Na₂[FeO4]-এ অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা লেখো। [Fe-এর পারমাণবিক সংখ্যা 26] (ii) Nb এবং Ta-এর যৌগগুলির মধ্যে রাসায়নিক সাদৃশ্যের কারণ ব্যাখ্যা করো।
(৮) অনুঘটকরূপে কাজ করে এরূপ একটি সন্ধিগত ধাতব মৌলের অক্সাইডের নাম ও সংকেত লেখো।
(৯) একটি সবুজ বর্ণের ক্রোমিয়াম অক্সাইড (A)-কে KOH এবং KNO3 সহযোগে গলিত করা হলে হলুদ বর্ণের যৌগ (B) উৎপন্ন হয়। (B)-এর জলীয় দ্রবণকে লঘু H₂SO₄ দ্বারা অম্লীকৃত করলে কমলা বর্ণের যৌগ (C) উৎপন্ন হয়। (B) এবং (C) -কে শনাক্ত করো এবং সংশ্লিষ্ট বিক্রিয়াগুলির সমিত রাসায়নিক সমীকরণ লেখো।
(১০) La(OH)3 এবং Lu(OH)3 এর মধ্যে কোনটি অধিকতর ক্ষারকীয় এবং কেন?
(১১) MnO2 কে KOH ও KNO₃ সহযোগে গলিত করলে উৎপন্ন Mn- এর যৌগে Mn -এর জারণ সংখ্যা কত হবে?
(১২) d ব্লক মৌলগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাসটি কী? (ii) TiCl₂ পরাচুম্বকীয় (paramagnetic) কিন্তু TiO₂ অপরাচুম্বকীয় (diamagnetic) কেন?
সবর্গীয় যৌগ বা জটিল যৌগ
(১) Co(NH3)5 Br(SO4) সংকেতযুক্ত একটি জটিল যৌগের জলীয় দ্রবণ AgNO3 এর জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় খুব সহজেই হলদেটে সাদা অধঃক্ষেপ দেয়। জটিল যৌগটির গঠন সংকেত লেখো এবং সংশ্লিষ্ট বিক্রিয়াটি উল্লেখ করো।
(২) যুগ্ম লবন কি? উদাহরণ দাও।
(৩) [Cu(NH3)4]2+ আয়নটি রঙিন, কিন্তু [Cu(CN)4]³- আয়নটি বর্ণহীন কেন ব্যাখ্যা করো।
(৪) [Co(NH3) Cl₂]CI-এর কতগুলো সমবায়ব সম্ভব সেগুলির গঠন আঁকো।
জৈব রসায়ন
গুরুত্বপূর্ণ Name Reaction
(১) হান্সডিকার বিক্রিয়া
(২) ফিংকেলস্টেইন বিক্রিয়া
(৩) সোয়ার্টস বিক্রিয়া
(৪) ডার্জেন বিক্রিয়া
(৫) স্যান্ডমায়ার বিক্রিয়া
(৬) গ্যাটারম্যান বিক্রিয়া
(৭) শীম্যান বিক্রিয়া
(৮) ভার্জ বিক্রিয়া
(৯) উর্জফিটিগ বিক্রিয়া
(১০) ফিটিগ বিক্রিয়া
(১১) উলম্যান বিক্রিয়া
(১২) ব্যুঁভো ব্ল্যাঙ্ক বিজারন
(১৩) এস্টারফিকেশন বিক্রিয়া
(১৪) রাইমার টিম্যান বিক্রিয়া
(১৫) কোলবে স্লিট বিক্রিয়া
(১৬) উইলিয়ামসন সংশ্লেষন
(১৭) লেডেরার ম্যানাসে বিক্রিয়া
(১৮) স্টিফেন পদ্ধতি
(১৯) রোজেনমান্ড বিজারন
(২০) ফ্রিডেল ক্র্যাফটস বিক্রিয়া
(২১) সটেন-বোমান বিক্রিয়া
(২২) রেশিগ পদ্ধতি
(২৩) সরেট পদ্ধতি
(২৪) ওয়াকার পদ্ধতি
(২৫) ইটার্ড পদ্ধতি
(২৬) ডাও পদ্ধতি
(২৭) অক্সো পদ্ধতি
(২৮) গ্যাটারম্যান কচ আ্যলডিহাইড সংশ্লেষন
(২৯) গ্যাটারম্যান আ্যলডিহাইড সংশ্লেষন
(৩০) পিনাকল পিনাকোলন পুনর্বিন্যাস
(৩১) ফ্রাইস পুনর্বিন্যাস
(৩২) বায়ার ভিলিগার বিক্রিয়া
(৩৩) ক্লিমেনসন বিজারন
(৩৪) উলফকিশনার বিজারন
(৩৫) আ্যলডল কনডেনশেষন
(৩৬) ক্যন্নিজারো বিক্রিয়া
(৩৭) মিশ্র ক্যন্নিজারো বিক্রিয়া
(৩৮) আন্তঃআনবিক ক্যন্নিজারো বিক্রিয়া
(৩৯) টিশেংকো বিক্রিয়া
(৪০) পলিমারিজেশন
(৪১) ভিটিগ বিক্রিয়া
(৪২) পার্কিন বিক্রিয়া
(৪৩) আর্নড ইস্টার্ট বিক্রিয়া
(৪৪) স্মিড বিক্রিয়া
(৪৫) কোলবে ইলেকট্রোলিসিস বিক্রিয়া
(৪৬) HVZ বিক্রিয়া
(৪৭) কার্বিন আ্যমিন বিক্রিয়া
(৪৮) মুলিকেন বার্কার পরীক্ষা
(৪৯) হফম্যান অবনমন
(৫০) হফম্যান মাস্টারওয়েল বিক্রিয়া
(৫১) গ্যাব্রিয়েন বিক্রিয়া
(৫২) ক্লেইসন স্মিট বিক্রিয়া
(৫৩) বেঞ্জোয়েন কনডেনশেষন
(৫৪) সাবানীভবন বিক্রিয়া
(৫৫) সলমেট বিক্রিয়া
(৫৬) ফ্রিডেল ক্র্যাফটস বিক্রিয়া