Posted inLife Science / Biology - জীবন বিজ্ঞান / জীববিজ্ঞান সপুস্পক উদ্ভিদের যৌন জনন – জীববিদ্যা মক টেস্ট (দ্বাদশ শ্রেণী) Posted by By Sahaj Path 4.5 (1003) MCQ MOCK TEST সপুস্পক উদ্ভিদের যৌন জনন দ্বাদশ শ্রেণী / উচ্চমাধ্যমিক | জীববিদ্যা | তৃতীয় সেমিস্টার This is online mock test on Sexual reproduction in flowering plants - Class 12 (Biology) “‘সপুস্পক উদ্ভিদের যৌন জনন"’ - জীববিদ্যা ~ দ্বাদশ শ্রেণী (তৃতীয় সেমিস্টার) Mock Test organized by Sahaj Path Knowledge Foundation Participants should take a note that Each correct answer will give "1" marks Whereas each wrong answer will give "-1" mark. For worng answer these is negative marking Name School District Phone Email ID Are you registered under Sahaj Path's free telephonic educational support program "Teacher-on-Ca;ll"? NO YES প্রদত্ত কোনটি পার্থেনোকাপিক ফলের জন্য সত্য?Deselect Answer বীজবিহীন সবকটি এই প্রকার ফলের উদাহরণ হল কলা বৃদ্ধি হরমোন দ্বারা উদ্দীপিত হয় None বিবৃতি (I) : বাহকের সাহায্যে বিস্তারলাভের জন্য বীজ ও ফলের অঙ্গসংস্থানজনিত কিছু কিছু পরিবর্তন দেখা যায় । বিবৃতি (II) : ফলের সুমিষ্ট স্বাদ বীজের বিস্তারের জন্যই হয়Deselect Answer বিবৃতি I মিথ্যা ও বিবৃতি II সত্য বিবৃতি I ও II উভয়ই মিথ্যা বিবৃতি I সত্য ও বিবৃতি II মিথ্যা বিবৃতি I ও II উভয়ই সত্য None বহুভূণতা দেখা যায় –Deselect Answer নারিকেলে খেজুরে লেবুতে আনারসে None প্রদত্ত চিত্রে "a", "b" ও "c" দ্বারা চিহ্নিত অংশগুলির নাম হল –Deselect Answer a- পরাগনালি, b – প্রতিপাদ কোশ, – সহকারী কোশ a – পরাগনালি, b – ডিম্বাণু, c–নির্ণীত নিউক্লিয়াস a – পরাগনালি, b – সহকারী কোশ, c – প্রতিপাদ কোশ a – পরাগনালি, b – নির্ণীত নিউক্লিয়াস, c – ডিম্বাণু None উভলিঙ্গ ফুলে জনন স্তবক দুটি একই সঙ্গে পরিণত হলেও গঠনগত প্রতিবন্ধকতার জন্য স্বপরাগযোগ বাধা পায় ও ইতর পরাগযোগ ঘটে একে বলা হয় –Deselect Answer ক্লিস্টোগ্যামি ডাইকোগ্যামি অ্যাপোগ্যামি হাৰ্কোগ্যামি None একটি ভিন্নবাসী উদ্ভিদ যে দুটিতে বাধা দেয়, তা হল –Deselect Answer গেইটোনোগ্যামি ও জেনোগ্যামি অটোগ্যামি ও জেনোগ্যামি অটোগ্যামি ও গেইটোনোগ্যামি ক্লিস্টোগ্যামি ও জেনোগ্যামি None অ্যাপোমিক্সিস হল –Deselect Answer একটি বীজ থেকে একাধিক ভ্রুণ সৃষ্টির পদ্ধতি নিষেক ছাড়াই অঙ্গজ বা অযৌন পদ্ধতিতে উদ্ভিদ সৃষ্টি নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে বীজবিহিন ফল উৎপাদন পদ্ধতি ডিম্বাণু ব্যতিত ভ্রুণস্থলীর কোনো হ্যাপ্লয়েড কোশ থেকে ভ্রুণ সৃষ্টি None প্রদত্ত কোনটি ইতর পরাগযোগের সঙ্গে সম্পর্কযুক্ত নয়?Deselect Answer প্রোটোগাইনি প্রোট্যানড্রি ক্লিস্টোগ্যামি হার্কোগ্যামি None ডিম্বকের ভ্রূণপোষক-টি (Nucellus) হল –Deselect Answer ট্রিপ্লয়েড পলিপ্লয়েড ডিপ্লয়েড হ্যাপ্লয়েড None গর্ভযন্ত্র (Egg Apparatus) গঠিত হয় – Deselect Answer মেরু নিউক্লিয়াই নিয়ে ডিম্বক নিয়ে ডিম্বক এবং প্রতিপাদ কোশ নিয়ে ডিম্বাণু এবং সহকারী কোশ নিয়ে None সেলুলোজ ও পেকটিন দ্বারা গঠিত পরাগরেণুর অবিচ্ছিন্ন, পাতলা স্তরকে বলা হয় – Deselect Answer রেণুরন্ধ্র ইনটাইন এক্সাইন কোনোটিই নয় None নীচের পার্থক্যগুলি বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো – অ্যালোগ্যামি জেনোগ্যামি (i) পরাগরেণু একই গাছের ভিন্ন ফুলে বা ভিন্ন গাছের ভিন্ন ফুলে স্থানান্তরিত হয় । ভিন্ন গাছের ভিন্ন ফুলে পরাগরেনু স্থানান্তরিত হয় । (ii) অ্যালোগ্যামি দ্বারা জেনোগ্যামি (ইতর পরাগযোগ) এবং | গেইটোনোগ্যামি (স্বপরাগযোগ) উভয়ই নির্দেশিত হয় ৷ জেনোগ্যামি বলতে কেবলমাত্র ইতর পরাগযোগকেই বোঝায় (iii) উদাহরণ কুমড়ো উদাহরণ – আম Deselect Answer ii ও iii সঠিক সবকটি সঠিক শুধুমাত্র i সঠিক i ও ii সঠিক None ক্রমান্বয় স্বপরাগযোগ-এর ফলে ঘটে –Deselect Answer বহুভূণবীজতা হেটেরোসিস অন্তঃপ্রজনন অবনমন জেনেটিক ড্রিফট None একটি আদর্শ দ্বিবীজপত্রী ভ্রূণে, বীজপত্রের ওপরের দিকে ভ্রুণাক্ষের অংশকে বলে –Deselect Answer ভ্রূণমুকুল ব্রীজপত্রাধিকাণ্ড বীজপত্রাবকাণ্ড কোলিও পটাইল None পরাগরেণুর বহিঃস্তর বা এক্সাইন গঠনকারী কঠিন রাসায়নিক পদার্থ হল _______Deselect Answer স্পোরানজিয়েট পোলেন কিট সাইনারজিডস্ স্পোরোপোলেনি None জেনোগ্যামি হল –Deselect Answer একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগ উভলিঙ্গ ফুলে ঘটা পরাগযোগ একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগযোগ ভিন্ন প্রজাতির দুটি উদ্ভিদের মধ্যে পরাগযোগ None নীচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো– স্তম্ভ-1 স্তম্ভ-2 (1) বায়ুপরাগী বা অ্যানিমোফিলি (a) কচু, মানকচু (ii) পতঙ্গ পরাগী বা এন্টোমোফিলি (b) পাতাবাঝি, পাতাশ্যাওলা (iii) পক্ষীপরাগী বা অরনিথোফিলি (c) | কদম (iv) বাদুড় পরাগী বা কাইরোপটেরোফিলি (d) শিমুল, পলাশ (v) জলপরাগী বা হাইড্রোফিলি (e) কচুরিপানা (vi) শামুক পরাগী বা ম্যালাকোফিলি (f) ভুট্টা, ধান Deselect Answer i-f, ii-e, iii-d, iv-c, v-b, vi-a i-a, ii-b, iii-c, iv-d, v-e, vi-f i-f, ii-r, iii-d, iv-c, v-b, vi-a i-e, ii-d, iii-a, iv-c, v-b, vi-f None বীজের বিস্তারণের প্রয়োজনীয়তা সম্পর্কিত সঠিক বক্তব্যগুলি হল – i) জনিতৃ উদ্ভিদের নীচে অপত্য উদ্ভিদ জন্মালে তাদের বৃদ্ধি ব্যহত হয় । ii) ভিন্ন স্থানের মাটিতে খনিজ লবণের ঘাটতি ঘটে না । iii) জলজ উদ্ভিদের বীজ স্থলভূমিতে বিস্তারলাভ করে । iv) একই স্থানে অনেক উদ্ভিদের উপস্থিতি সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে অবদমিত করে ।Deselect Answer (ii) , (iii) , (iv) সঠিক সবকটি সঠিক i) , (ii) , (iv) সঠিক (i) , (ii) ,(iii) সঠিক None উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুরণের সময় বেসাল কোশ বারংবার বিভাজিত হয়ে কোন কোশ গঠন করে, যা মাতৃ উদ্ভিদ থেকে পুষ্টি পদার্থ ভ্রুণে প্রেরণ করে?Deselect Answer সাসপেনসর কোশ ভেসিকুলার কোশ প্রতিপাদ কোশ ভ্রুণ কোশ None প্রদত্ত চিত্রে "a" ও "b" দ্বারা চিহ্নিত অংশগুলির নাম হল –Deselect Answer a – গর্ভমুণ্ড, b – গর্ভাশয় a – গর্ভমুণ্ড, b – বৃতি a – পুংদণ্ড, b – পুষ্পাক্ষ a- গর্ভমুণ্ড, b – পুষ্পাক্ষ None ★★★★★ How useful is this content? Click on a star to rate it! Submit Rating 4.5 / 5. 1003 Views: 1,057 Facebook X (Twitter)