জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় – দশম শ্রেণী জীবন বিজ্ঞান (সাজেশন প্রশ্ন – নিজে করি)

4.5
(2002)

শূন্যস্থান পূরণ [মান-১]

 

1. বীজবিহীন ফল উৎপাদনকে বলে __________ ।

2. মানুষের চোখের লেন্সের ফোকাসদৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ____________ বলে ।

3. আয়োডিনের অভাবে ___________ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়।

4. _________হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়।

5. টেস্টোস্টেরন হরমোন _________ থেকে ক্ষরিত হয়।

6. নিউরোন বা স্নায়ুকোশগুলি সমন্বিত হয়ে __________ গঠন করে ।

7. প্রোজেস্টেরন গর্ভাবস্থায় _________ বৃদ্ধিতে সাহায্য করে ।

8. থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণে ____________ ফুলে ওঠে।

9. ক্লোরোফর্ম, _______ প্রভৃতি রাসায়নিক পদার্থের তীব্রতার প্রভাবে কেমোন্যাস্টিক চলন সম্পন্ন হয় ।

10. __________ মানসিক পরিপূর্ণতার প্রকাশ ও গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে ।

11. কারকের উদাহরণ হল _________________ও গ্রন্থি।

12. ______________-এ কোনো দূরবর্তী অঙ্গ দেহাংশ বা দেহাক্ষের নিকটবর্তী হয় ।

13. উপযুক্ত বিবর্ধন ক্ষমতাসম্পন্ন উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহারে _____________ ত্রুটি দূর হয়।

14 ________ একটি যান্ত্রিক উদ্দীপক ।

15. অক্সিনের রাসায়নিক নাম _____________।

16. __________প্রথম আবিষ্কৃত প্রাকৃতিক সাইটোকাইনিন।

17. ফল পাকতে সাহায্য করে _________ হরমোন।

18. ________ স্নায়ু অন্তঃক্ষরা অন্যরূপে বিবেচিত হয়।

19. _____________একটি স্টেরয়েডধর্মী হরমোন।

20. মূত্রে _________ হরমোনের উপস্থিতি গর্ভাবস্থা নির্দেশ করে। 

21. গুধুমাত্তস্কের যোজকটিকে বলা হয় _________________ ।

22. ___________ -এর মধ্য দিয়ে প্রবাহিত স্নায়ুস্পন্দন সর্বদা একমুখী হয়।

23. __________ রোগে লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়।

 24. রেটিনার _________ স্থানে অপটিক স্নায়ু মিলিত হয় ৷

25. কোন কোশ ________ রঞ্জক থাকে।

সত্য মিথ্যা [মান-১]

26. জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে।

27. হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে।

28. বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘু মূত্ৰ নিৰ্গত হয় ।

29. সোমাটোট্রফিক হরমোনের বেশি ক্ষরণে পরিণত মানুষের উচ্চতা খুব কম হয়।

30. রড কোশ মৃদু আলোকে ও কোন কোশ তীব্র আলোকে দেখতে সাহায্য করে।

31. ট্রপিক চলন হল উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন।

32. ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে ও সন্তান প্রসবে সাহায্য করে।

33. অক্সিটোসিন বৃক্কীয় নালিকায় জলশোষণ ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

34. স্নায়ু রক্তবাহ সমন্বিত এবং পেরিনিউরিয়াম নামক যোগকলার আবরণ দ্বারা আবৃত।

35. গ্যাংলিয়ন থেকে নার্ভ উৎপন্ন হয়।

36. CSF মস্তিষ্কের প্রকোষ্ঠ, সুষুন্নকাণ্ডের কেন্দ্রীয় নালি ও মেনিনজেসের সাব অ্যারাকনয়েড স্থানে অবস্থান করে।

37. ল্যাটিসিমাস ডরসি অ্যাবডাকশনে সাহায্য করে।

38. পাখির শরীরে 23টি রেকট্রিসেস পালক রয়েছে।

39. অপটিক স্নায়ু দশম করোটীয় স্নায়ু।

40. থাইরয়েড হরমোনের প্রধান উপাদান আয়োডিন।

41. সাইটোকাইনিন পার্থেনোকারপিক ফল উৎপাদনে সাহায্য করে।

স্তম্ভ মিলানো

42. A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ-সহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে-কোনো পাঁচটি):

A-স্তম্ভ B-স্তম্ভ
(i) আলোক প্রতিকূলবর্তী চলন (a) অপরাজিতা, শিম
(ii) ন্যুটেশন (b) প্রকল্পিত হরমোন
(iii) ফ্লোরিজেন (c) উদ্ভিদমূল
(iv) ইমিডাজোল (d) থাইরক্সিন
(v) লোহিতকণিকার পর্ণতা-প্রাপ্তি (e) সাইন্যাপস
(vi) স্টেরয়েডধর্মী (f) কোমরের অস্থিসন্ধি
(vii) নিউরোহিউমর (g) ইস্ট্রোজেন
(viii) বল ও সকেট সন্ধি (h) কৃত্রিম সাইটোকাইনিন
    (i) প্রাকৃতিক সাইটোকাইনিন

 

43. A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ-সহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে-কোনো পাঁচটি):

A-স্তম্ভ B-স্তম্ভ
(i) পালভিনাস (a) ফ্লোরিজেন
(ii) প্রাকৃতিক সাইটোকাইনিন (b) অক্সিটোসিন
(iii) চাইলাখান (c) জিয়াটিন
(iv) জরায়ুর প্রসারণ (d) বাইসেপ্‌স
(v) যুদ্ধ অথবা পলায়ন মনোবৃত্তি (e) ব্যাং
(vi) একনেত্র দৃষ্টি (f) অ্যাড্রিনালিন
(vii) ঐচ্ছিক পেশি (g) লজ্জাবতীর পত্রমূলের স্ফীত অংশ
    (h) নিদ্ৰাচলন

বিসদৃশটি বেছে লেখো:

44. বিসদৃশটি বেছে লেখো:

(i) গুরুমস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পস, থ্যালামাস ।

(ii) TSH, ACTH, GTH, CSF

(iii) বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ।

(iv) স্কেরা, রেটিনা, কোরয়েড, ভিট্রিয়াস হিউমর।

(v) হাঁচি, কাশি, সাইকেল চালানো, চোখের পলক পড়া।

(vi) ফ্লেক্সন, অ্যাবডাকশন, রোটেশন, অ্যাকোমোডেশন ।

(vii) ফ্ল্যাজেলা, সিলিয়া, সিউডোপোডিয়া, মায়োটোম পেশি ।

1 নম্বরের প্রশ্ন

45. কাছের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাসদৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন ঘটে?

46. মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ লেখো।

47. অক্ষিগোলকের লেপ ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কী?

48. নিউরোনের প্রধান দুটি অংশের নাম লেখো।

49. একটি জরুরিকালীন হরমোনের নাম লেখো।

50. সোয়ান কোশ কোথায় থাকে?

51. মায়েলিন শিখের কাজ কী?

52. প্রাত্যহিক জীবনে উপযোজনের একটি গুরুত্ব লেখো।

53. পরিণত বীজ ও অঙ্কুরিত বীজপত্রে কোন্ উদ্ভিদ হরমোন সংশ্লেষিত হয়?

54. দুগ্ধপ্রদানকারী মায়ের ডিম্বাণু নিঃসরণে কোন হরমোন বাধা দেয়?

55. পন্‌স-এর একটি কাজ লেখো।

56. দুটি উদ্ভিদের নাম করো যার গমন করতে পারে

57. কোশের রসস্ফীতির তারতম্যের ফলে উদ্ভিদ অঙ্গের চলনকে কী বলে?

58. কিছু উদ্ভিদের ক্ষেত্রে কচিপাতার নীচের দিকে থাকা কোশগুলি উপরের পৃষ্ঠে থাকা কোশগুলির অপেক্ষা দ্রুত বৃদ্ধিলাভ করে, একে কী বলে?

59. একটি রাসায়নিক উদ্দীপকের নাম লেখো।

60. 2, 4-D-এর সম্পূর্ণ নাম কী ?

 61. একটি ক্ষারীয় পিউরিন বর্ণযুক্ত উদ্ভিদ হরমোনের নাম লেখো।

62. জরা প্রতিরোধকারী হরমোন কোনটি?

63. পাতাবাহার গাছকে দীর্ঘদিন তাজা রাখতে কোন হরমোন ব্যবহার করা হয়?

64. মেডলেটেড স্নায়ুতত্ত্বতে অ্যাক্সোলেমার উপরে চর্বির স্তরকে কী বলে?

65. এক স্নায়ুকোশ থেকে অন্য স্নায়ুকোশে স্নায়ুস্পন্দন বহনকারী রাসায়নিক পদার্থকে কী বলে?

66. একটি বহির্বাহী করোটীয় স্নায়ু বা ইফারেন্ট নার্ভের উদাহরণ দাও ।

67. কোন্ খাঁজ লঘুমস্তিষ্ককে দুটি অর্ধগোলকে বিভক্ত করে?

68. লঘুমস্তিষ্কের গোলার্ধগুলি কোন্ অংশ দ্বারা যুক্ত থাকে?

69. চোখের কোন্ অংশ চোখের মণির কালো, নীল বা অন্যান্য রং-এর জন্য দায়ী?

70. চোখের উপযোজনে কোন্ পেশির গুরুত্ব অপরিসীম?

71. আলোর অভিমুখে ক্ল্যামাইডোমোনাসের চলনকে কী বলে ?

72. সূর্যাস্তের পর তেঁতুল গাছের পাতাগুলি মুড়ে যায় – এটি [শূন্যস্থান পূরণ]

73. উদ্ভিদের ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও।

74. উদ্ভিদের অগ্রমুকুলের প্রাধান্য বা অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো।

75. অক্সিন হরমোনের একটি উৎস লেখো।

76. মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভগ্ন করা কোন উদ্ভিদ হরমোনের কাজ ?

77. পিউরিন জাতীয় বা নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় হরমোন কোনটি ?

77. একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের সম্পূর্ণ রাসায়নিক নাম লেখো।

78. কোন্ হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে?

79. উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদন করার প্রক্রিয়াকে কী বলে ?

80. কোশের সাইটোপ্লাজমের বিভাজন (সাইটোকাইনেসিস) নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো ।

81. NAA-এর পুরো নাম লেখো

82. IBA-এর পুরো নাম লেখো ।

83. IPA-এর পুরো নাম লেখো।

84. IAA-এর পুরো নাম কী ?

85. 2,4, -D-এর পুরো নাম কী ?

86. সুপ্রারেনাল গ্রন্থি কোনটি? / বৃক্কের ওপর কোন্ অন্তঃক্ষরা গ্রন্থি অবস্থিত ?

87. TSH-এর সম্পূর্ণ নাম লেখো ।

88. ACTH-এর সম্পূর্ণ নাম কী?

89. STH-এর পুরো নাম লেখো।

90. GTH-এর সম্পূর্ণ নাম কী ?

91. থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও হরমোন ক্ষরণের উদ্দীপনা প্রদান করে কোন্ হরমোন ?

92. আপৎকালীন বা জরুরিকালীন হরমোনটির নাম লেখো।

93. মানবদেহে অ্যাড্রিনালিন কোথা থেকে নিঃসৃত হয়?

94. ভয় পেলে বুক ধড়ফড় করার সঙ্গে কোন্ হরমোনটির সম্পর্ক রয়েছে?

95. ইনসুলিন হরমোনটি কোন্ গ্রন্থি থেকে নিঃসৃত হয় ?

96. রক্তশর্করা নিয়ন্ত্রণকারী অগ্ন্যাশয় থেকে ক্ষরিত হরমোনের নাম লেখো।

97. GTH হরমোন কোন্ গ্রন্থি থেকে ক্ষরিত হয়?

98. টেস্টোস্টেরনের উৎস কী ?

99. পরিণত স্ত্রীদেহের ডিম্বাশয়ের পীতগ্রন্থি থেকে ক্ষরিত হরমোনটির নাম কী ?

100. স্ত্রীলোকের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখো।

101. থাইরক্সিনের কম ক্ষরণে শিশুদের ও বড়োদের কী কী রোগ হয় ?

102. স্নায়ুকোশের কোন্ অংশ কোশদেহ থেকে স্নায়ুস্পন্দন পরবর্তী স্নায়ুকোশে পৌঁছাতে সাহায্য করে?

103. স্নায়ুকোশের কোন্ অংশ পূর্ববর্তী স্নায়ুকোশ থেকে স্নায়ুস্পন্দন গ্রহণ করে কোশদেহে প্রেরণ করে ?

104. গ্যাংলিয়ন কীভাবে গঠিত হয়।

105. সাইন্যাপস্-এর একটি কাজ লেখো।

106. একটি নিউরোট্রান্সমিটারের নাম লেখো।

107. গুরুমস্তিষ্কের গোলার্ধগুলি যে অংশ দ্বারা যুক্ত থাকে তার নাম লেখো।

108. লঘুমস্তিষ্কের গোলার্ধগলি যে অংশ দ্বারা যুক্ত থাকে তার নাম লেখো।

109.দশম করোটীয় স্নায়ুর নাম লেখো।

110.নিউরোসিল কি ?

111. CSF-এর পুরো নাম কী ?

112. শিশুর হাঁটতে শেখা – কোন্ ধরনের প্রতিবর্ত ক্রিয়া ?

113. হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়।

114. ডাবের জলে বা নারিকেলের তরল সস্যে __ হরমোন পাওয়া যায় ।

115. মায়োপিয়ার ক্ষেত্রে কোন্ ধরনের লেন্সের ব্যবহারে ত্রুটি দূর হয় ?

116. প্রেসবায়োপিয়ায় কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়।

117. অ্যামিবার গমনাঙ্গের নাম লেখো।

118. মাছের গমনে সাহায্যকারী পেশির নাম লেখো ।

119. পায়রার উড্ডয়নে সাহায্যকারী পেশিগুলির নাম লেখো ।

120. কনুই সন্ধি ভাঁজ করার জন্য কোন্ পেশির প্রয়োজন ?

121. ফ্লেক্সর পেশির একটি উদাহরণ দাও।

122. এক্সটেনশর পেশির একটি উদাহরণ দাও ।

123. একটি অ্যাবডাকটর পেশির উদাহরণ দাও ।

124. অস্থির সঙ্গে পেশিকে যুক্ত করে রাখতে কী সাহায্য করে?

125. অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানসের α কৌশ থেকে _হরমোন ক্ষরিত হয়।

126. হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের রোম খাড়া হয়ে যায়।

127. মানব মস্তিষ্কের তিনস্তরবিশিষ্ট বিল্লি আবরণীকে একত্রে _বলে।

128. মানুষের চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে দৃষ্টির যে ত্রুটি দেখা যায় সেটি হল __ [শূন্যস্থান পূরণ] 

129. _________হল ইউগ্লিনার গমনাঙ্গ । [শূন্যস্থান পূরণ]

130. প্যারামেসিয়াম __ সাহায্যে গমন করে। [শূন্যস্থান পূরণ]

131. পায়রার একটি ডানায় __ টি রেমিজেস নামক পালক থাকে। [শূন্যস্থান পূরণ]

132. আগাছানাশক হিসেবে কৃত্রিম অক্সিনের ভূমিকা আছে। [সত্য মিথ্যা]

133. হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয় না। [সত্য মিথ্যা]

134. বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয় [সত্য মিথ্যা]

135. অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হল নিউরোট্রান্সমিটার। [সত্য মিথ্যা]

136. ফ্ল্যাজেলা হল প্যারামেসিয়ামের গমন অঙ্গ। [সত্য মিথ্যা]

137. কনুই-এ দেখা যায় বল ও সকেট সন্ধি ।[সত্য মিথ্যা]

138. হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। [সত্য মিথ্যা]

139. ফ্লেক্সর পেশি পরপর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে। [সত্য মিথ্যা]

140. এক্সটেনশর পেশি পাশাপাশি থাকা দুটি অস্থিকে দূরে সরে যেতে সাহায্য করে। [সত্য মিথ্যা]

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ) [মান-২]

 

1. নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরুপণ করো কাজের প্রকৃতি কাজের গতি কাজের স্থায়িত্ব পরিণতি ।

2. উদ্ভিদদেহে জিব্বেরেলিন কী কী শারীরবৃত্তীয় ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করো ।

3. কোনো একজন মানুষ ‘দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না’—এরকম সমস্যার কারণ ও প্রতিকার কী কী হতে পারে তা অনুমান করে লেখো।

4. ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো ।

5. মানবদেহে জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে GTH-এর দুটি ভূমিকা লেখো।

6. নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো:  সদ্যোজাতের স্তন্যপানের ইচ্ছা সাইকেল চালানো , ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা।

7. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলির নাম লেখো।

8. নীচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে। এই প্রতিবর্ত ক্রিয়া দুটির গুরুত্ব লেখো। যখন শ্বাসনালিতে খাদ্যকণা ঢুকে পড়ে যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে।

9. চোখের কোন্ কোন্ দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত এবং উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়?

10. বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হল। এর চারটি সম্ভাব্য কারণ উল্লেখ ।

11. দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে, সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও।

12. মেনিনজেস ও CSF-এর অবস্থান বিবৃত করো।

13. অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো।

14. ‘LH ও ICSH মানবদেহে জননগ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে’-বক্তব্যটির যথার্থতা বিচার করো

15. অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো ।

16. স্নায়ুকলার কাজ উল্লেখ করো ।

17. মানবদেহে থাইরক্সিন হরমোন কী কী ভূমিকা পালন করে ?

18. সংজ্ঞাবহ ও আজ্ঞাবহ স্নায়ুর মধ্যে তুলনা করো ।

19. গাড়ির চালকদের উপযোজন কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো।

 20. অন্ধবিন্দু কী

21. ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো (উদ্দীপকের প্রভাব, অক্সিন হরমোনের প্রভাব)।

22. উদ্ভিদের প্রকরণ চলন কী? উদাহরণ দাও ।

23. হরমোনকে জীবদেহের ‘রাসায়নিক সমন্বয়কারী’ বলা হয় কেন ?

24. জিব্বেরেলিন হরমোনের উৎসস্থল লেখো।

25. কাইনিনের উৎস উল্লেখ করো ।

26. সাইটোকাইনিনের কাজ উল্লেখ করো।

27. সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের কৃষিকার্যে দুটি ব্যবহার লেখো। অনুরূপ প্রশ্ন : আগাছা দমনে, কৃষির ফলন বৃদ্ধি ও বীজহীন ফল উৎপাদনে সংশ্লেষিত কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো ।

28. খাদ্য উৎপাদনে হরমোনের ব্যাবহারিক প্রয়োগ উল্লেখ করো ।

29. লোকাল হরমোন কাকে বলে? উদাহরণ দাও । অথবা, মনিবদেহে ভেসোপ্রেসিন-এর দুটি ভূমিকা লেখো ।

30. GTH-এর কাজ লেখো।

31. TSH-এর কাজ লেখো।

32. আপৎকালীন হরমোন হিসেবে অ্যাড্রিনালিনের দুটি কাজ উল্লেখ করো ।

33. ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাসের পার্থক্য লেখো।

34. মানবদেহের জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে GTH-এর দুটি ভূমিকা লেখো। ‘LH ও ICSH মানবদেহে  জননগ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে – বক্তব্যটির যথার্থতা বিচার করো ।

35. ইস্ট্রোজেনের কাজ লেখো।

36. টেস্টোস্টেরনের কাজ লেখো।

37. প্রাণীদেহে স্নায়ুতন্ত্র ও হরমোনের কার্যগত একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো ।

38. হরমোন ও স্নায়ুতন্ত্রের দুটি পার্থক্য উল্লেখ করো।

39. প্রান্তসন্নিকর্ষ কাকে বলে ?

40. অ্যাসিটাইল কোলিনের কাজ লেখো। অথবা, নিউরোট্রান্সমিটারের কাজ কী ?

41. গুরুমস্তিষ্কের কাজ লেখো।

42. লঘুমস্তিষ্কের কাজ লেখো।

43. সুষুম্নাকাণ্ডের দুটি কাজ লেখো।

44. সুষুম্নাশীর্ষকের কাজ লেখো।

45. প্রতিবর্ত ক্রিয়া বলতে কী বোঝো? উদাহরণ দাও।

46. প্রতিবর্ত ক্রিয়া কীভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে- দুটি উদাহরণের সাহায্যে তা বুঝিয়ে দাও ।

47. প্রতিবর্ত ক্রিয়া কয় প্রকার ও কী কী? উদাহরণসহ বুঝিয়ে দাও,

48. সহজাত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও।

49. নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোন্‌গুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো

(ক) সদ্যোজাতের স্তন্যপানের ইচ্ছা, (খ) সাইকেল চালানো, (গ) হাঁচি, (ঘ) ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা।

50. “কাছের বস্তু দেখার ক্ষেত্রে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিমার্জন ঘটে” —বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।

51. অশ্রুগ্রন্থির দুটি কাজ লেখো।

52. মানবচক্ষুতে স্ক্লেরার অবস্থান ও কাজ লেখো।

53. পীতবিন্দু কাকে বলে? এর কাজ উল্লেখ করো।

54. প্রেসবায়োপিয়া কাকে বলে ? অথবা, প্রেসবায়োপিয়ার কারণ ও সংশোধনের উপায় লেখো।

55. গমনের উদ্দেশ্য কী ?

56. মানুষের গমনের সময় দেহের ভারসাম্য কীভাবে রক্ষা হয় ?

57. কবজা সন্ধি কাকে বলে? উদাহরণ দাও ।

58. বল ও সকেট সন্ধি বলতে কী বোঝো? উদাহরণ দাও।

59. সাইনোভিয়াল তরলের কাজ কী ?

60. ফ্লেক্সর ও এক্সটেনশর পেশির কার্যপদ্ধতি পরস্পরের  বিপরীতধর্মী’ – উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।

61. ভলভক্স-এর চলনকে গমন বলা যেতে পারে কিন্তু দিকে মূলের চলনকে গমন বলা হয় না কেন ?

62. আলোক তির্যকবর্তী বা হেলিয়োট্রপিক চলন কাকে বলে ?

63. সিসমোন্যাস্টিক চলন কী কারণে ঘটে ব্যাখ্যা করো।

64. প্রকরণ চলন এবং বৃদ্ধিজ চলনের মধ্যে পার্থক্য লেখো ।

65. সচল সন্ধি ও অচল সন্ধির মধ্যে পার্থক্য লেখো ।

66. প্রতিবর্ত চাপ কাকে বলে? প্রতিবর্ত চাপ কত প্রকার ও কী কী ?

67. কোন গ্রন্থিকে মিশ্রগ্রন্থি বলা হয় এবং কেন ?

68. নিম্নলিখিত বিষয়গুলির ওপর ভিত্তি করে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন এবং কৃত্রিম উদ্ভিদ হরমোনের মধ্যে পার্থক্য লেখো।

(a) উৎপত্তি, (b) হরমোনের প্রকৃতি, (c) হরমোনের কাজ।

 

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (LAQ) [মান-৫]

 

1.একটি প্রতিবর্ত চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো:

(ক) গ্রাহক, (খ) সংজ্ঞাবহ স্নায়ু, (গ) স্নায়ুকেন্দ্র, (ঘ) চেষ্টীয় স্নায়ু।

2. মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদ-এর একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো :

(ক) কোরয়েড, (খ) অপটিক স্নায়ু, (গ) আইরিশ, (ঘ) পীতবিন্দু ।

3. শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে ক্ষরিত হরমোনগুলির নাম ও কাজ বর্ণনা করো ।

4. অক্সিন হরমোনের এমন দুটি কাজ উল্লেখ করো যার ব্যাবহারিক প্রয়োগমূল্য আছে। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কী?

5. পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে কেন? ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া ব্যাখ্যা করো ।

6. স্নায়ুগ্রন্থি কাকে বলে? অন্তর্বাহী (অ্যাফারেন্ট) ও বহির্বাহী (ইফারেন্ট) স্নায়ুর পার্থক্য লেখো ।

7. অ্যাক্সনের গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো। নিউরো ট্রান্সমিটার কাকে বলে? উদাহরণ দাও।

8. মানব মস্তিষ্কের চিহ্নিত চিত্র অঙ্কন করো।

9. হরমোনের যে-কোনো দুটি বৈশিষ্ট্য লেখো।জিব্বেরেলিনের তিনটি উল্লেখযোগ্য কাজ বর্ণনা করো ।

10 . বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো।(বিষয়: নালির উপস্থিতি ও অনুপস্থিতি, ক্ষরিত পদার্থ ) হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি উদাহরণসহ ব্যাখ্যা করো।

11 . উদ্ভিদ ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো।প্রাণী হরমোনের দুটি ব্যাবহারিক প্রয়োগ লেখো।

12 . পিটুইটারিকে ‘প্রভুগ্রন্থি” বলে কেন? ইনসুলিন ও গ্লুকাগনের ক্রিয়া পরস্পর বিরোধী’ ব্যাখ্যা করো।

13 . অ্যাক্সনের গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো। নিউরোট্রান্সমিটার কাকে বলে? উদাহরণ দাও।

14 . প্রদত্ত ঘটনাগুলি কী ধরনের প্রতিবর্ত ক্রিয়া কারণসহ লেখো – (ক) সুস্বাদু খাদ্যের দর্শনে লালারসের ক্ষরণ,

(খ) শিশুর মাতৃদুগ্ধ পান, (গ) বাই-সাইকেল চালানো শেখা।প্রতিবর্ত চাপ কাকে বলে?

15. কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো।নিউরোনের তিনটি অংশের কার্য উল্লেখ করো।

16 . ডেনড্রন ও অ্যাক্সনের মধ্যে দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য নির্দেশ করো। ডেনড্রন ও অ্যাক্সনের একটি করে কাজ লেখো।

17. স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তা কী? জন্মগত বা সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো।(বিষয়: প্রকৃতি, শর্ত, পূর্ব অভিজ্ঞতা, স্নায়ুপথ)

18. সংজ্ঞাবহ নিউরোন এবং আজ্ঞাবহ নিউরোনের একটি গঠনগত ও দুটি কার্যগত পার্থক্য লেখো।স্নায়ুতত্ত্ব ও স্নায়ুগ্রন্থির মধ্যে তফাৎ কোথায়?

19. মাছের গমনে মায়োটোম পেশির ভূমিকা লেখো।মাছের বক্ষপাখনার কাজ কী?

20. চলন ও গমনের পার্থক্য লেখো। মাছের গমনে বিভিন্ন পাখনার ভূমিকা লেখো।

 

Loading

How useful is this content?

Click on a star to rate it!

4.5 / 5. 2002

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply