
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন – MCQ [মান – 1]
(i) গ্যাস ধ্রুবকের SI একক হল—
(a) Jmol K
(b) Jmol K -1
(c) Jmol K -1
(d) Jmol-1K-1
(ii) বয়েল সূত্রে ধ্রুবক রাশিগুলি হল—
(a) ভর, চাপ
(b) চাপ, আয়তন
(c) ভর, উষ্ণতা
(d) উষ্ণতা, চাপ
(iii) যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়, তা হল—
(a) 0°C
(b) 0°F
(c) 273°C
(d)-273°C
(iv) বয়েলের সূত্রের P-V লেখচিত্রের প্রকৃতি হল—
(a) সরলরেখা
(b) বৃত্ত
(c) অধিবৃত্ত
(d) সমপরাবৃত্ত
(v) বয়েল সূত্রের PV-P লেখচিত্রটি হল—

(vi) কোন্ ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হয় না?
(a) PV – P
(b) V- T
(c) P-V
(d) V- 1/P
(vii) আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির ভর ও চাপে, V বনাম T (কেলভিন) লেখচিত্র হবে—
(a) সমপরাবৃত্তাকার
(b) মূলবিন্দুগামী সরলরেখা
(c) সরলরেখা, কিন্তু মূলবিন্দুগামী নয়
(d) T অক্ষের সমান্তরাল সরলরেখা
(Viii) 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV/RT -এর মান হল –
(a)1
(b) 0.082
(c) 8.314 × 107
(d) 8.314
(ix) নীচের কোনটি চাপের SI একক ?
(a) Nm²
(b) N/m2
(c) Nm
(d) N
(x) STP-তে 2.24 L অধিকার করে—(C=12, O = 16, S=32)
(a) 4.4 g CO2
(b) 0.64 g SO2
(c) 28 g CO
(d) 16 g CO2
(xi) 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য STP তে PV-এর মান কত?
(a) 2RT
(b) RT
(c) 0.5RT
(d) 11.2RT
(xii) নীচের কোনটি মোলার আয়তনকে সূচিত করে ?
(a) V/n
(b) n/V
(c) W/M
(d) nR
(xiii) NTP –তে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মোলসংখ্যা –
(a) 1
(b) 2
(c ) 3
(d) 4
(xiv) একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা –
(a) PT/2
(b) PTR
(c) RT/2
(d) P/RT
(xv) আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির ভর ও চাপে , V বনাম T (কেলভিন ) লেখচিত্র হবে –
(a) সমপরাবৃত্তাকার
(b) মূলবিন্দুগামী সরলরেখা
(c) সরলরেখা কিন্তু মূলবিন্দুগামী নয়
(d) T অক্ষের সমান্তরাল সরলরেখা
(xvi) 4g H2 –এর জন্য আদর্শ গ্যাস সমীকরণ হল –
(a) PV =RT
(b) PV=2RT
(c) PV=0.5RT
(d) PV=4RT
(xvii) 3 মোল অক্সিজেন গ্যাসের জন্য গ্যাস অবস্থার সমীকরণ-
(a) PV =3RT
(b) PV = 32/3 RT
(c ) PV = 3/32 RT
(d) PV = 6RT
(xviii) ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান –
(a) -452.4 ˚F
(b) -462.4 ˚F
(c ) -459.4 ˚F
(d) -463.4 ˚F
(xix) জলের স্ফুটনাঙ্কের মান পরম স্কেলে হবে –
(a) 0K
(b) 273K
(c ) 100K
(d) 373 K
(xx) কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে ?
(a) অতি উচ্চচাপ ও উচ্চ উষ্ণতায়
(b) অতি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়
(c ) অতি উচ্চচাপ ও নিম্ন উষ্ণতায়
(d) অতি নিম্নচাপ ও নিম্ন উষ্ণতায়
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন – VSAQ [মান – 1]
(i) গ্লাস ধ্রুবকের SI একক উল্লেখ করো ।
(ii) চাপের SI একক উল্লেখ করো ।
(iii) কোন অবস্থায় বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে ?
(iv) 50°C এবং 300 K-এর মধ্যে কোন উন্নতার মান বেশি ?
(v) CGS পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবক R-এর একক কী ?
(vi) PV = W/M RT—এই সমীকরণে M-এর একক কী ?
(vii) লেখচিত্র আঁকো-আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির ভর, স্থির উয়তায় PV বনাম P ।
(viii) চার্লস সূত্র অনুসারে V বনাম T লেখচিত্রের প্রকৃতি কী ?
(ix) অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। (সত্য/মিথ্যা নির্ণয় করো)
(x) বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উন্নতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো ।
(xi) স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উয়তায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে ?
(xii) STP তে কত গ্রাম N, গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমোস্ফিয়ার ? (N=14)
(xiii) নির্দিষ্ট উয়তা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগলির বেগ সমান। (সত্য/মিথ্যা নির্ধারণ করো)
(xiv) গাসের চাপ মাপা হয় ___________ যন্ত্রের সাহায্যে।
(xv) গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি উন্নতার ওপর নির্ভরশীল নয়। (সত্য/মিথ্যা নির্ধারণ করো)।
(xvi) PV = K সমীকরণে K –এর মান গ্যাসের ______ ও ________ -এর ওপর নির্ভরশীল ।
(xvii) সত্য না মিথ্যা লেখোঃ বেলুনে বায়ু ভরলে এর আয়তন ও চাপ উভয়ই বাড়ে । এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হয় না ।
(xviii) একই উষ্ণতায় বিভিন্ন গ্যাসের অণুগুলির মূল গর বর্গবেগের (rms) মান সমান হয় । বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো ।
(xix) R –এর মান লিটার –অ্যাটমোস্ফিয়ারে কত ?
(xx) পাশের বিবৃতিটি সত্য না মিথায় লেখঃ গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলি ভরহীন ।
(xxi) আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যেকার আকর্ষন বলের মান কত ?
(xxii) -t˚C উষ্ণতাকে কেলভিন স্কেলে প্রকাশ করো ।
(xxiii) অ্যাভোগাড্রো সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি ?
(xxiv) erg mol-1 K-1 এককে R –এর মান লেখ ।
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন – SAQ [মান – 2]
(i) চার্লস সূত্রটি বিকৃত করো ।
(ii) অ্যাভোগাড্রো সূত্রটি লেখো ।
(iii) মাত্রা বিশ্লেষণ করে গ্যাস ধ্রুবকের একক কী হবে তা নির্ণয় করো।
(iv) কোন্ কোন্ কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয় ?
(v) গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো ? ব্যাপন, গ্যাসের অণুর বিষয়ে কী ধারণা দেয় ?
(vi) চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো ।
(vii) গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপর দিকে ওঠার সময় আয়তনে বাড়ে কেন?
(viii) কোনো গ্যাসের 1 গ্রাম 7°C উষতায় 2 অ্যাটমোস্ফিয়ার চাপে 410 mL আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। (R = 0.082 L.atm.mol-1.K-1)
(ix) STP তে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 m3 হলে অপরিবর্তিত উয়তায় 104 cm Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে ?
(x) 4 atm চাপে ও 300K উয়তায় 8 g H, গ্যাসের(H = 1) আয়তন কত হবে? (R 0.082 L.atm.mol.K-1)
(xi) গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হল। গ্যাসটির অস্তিম উয়তা কত হবে ?
(xii) স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 546°C উয়তায় উত্তপ্ত করা হল। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত?
(xiii) ST’P-তে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 cm3 আয়তন অধিকার করে। কত চাপে 27°C উয়তায় ওই গ্যাসটি 300 cm আয়তন অধিকার করবে?.
(xiv) 27°C উয়তায় ও 700 mm Hg চাপে 32 g O2 ও 44 g CO2 গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো। (C= 12, O=16)
(xv) নির্দিষ্ট ভরের একটি গ্যাস -13°C উন্নতায় 520 cm3 আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700 cm3 হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস?
(xvi) আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো।
(xvii) গে-লুসাকের সূত্রটি উদাহরণ সহ বিবৃত করো ।
(xviii) সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রীয় সংকেত নির্ণয় করো।
(xix) আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের দুটি প্রধান স্বীকার্য লেখো ।
(xx) V-t (˚C) – লেখচিত্র অঙ্কন করে পরমশূন্য উষ্ণতার ধারণা দাও ।
(xxi) 4atm চাপে ও 27˚C উষ্ণতায় 8g H2 (H=1) গ্যাসের আয়তন হবে কত হবে ? (R = 0.082 L atm mol -1 K-1 )
বড় প্রশ্ন – LAQ [মান 3]
(i) আদর্শ গ্যাসের PV=nRT সমীকরণটি উপপাদন করো ।
(ii) 27°C উয়তায় 1atm চাপে 16 লিটার গ্যাসে কত মোল গ্যাস আছে ?
(iii) 100°C উষ্ণতায় , 775 mm চাপে কোনো গ্যাসের আয়তন 624 mL । STP তে গ্যাসটির আয়তন কত হবে?
(iv) পরমশূন্য উষ্ণতা কাকে বলে? চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো । 1+2
(v) গ্যাস সংক্রান্ত চার্লস সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্রের (V বনাম t ) সাহায্যে প্রকাশ করো ।
(vi) পরমশূন্য উষ্ণতা কাকে বলে ? বাস্তব গ্যাসগুলির আদর্শ গ্যাসের ধর্ম থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো ।
(vii) আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লেখ ।
(viii) বয়েলের সূত্রটি বিবৃত করো এবং এর গাণিতিক রূপটি প্রকাশ করো ।
(ix) বয়েলের সূত্র , চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র প্রয়োগ করে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো ।
(x) চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এর থেকে প্রমান করো যে , নির্দিষ্ট ভর সম্পন্ন গ্যাসের নির্দিষ্ট আয়তন (V) পরম উষ্ণতা (T) –এর সমানুপাতিক ।