Class 7 - Sahaj Path Free Online Exam Platform https://exams.sahajpathonline.org Thu, 25 Jul 2024 18:43:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://i0.wp.com/exams.sahajpathonline.org/wp-content/uploads/2024/04/cropped-YOUTUBE-BANDING_1.png?fit=32%2C32&ssl=1 Class 7 - Sahaj Path Free Online Exam Platform https://exams.sahajpathonline.org 32 32 229349554 ভূগোল মডেল প্রশ্নমালা – ৩ (সপ্তম শ্রেণী) https://exams.sahajpathonline.org/class-7-geo-model-questions-set-3/#utm_source=rss&utm_medium=rss&utm_campaign=class-7-geo-model-questions-set-3 https://exams.sahajpathonline.org/class-7-geo-model-questions-set-3/#respond Thu, 25 Jul 2024 18:42:58 +0000 https://exams.sahajpathonline.org/?p=889 [A] পৃথিবীর রেখামানচিত্রে উপযুক্ত নাম ও সংকেত – সহ চিহ্নিত করো ।  [মান – 1] পামির গ্রন্থি  ইয়াংসি কিয়াং  কালাহারি মরুভূমি ভেল্ড  মাউন্ট এলবুর্জ [B] সঠিক উত্তরটি নির্বাচন করো । …

The post ভূগোল মডেল প্রশ্নমালা – ৩ (সপ্তম শ্রেণী) first appeared on Sahaj Path Free Online Exam Platform.

]]>
cl-7-geo-model-qa-3

[A] পৃথিবীর রেখামানচিত্রে উপযুক্ত নাম ও সংকেত – সহ চিহ্নিত করো ।  [মান – 1]

  1. পামির গ্রন্থি 
  2. ইয়াংসি কিয়াং 
  3. কালাহারি মরুভূমি
  4. ভেল্ড 
  5. মাউন্ট এলবুর্জ

[B] সঠিক উত্তরটি নির্বাচন করো ।  [মান – 1]

  1. 21 জুন তারিখটি হল— 

(A) কর্কটসংক্রান্তি  (B) মকরসংক্রান্তি  (C) মহাবিষুব  (D) জলবিষুব 

  1. অপসূর অবস্থান উত্তর গোলার্ধে—— 

(A) গ্রীষ্মকাল  (B) শীতকাল  (C) শরৎকাল  (D) বসন্তকাল 

  1. অক্ষরেখার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল 

(A) নিরক্ষরেখা  (B) সুমেরুবৃত্ত  (C) কর্কটক্রান্তি  (D) মকরক্রান্তি 

  1. মোট দ্রাঘিমারেখার সংখ্যা— 

(A) 180 টি  (B) 360 টি  (C) 320 টি  (D) 365 টি 

  1. নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ নয়— 

(A) বায়ুর উষ্ণতা  (B) ভূমির উচ্চতা  (C) জলীয় বাষ্প  (D) পৃথিবীর আবর্তন গতি 

  1. আবর্তন বেগ সবথেকে বেশি— 

(A) নিরক্ষীয় অঞ্চলে  (B) ক্রান্তীয় অঞ্চলে  (C) মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল  (D) মেরু অঞ্চলে 

  1. আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত— 

(A) ভঙ্গিল পর্বত  (B) স্তূপ পর্বত  (C) আগ্নেয় পর্বত  (D) কোনোটিই নয়

  1. বিস্তীর্ণ অংশ জুড়ে অবস্থিত মালভূমি হল 

(A) পর্বতবেষ্টিত মালভূমি  (B) মহাদেশীয় মালভূমি  (C) লাভাগঠিত মালভূমি  (D) ব্যবচ্ছিন্ন মালভূমি 

  1. মানচিত্রে অনিত্যবহ নদীর রং হয়— 

(A) কালো  (B) নীল  (C) বাদামি  (D) লাল 

  1. নদীর পার্বত্য অঞ্চলের ভূমিরূপ— 

(A) নদীবাঁক  (B) জলপ্রপাত  (C) অশ্বক্ষুরাকৃতি হ্রদ  (D) প্লাবনভূমি 

  1. অনিয়ন্ত্রিতভাবে ভৌমজল উত্তোলনে সৃষ্টি হয় 

(A) ফ্লুয়োরিন দূষণ  (B) অ্যাসিড বৃষ্টি  (C) ইউট্রোফিকেশন  (D) তাপীয় দূষণ 

  1. ক্যাডমিয়াম দূষণে সৃষ্ট অসুখ— 

(A) ইতাই – ইতাই  (B) ফ্লুয়োরোসিস  (C) ব্ল্যাকফুট  (D) মিনামাটা 

  1. অ্যাসিড বৃষ্টির মাধ্যমে মৃত্তিকাদূষণের উৎস— 

(A) নগরায়ণ  (B) কৃষিকাজ  (C) শিল্প উৎপাদন  (D) তাপবিদ্যুৎ কেন্দ্র 

  1. গৃহস্থালির কাজের জন্য মাটিতে যে ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে তা হল— 

(A) মাটির ক্ষয়  (B) অ্যাসিড বৃষ্টি  (C) অসুখের সংক্রমণ  (D) তেজস্ক্রিয় বিকিরণ 

  1. স্টেপ তৃণভূমি সৃষ্টির কারণ— 

(A) উপমেরু জলবায়ু  (B) পশ্চিম ইউরোপীয় জলবায়ু  (C) মহাদেশীয় জলবায়ু  (D) ভূমধ্যসাগরীয় জলবায়ু 

  1. রুর শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ— 

(A) খনিজ তেল  (B) আকরিক লোহা   (C) কয়লা  (D) তামা 

 

[C] নির্দেশ অনুযায়ী নীচের প্রশ্নগুলির উত্তর দাও । [মান – 1]

(i) শূন্যস্থান পূরণ করো : 

  1. ছায়া সব থেকে ছোটো হয় _______ ।
  2. অক্ষরেখার মান _______ দিকে বৃদ্ধি পায় ।
  3. ______ বায়ু শীতল হওয়ায় সংকুচিত হয় । 
  4. ______পদ্ধতির কারণে মাটির উর্বরতা কমে যায় । 
  5. লন্ডন বৃহত্তম ______ বন্দর । 

 

(ii) শুদ্ধ ও অশুদ্ধ লেখো :  

  1. অধিবর্ষের শতাব্দীর বছরগুলি 400 দিয়ে বিভাজ্য । 
  2. পৃথিবীর কোনোখানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয়ের ব্যবস্থা গ্লোবাল পজিশনিং সিস্টেম । 
  3. সমচাপরেখাগুলি পরস্পরকে স্পর্শ করতে পারে । 
  4. পাতগুলির সঞ্চালনের কারণ অভ্যন্তরীণ শক্তি । 
  5. মোহানায় প্রবল সমুদ্রস্রোত বদ্বীপ সৃষ্টিতে বাধা দেয়। 

 

(iii) দু – এক কথায় উত্তর দাও : 

  1. অনেকগুলি পর্বতশ্রেণির মিলনস্থলকে কী বলে ? 
  2. শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে কী বলে ? 
  3. জলে অক্সিজেনের অভাবে মাছ ও জলজ প্রাণীর মারা যাওয়াকে কী বলে ?  
  4. পোল্ডারভূমি অঞ্চলে কোন্ কৃষিপদ্ধতিতে কৃষিকাজ হয় ? 

 

[D] খুব সংক্ষেপে উত্তর দাও । [মান – 2] 

  1. স্থানীয় সময় কাকে বলে ? 
  2. ধারণ অববাহিকা কী ? 
  3. দৈনিক আপাত গতি কাকে বলে ? 
  4. পোল্ডারভূমি কাকে বলে ? 
  5. ট্রাক – ফার্মিং কী ? 
  6. জলদূষণ নিয়ন্ত্রণের দুটি পদ্ধতি উল্লেখ করো । 

 

[E] নীচের প্রশ্নগুলির উত্তর দাও [মান – 3]

  1. অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় ? 
  1. মাটিদূষণের দুটি উৎস ও তার প্রভাব উল্লেখ করো ।
  1. পোল্ডারভূমি কীভাবে সৃষ্টি হয় আলোচনা করো । 
  1. অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য করো । 
  1. পৃথিবীর ওপর কোনো স্থানের অবস্থান কীভাবে নির্ণয় করা যাবে ?
  1. সমচাপরেখার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।

 

[F] নীচের প্রশ্নগুলির উত্তর দাও [মান – 5] 

  1. পৃথিবীর ঋতু পরিবর্তন কীভাবে হয় চিত্র – সহ বিবরণ দাও । 
  2. বায়ুচাপের পার্থক্যের কারণগুলি লেখো ।
  3. উদাহরণ – সহ বিভিন্ন প্রকার মালভূমির বিবরণ দাও। 
  4. নদীর উচ্চপ্রবাহে সৃষ্ট ভূমিরূপের চিত্র – সহ বিবরণ দাও । 
  5. রুর শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ।

Loading

The post ভূগোল মডেল প্রশ্নমালা – ৩ (সপ্তম শ্রেণী) first appeared on Sahaj Path Free Online Exam Platform.

]]>
https://exams.sahajpathonline.org/class-7-geo-model-questions-set-3/feed/ 0 889
ভূগোল মডেল প্রশ্নমালা – ২ (সপ্তম শ্রেণী) https://exams.sahajpathonline.org/class-7-geo-model-questions-set-2/#utm_source=rss&utm_medium=rss&utm_campaign=class-7-geo-model-questions-set-2 https://exams.sahajpathonline.org/class-7-geo-model-questions-set-2/#respond Thu, 25 Jul 2024 16:29:49 +0000 https://exams.sahajpathonline.org/?p=885 (A) সঠিক উত্তরটি নির্বাচন করো ।  [মান – 1] গ্রানাইট / ব্যাসল্ট / চুনাপাথর / মার্বেল শিলায় স্তর থাকে। আফ্রিকার পূর্ব / পশ্চিম / উত্তর / দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত।…

The post ভূগোল মডেল প্রশ্নমালা – ২ (সপ্তম শ্রেণী) first appeared on Sahaj Path Free Online Exam Platform.

]]>
cl-7-geo-model-qa-2

(A) সঠিক উত্তরটি নির্বাচন করো ।  [মান – 1]

  1. গ্রানাইট / ব্যাসল্ট / চুনাপাথর / মার্বেল শিলায় স্তর থাকে।
  2. আফ্রিকার পূর্ব / পশ্চিম / উত্তর / দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত।
  3. কঙ্গো নদী আফ্রিকার পূর্ব / উত্তর / দক্ষিণ / পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে।
  4. গ্রস্ত উপত্যকা ভঙ্গিল / স্তুপ / আগ্নেয় / ক্ষয়জাত পর্বতে দেখা যায়।
  5. নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ হলাে – জলপ্রপাত/ প্লাবনভূমি / অশ্বক্ষুরাকৃতি হ্রদ / বদ্বীপ।
  6. নীলনদের বদ্বীপ অংশে- (নিরক্ষীয় / মৌসুমি / ভূমধ্যসাগরীয়) জলবায়ু দেখা যায়।
  7. পৃথিবীর বৃহত্তম বাঁধ হলো- আটাবারা বাঁধ / উচ্চ আসোয়ান বাঁধ / সেনার বাঁধ।

(B) শূন্যস্থান পূরণ করো : [মান – 1]

  1. এশিয়া থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে __________ সাগর।
  2. ব্যাসল্ট শিলা দেখা যায় ভারতের __________ অঞ্চলে।

(C) এক কথায় উত্তর দাও :   [মান – 1]

  1. আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম করাে।
  2. গ্রস্ত উপত্যকা আফ্রিকার কোন দিকে দেখা যায়?
  3. ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখাে।
  4. শাখানদী সাধারণত নদীর কোন প্রবাহে দেখা যায় ?
  5. মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখাে।
  6. মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজধানী কোনটি?

(D) অনধিক দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো দুটি) :   [মান – 2]

  1. জলবিভাজিকা ক্ষয় হয়ে গেলে কী ঘটনা ঘটবে?
  2. মালভূমিকে ‘টেবিল ল্যান্ড’ কেন বলা হয়?
  3. মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন?
  4. মালভূমিকে ‘টেবিল ল্যান্ড’ কেন বলা হয়?
  5. লাভাগঠিত মালভূমি কাকে বলে?
  6. দুটি রূপান্তরিত শিলার উদাহরণ দাও।
  7. পাললিক শিলার বৈশিষ্ট্য ও দুটি ব্যবহার লেখো।
  8. শিলা কাকে বলে? শিলা কয় প্রকার ও কি কি?
  9. রূপান্তরিত শিলা কাকে বলে?
  10. মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।
  11. পাললিক শিলা কিভাবে তৈরী হয়?
  12. আগ্নেয় ও পাললিক শিলার দুটি প্রধান পার্থক্য লেখো।
  13. মানবজীবনে সমভূমির প্রভাব কেমন আলোচনা করো।
  14. পর্বতগ্রন্থি ও পর্বতশ্রেণীর মধ্যে প্রধান পার্থক্য কী?
  15. হামাদ কাকে বলে?
  16. যে কোনো তিন ধরণের সমভূমির সংজ্ঞা ও উদাহরণ দাও।
  17. উৎপত্তি অনুসারে মালভূমির শ্রেণী বিভাগ করে পর্বত বেষ্ঠিত মালভূমির উৎপত্তি আলোচনা করো।
  18. পর্বত, মালভুমি ও সমভূমির মধ্যে তুলনা করো।
  19. উচ্চপার্বত্য অঞ্চলে নদী ক্ষয়কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপ সচিত্র বর্ণনা করো।
  20. নদীর মধ্যপ্রবাহের ভূমিরূপগুলি আলোচনা করো।
  21. নদী কোন গতিতে কিভাবে গিরিখাতের সৃষ্টি করে?
  22. বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে?
  23. জলবিভাজিকা কাকে বলে?
  24. আন্তর্জাতিক নদী কাকে বলে?
  25. নদীর উচ্চপ্রবাহের কাজ ও সৃষ্টি হওয়া প্রধান ভূমিরূপগুলি আলোচনা করো।
  26. মিশরকে নীলনদের দান বলা হয় কেন?
  27. আফ্রিকা মহাদেশকে ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ বলা হয় কেন?
  28. আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের তিনটি কারণ লেখো।
  29. আফ্রিকা মহাদেশের জলবায়ু সম্পর্কে লেখো।
  30. সাহারা মরুভূমির ভূমিরূপ ও জলবায়ুর বিবরণ দাও।

(E) অনধিক ৫০ শব্দে উত্তর দাও : [মান – 3]

  1. সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে কী অবস্থা হত?
  2. শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি হয়?
  3. সাহারার জলবায়ু কিভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে?
  4. জলপ্রপাত কাকে বলে? উদাহরণ দাও।

(F) অনধিক ৮০ শব্দে উত্তর দাও : [মান – 5]

  1. নদী কীভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তা তােমার অঞ্চলের কোনাে নদীর উদাহরণ দিয়ে আলােচনা করাে।
  2. মানব জীবন ও সভ্যতার নদীর গুরুত্ব আলোচনা করো? অশ্ব আকৃতি হ্রদ বলতে কী বোঝো?
  3. নদীর ক্ষয়ের ফলে গঠিত যে-কোনো দুটি ভূমিরূপ আলোচনা করো।

Loading

The post ভূগোল মডেল প্রশ্নমালা – ২ (সপ্তম শ্রেণী) first appeared on Sahaj Path Free Online Exam Platform.

]]>
https://exams.sahajpathonline.org/class-7-geo-model-questions-set-2/feed/ 0 885
ভূগোল মডেল প্রশ্নমালা – ১ (সপ্তম শ্রেণী) https://exams.sahajpathonline.org/class-7-geo-model-questions-set-1/#utm_source=rss&utm_medium=rss&utm_campaign=class-7-geo-model-questions-set-1 https://exams.sahajpathonline.org/class-7-geo-model-questions-set-1/#respond Thu, 25 Jul 2024 14:38:04 +0000 https://exams.sahajpathonline.org/?p=879 (A) সঠিক উত্তরটি নির্বাচন করো ।  [মান – 1] ইরাকের একটি তৈলখনি হল— i) ঘাওয়ার  ii) কিরকুক  iii) সাফানিয়া  iv) ওমর অপসূর অবস্থান উত্তর গোলার্ধে i) শীত  ii) গ্রীষ্ম  iii) শরৎ …

The post ভূগোল মডেল প্রশ্নমালা – ১ (সপ্তম শ্রেণী) first appeared on Sahaj Path Free Online Exam Platform.

]]>
cl-7-geo-model-qa-1

(A) সঠিক উত্তরটি নির্বাচন করো ।  [মান – 1]

  1. ইরাকের একটি তৈলখনি হল—
    i) ঘাওয়ার  ii) কিরকুক  iii) সাফানিয়া  iv) ওমর
  2. অপসূর অবস্থান উত্তর গোলার্ধে
    i) শীত  ii) গ্রীষ্ম  iii) শরৎ  iv) বসন্ত ঋতুতে হয়।

  3. ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হল –
    i) 88°30 পূর্ব  ii) 82°30 পূর্ব  iii) 82°30 পশ্চিম  iv) 84°30 পূর্ব

  4. অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ-
    i) বাড়তে থাকে  ii) কমতে থাকে  iii) একই থাকে
  5. উত্তর গোলার্ধে ‘মহাবিষুব’ বলা হয়-
    i) ২১ জুন  ii) ২৩ সেপ্টেম্বর  iii) ২১ মার্চ

  6. স্বর্ণরেণুর নদী বলা হয়-
    i) ইয়াংসি নদীকে  ii) মেকং নদীকে  iii) হোয়াংহো নদীকে

  7. ২০২০ সালে ফেব্রুয়ারী মাসের দিন সংখ্যা ছিল-
    i) ২৮ দিন  ii) ২৯ দিন  iii) ৩০ দিন

  8. লেনা নদীর উৎস-
    i) বৈকাল পর্বত  ii) আলতাই পর্বত  iii) সায়ান পর্বত

  9. 21 শে জুন তারিখটিকে বলে-
    i) মহাবিষুব  ii) জলবিষুব  iii) কর্কটসংক্রান্তি

 

(B) শুন্যস্থান পূরণ করো:  [মান – 1]

  1. মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয় ________________।
  2. প্রতি সেকেন্ডে মুক্তিবেগের মান ___________  কিমি।
  3. ___________ দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে সারা ভারতে প্রমাণ সময় হিসেবে ধরা হয়।
  4. বায়ুর _____________ পার্থক্য বায়ুপ্রবাহের প্রধান কারণ।
  5. যে বছরটি 366 দিনের হয় তাকে বলে ______________। .
  6. দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান ________________।

 

(C) প্রশ্নের অতিসংক্ষিপ্ত উত্তর দাও:   [মান – 2]

  1. মুক্তিবেগ বলতে কী বোঝো?
  2. ‘বিষুব’ কথার অর্থ কী?
  3. ‘পৃথিবীর ছাদ’ কাকে বলে?
  4. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?
  5. দাক্ষিণাত্য মালভুমি কোন দেশে অবস্থিত?
  6. চান্দ্রমাস কী?
  7. বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কী?
  8. ২১ জুন থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণমুখী আপাতগতিকে কী বলা হয়?
  9. কবে বড়দিন পালন করা হয়?
  10. যেকোনো জায়গার অক্ষাংশ ও দ্রাঘিমা জানবার অত্যাধুনিক ব্যবস্থার নাম কী?
  11. প্রমাণ সময় কাকে বলে?
  12. GPS কী?

 

(C) নীচের প্রশ্নগুলির উত্তর দাও।  [মান – 2 / 3]

  1. কোন্ অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি?
  2. বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম লেখো।
  3. এশিয়ার কোন্ নদীকে ‘পীত নদী’ বলা হয়?
  4. কাকে ‘চিনের ধানের গোলা’ বলা হয় ?
  5. ‘মধ্যরাত্রির সূর্যের দেশ’ কাকে বলে?
  6. 29 ফেব্রুয়ারি তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন ?
  7. ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক কী?
  8. সমচাপরেখার তিনটি বৈশিষ্ট্য লেখো।

 

(D) প্রশ্নের উত্তর দাও। [মান – 5]

  1. টোকিয়ো শিল্পাঞ্চলের সমস্যাগুলি কী কী ?
  2. ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো।
  3. অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পাঁচটি পার্থক্য লেখো।
  4. টীকা লিখ: অপসূর ও অনুসূর অবস্থান।
  5. সমচাপরেখা কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লিখ।
  6. অক্ষরেখা ও দ্রাঘিমারেখার বৈশিষ্ট্যগুলি তুলনা করো।
  7. এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন?
  8. চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান লেখো।

 

Loading

The post ভূগোল মডেল প্রশ্নমালা – ১ (সপ্তম শ্রেণী) first appeared on Sahaj Path Free Online Exam Platform.

]]>
https://exams.sahajpathonline.org/class-7-geo-model-questions-set-1/feed/ 0 879
বাংলা মডেল প্রশ্নমালা – ৩ (সপ্তম শ্রেণী) https://exams.sahajpathonline.org/class-7-bengali-model-questions-set-3/#utm_source=rss&utm_medium=rss&utm_campaign=class-7-bengali-model-questions-set-3 https://exams.sahajpathonline.org/class-7-bengali-model-questions-set-3/#respond Thu, 25 Jul 2024 12:25:19 +0000 https://exams.sahajpathonline.org/?p=875 1. সঠিক উত্তরটি নির্বাচন করো ।  [মান – 1] তিব্বতীদের প্রধান ব্যবসা ছিল – (ক) পশম  (খ) রেশম  (গ) তাঁতবস্ত্র -এর । ‘নেবুর পাতায় করমচা , / হে বৃষ্টি ’ – (ক)…

The post বাংলা মডেল প্রশ্নমালা – ৩ (সপ্তম শ্রেণী) first appeared on Sahaj Path Free Online Exam Platform.

]]>

1. সঠিক উত্তরটি নির্বাচন করো ।  [মান – 1]

  1. তিব্বতীদের প্রধান ব্যবসা ছিল –

(ক) পশম  (খ) রেশম  (গ) তাঁতবস্ত্র -এর ।

  1. ‘নেবুর পাতায় করমচা , / হে বৃষ্টি ’ –

(ক) ইটালিতে  (খ) লন্ডনে  (গ) স্পেনে যা । 

  1. আত্রাই নদীর জলধারার রং – 

(ক) লাল  (খ) নীল  (গ) গেরুয়া । 

  1. ‘ আকাশ জুড়ে এক্ষুনি এক –

(ক) ঈশ্বর  (খ) দেবতা  (গ) অসুর – চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে । 

  1. চন্দনগর থেকে পালিয়ে ননীবালা দেবী যান – 

(ক) কাশীতে  (খ) পেশোয়ারে  (গ) কলকাতায় ।

  1. অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল – 

(ক) যুগান্তর  (খ) আনন্দবাজার (গ) বর্তমান – পত্রিকা । 

  1. টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম হল – 

(ক) টুনু  (খ) দিবেন্দু (গ) গিরীণ । 

  1. রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে । – নিম্নরেখ শব্দটি– 

(ক) কর্ম  (খ) কর্তৃ (গ) করণ কারক ।

  1. ‘ বই – টই ’ কবিতাটি লিখেছেন – 

(ক) শঙ্খ ঘোষ  (খ) প্রেমেন্দ্র মিত্র (গ) সুকান্ত ভট্টাচার্য । 

10 ‘ ময়ট ‘ প্রত্যয় যোগে একটি শব্দ হল – 

(ক) মৃন্ময়  (খ) পানীয় (গ) চলিষ্ণু । 

  1. ক্রিয়ার আধারকে বলা হয় – 

(ক) করণ  (খ) অধিকরণ (গ) নিমিত্ত – কারক । 

 

[B] খুব সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :   [মান – 1] 

  1. ‘ হুলিয়া ‘ শব্দটির অর্থ কী ? 
  2. বাপ মায়েরা কী হলে ‘ মুচ্ছো ’ যাবেন ? 
  3. ‘ ভারততীর্থ ’ কবিতায় ভারতভূমিকে ‘ পূণ্যতীর্থ ‘ বলা হয়েছে কেন ?
  4. ‘ টই কাঁপে সব ‘ …. টই কোথায় কাঁপে ? 
  5. কারা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে ? 
  6. সূর্য্যি ডুবে যাওয়ায় কথকরা ‘ দুচ্ছাই ‘ বলেছে কেন ? 
  7. ‘ ওংকারধ্বনি ‘ বলতে কী বোঝায় ? 
  8. জাদুকর সোনা – টিয়াকে কী উপহার দিয়েছিল ? 
  9. সং কত টাকা পুরস্কার জিতেছিল ? 
  10. হোটেলওয়ালা আসলে কে ? 
  11. কারক কয় প্রকার ও কী কী ? 
  12. বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখ । 
  13. থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট কী ছিল ? 
  14. ননীবালা দেবী কার কাছ থেকে বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন ? 
  15. প্রাচীন পথ ধরে কোন তিনজন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন ? 

 

[C] নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও :   [মান – 2]

  1. ‘ হিঃ হিঃ – তুক করা হলো না ’ – বক্তা কে ? কাকে সে এ কথা বলেছে ? কখন বলেছে ?
  2. কথকরা কেন ‘ এক গঙ্গা জল ’ দিয়ে পা ধুচ্ছে ? 
  3. “ হে রুদ্রবীণা , বাজো , বাজো বাজো ,। ‘ – রুদ্রবীণা কী ? কবি রুদ্রবীণার বেজে ওঠার প্রত্যাশী কেন ? 
  4. ‘ কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করিনে ‘ – কবির এই অপছন্দের কারণ কী ?
  5. পাড়ায় থিয়েটারের দল গড়া আর হলো না কেন পটলবাবুর ?

 

[D] নীচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও :    [মান – 5] 

  1. ‘ চিন্তাশীল ’ নাটক অবলম্বনে নরহরি ও তার মায়ের চরিত্র বর্ণনা করো । 
  2. ‘ দিন ফুরোলে ‘ কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো । 
  3. ‘ ভারততীর্থ ’ কবিতায় ‘ মহামানবের সাগরতীরে ‘ বলতে কবি কী বুঝিয়েছেন ? 
  4. ‘ বই – টই ’ কবিতায় ‘ টই ’ বলতে কবি যা যা বুঝিয়েছেন , তা আলোচনা করো 
  5. গিরীন কীভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ আর সাহস জুগিয়েছিল , তা আলোচনা করো । 
  6. গাছে কাঁঠাল , গোঁফে তেল ! সাথে কি তোমার কোনোদিন কিচ্ছু হয় না ? ‘ । — পটলবাবুর গৃহিণীর এই মন্তব্য করার কারণ কী ? 
  7. “ ননীবালা তখুনি দরখাস্ত লিখে দিলেন । ‘ — ননীবালাদেবী কাকে , কীসের জন্য দরখাস্ত লিখেছিলেন ? শেষ পর্যন্ত সেই দরখাস্তের কী পরিণতি হয়েছিল ? 
  8. ‘ মাকু ’ গল্প অনুসরণে হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল , তা লেখ । 
  9. সোনা – টিয়া মাকুকে খুঁজে পেলেও মাকু থাকল না কেন ? মাকুর ওপর সোনা – টিয়ার রাগ হওয়ার কারণ কী ?
  10. “ এই বলে হোটেলওলা একটা দীর্ঘ নিশ্বাস ফেলল । ” – হোটেলওয়ালা কী বলেছিল ? 
  11. পরিদের রানীর সঙ্গে মাকুর বিয়ে কীভাবে সম্পন্ন হয়েছিল ? 

[E]   প্রবন্ধ রচনা করো :   [মান – 6] 

  1. পরিবেশ দূষণ ও তার প্রতিকার  অথবা , পরিবেশ রক্ষায় ছাত্র – ছাত্রীদের ভূমিকা
  2. দৈনন্দিন জীবনে বিজ্ঞান 
  3. প্রয়োজনীয়তা / দেশভ্রমণ 

[F] পত্ররচনা করো ।    [মান – 8] 

  1. পুজোর ছুটি কাটানোর বিবরণ জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো ।
  2. অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে । ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন পত্র লেখো । 
  3. তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো ।  

Loading

The post বাংলা মডেল প্রশ্নমালা – ৩ (সপ্তম শ্রেণী) first appeared on Sahaj Path Free Online Exam Platform.

]]>
https://exams.sahajpathonline.org/class-7-bengali-model-questions-set-3/feed/ 0 875
বাংলা মডেল প্রশ্নমালা – ২ (সপ্তম শ্রেণী) https://exams.sahajpathonline.org/class-7-bengali-model-questions-set-2/#utm_source=rss&utm_medium=rss&utm_campaign=class-7-bengali-model-questions-set-2 https://exams.sahajpathonline.org/class-7-bengali-model-questions-set-2/#respond Thu, 25 Jul 2024 12:01:52 +0000 https://exams.sahajpathonline.org/?p=871 1. সঠিক উত্তরটি নির্বাচন করো ।  [মান – 1] জীবনের ঝরাপাতা আত্মজীবনিটি- (ক) অমলা দেবীর  (খ) সরলা দেবীর  (গ) রমলা দেবীর  (ঘ) কাদম্বিনী দেবীর কাজীদার সেই গান চোখ বুঝলেই আজও শুনতে পান-…

The post বাংলা মডেল প্রশ্নমালা – ২ (সপ্তম শ্রেণী) first appeared on Sahaj Path Free Online Exam Platform.

]]>

1. সঠিক উত্তরটি নির্বাচন করো ।  [মান – 1]

  1. জীবনের ঝরাপাতা আত্মজীবনিটি-

(ক) অমলা দেবীর  (খ) সরলা দেবীর  (গ) রমলা দেবীর  (ঘ) কাদম্বিনী দেবীর

  1. কাজীদার সেই গান চোখ বুঝলেই আজও শুনতে পান-

(ক) সাহানা নাগচৌধুরি  (খ) অহনা দত্তচৌধুরি  (গ) সাহানা মুখোপাধ্যায়  (ঘ) রামকুমার চট্টোপাধ্যায়)

  1. বর্ষায় আজ বিদ্রোহ করে বুঝি’ -এখানে যার বিদ্রোহ করার কথা বলা হয়েছে-

(ক) কিষাণের  (খ) জোড়া দিম্বি  (গ) অহংকারী মশা  (ঘ) মজা নদী

  1. উপনিষদে উক্ত ‘চরৈবেতি’ শব্দের অর্থ-

(ক) যাত্রা থামাও  (খ) এগিয়ে যাও  (গ) দাঁড়িও না

  1. ‘কাল থেকে মনে মোর লেগে আছে খটকা’ -খটকা কী নিয়ে?

(ক) তেজ পাতা তেজ কেন  (খ) কোলাগুড় কিসে দেয়  (গ) কাতুকুতু দিলে গোরু কেন ছটপট করে  (ঘ) ফুল ফুটলে কেন পটকা ফাটার মতো শব্দ হয়

  1. মেঘচোর গল্পে অসীমার বয়স-

(ক) কুড়ি  (খ) সাতাশ  (গ) তিরিশ  (ঘ) সাঁইত্রিশ) বছর।

    7. ‘বাঁশি’ শব্দটি হল-

(ক) যৌগিক শব্দ  (খ) গূঢ় শব্দ (গ) যোগরূঢ় শব্দ (ঘ) ধ্বন্যাত্মক শব্দ

    8. ‘বাচ্চারা চোর-চোর খেলছে।’— চোর-চোর শব্দদ্বৈতটি ব্যবহৃত হয়েছে-

(ক) অনুকরণ অর্থে  (খ) দ্রুত অর্থে (গ) আসন্ন অর্থে (ঘ) বহুলতা অর্থে

    9. তৎসম শব্দে ‘ক’-কারের পর যা হয়। এর একটি উদাহরণ হল –

(ক) অভিষেক  (খ) শ্রীচরণেষু (গ) ঋষি (ঘ) অনুষ্ঠান

    10. চিতাবাঘ দৌড়াতে পারে ঘণ্টায়—

(ক) ৭০ মাইল পর্যন্ত  (খ) ৮০ মাইল পর্যন্ত (গ) ১০০ মাইল পর্যন্ত (ঘ) ৫০ মাইল পর্যন্ত

    11. ‘জবাবটা জেনে নেব….’—জবাবটা জেনে নেওয়া হবে —

(ক) মেজদাকে খুঁচিয়ে  (খ) মেজদাকে অনুরোধ করে (গ) মেলাকে অর্থ দিয়ে (ঘ) মেজদাকে ভয় দেখিয়ে

    12. শুদ্ধ বানানের শব্দটি লেখো—

(ক) সহযোগিতা  (খ) ক্ৰমশঃ  (গ) অংক (ঘ) ভূমিসাৎ

 প্রশ্নের উত্তর দাও: [মান – 1]

  1. সাইবেরিয়া কোথায়?
  2. ‘নোট বই’ কবিতায় কোন কোন পতঙ্গের উল্লেখ রয়েছে?
  3. গ্যাজেলি নামক হরিণ কোথায় রয়েছে?
  4. ‘স্মৃতিচিহ্ন’ কবিতায় ‘শুষ্ক তৃণ’ বলতে কবি কী বুঝিয়েছেন?
  5. ‘এই ছিল তখনকার কোনো স্বদেশি মিটিং এর রীতি।’ -কোন রীতির কথা বলা হয়েছে?
  6. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সংগীতটির কোন পরিচয় দেওয়া হয়েছিল?
  7. “কৃষক-বধূরা ঢেঁকিকে নাচায়….-“—কী দিয়ে নাচায় ?
  8. “রোজ রাতে যা থাকে তাই আছে”— রোজ রাতে কী কী থাকে?
  9. “তিনটি করে বড়ো বড়ো পাথর দিয়ে উনুন হয়েছে।” —এই উনুনের জ্বালানি কী ছিল?
  10. “জায়গাটির নাম ছিল…..’— জায়গাটির নাম কী ছিল ?
  11. ঘুরতে ঘুরতে এখন ওরা এসেছেন ওঁরা কোথায় এসেছেন?
  12. “মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম।”— ওরা কারা?

 প্রশ্নের উত্তর দাও: [মান – 3]

  1. ‘মূঢ় ওরা, ব্যর্থ মনস্কাম!’ -কাদের মূঢ় বলা হয়েছে? তাদের মনস্কামনা কিভাবে ব্যর্থ হয়েছে?
  2. ‘চিরদিনের’ কবিতায় দুর্ভিক্ষ-উত্তীর্ণ যে সুবর্ণ দিনের স্বপ্ন কবি দেখেছেন তা নিজের ভাষায় লেখো।
  3. ‘মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন’ -এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যিই তাঁরা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন?
  4. ‘মেঘ চোর’ গল্পে কাকে কেন মেঘ-চোর বলা হয়েছে? তার মেঘ চুরির কৌশলটি সংক্ষেপে লেখো।
  5. হোটেলওলাকে কোন কোন জিনিস কিনতে হয় না? সং কেন সপ্তাহে তিনবার পোস্টঅফিসে যেত?
  6. “হোটেল বলে হোটেল! সে এক এলাহি ব্যাপার।” বনের মধ্যে এই হোটেল কে চালাত? তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও।
  7. “কাল-স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল।”— কাল-স্রোতে কাদের নাম, কীভাবে ধৌত হয়ে নিত্য সমুজ্জ্বল হয়—ব্যাখ্যা করো।
  8. “সবুজ ফসলে সুবর্ণ দুর্গ আসে”— কথাটির মধ্য দিয়ে কী বলতে চাওয়া হয়েছে?
  9. “দু-জনে বাঘ ধরার বড়ো ফাঁদের কাছে এসে গেল।”— দুজন কে কে? সেই ‘বড়ো ফাঁদ’ সম্বন্ধে চারটি বাক্য লেখো।

নির্দেশ অনুসারে উত্তর দাও : [মান – 4]

  1. অর্থোপার্থক্য লেখো – চাপা / চাঁপা; দেশ / দ্বেষ।
  1. রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি। (না-বাচক বাক্যে রূপান্তরিত করো)
  2. ‘মানসিক’ এর বিশেষ্য রূপ লেখো।
  3. ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। (নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো)
  4. সন্ধিবিচ্ছেদ করো (যেকোনো একটি): বৃষ্টি, মনস্কাম, নিরুদ্দেশ।
  5. “সেই বলটা হাতে নিয়ে তিনি বললেন,” —এই সূত্রে বলটির যে বর্ণনা পাওয়া যায়, তা লেখো।
  6. “জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা।”— প্রসঙ্গ উল্লেখ করো এবং ব্যাখ্যা করো।
  7. “হোটেল বলে হোটেল!”—সংশ্লিষ্ট হোটেলটি সম্বন্ধে ছ-টি বাক্য লেখো।

রচনা লেখো: [মান – 5]

  1. “পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের দায়িত্ব”। 
  2. কোনো ইতিহাস-প্রসিদ্ধ স্থানে ঘুরে আসার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো।
  3. একটি মেলা দেখার অভিজ্ঞতা।
  4. তোমার বিদ্যালয়।
  5. দেশভ্রমণ।
  6. পরিবেশরক্ষায় ছাত্রছাত্রী

 

Loading

The post বাংলা মডেল প্রশ্নমালা – ২ (সপ্তম শ্রেণী) first appeared on Sahaj Path Free Online Exam Platform.

]]>
https://exams.sahajpathonline.org/class-7-bengali-model-questions-set-2/feed/ 0 871
বাংলা মডেল প্রশ্নমালা – ১ (সপ্তম শ্রেণী) https://exams.sahajpathonline.org/class-7-bengali-model-questions-set-1/#utm_source=rss&utm_medium=rss&utm_campaign=class-7-bengali-model-questions-set-1 https://exams.sahajpathonline.org/class-7-bengali-model-questions-set-1/#respond Thu, 25 Jul 2024 10:05:26 +0000 https://exams.sahajpathonline.org/?p=867 1. সঠিক উত্তরটি নির্বাচন করো ।  [মান – 1] 1.1 আজ সকাল থেকে বসে গণেশ লিখেছে— (ক) গল্প  (খ) কবিতা  (গ) নাটক  (ঘ) ভ্রমণকাহিনি 1.2 রামানন্দ চট্টোপাধ্যায় কোন্ পত্রিকার সম্পাদক ছিলেন? (ক) সাধনা  (খ) বঙ্গদর্শন  (গ)…

The post বাংলা মডেল প্রশ্নমালা – ১ (সপ্তম শ্রেণী) first appeared on Sahaj Path Free Online Exam Platform.

]]>

1. সঠিক উত্তরটি নির্বাচন করো ।  [মান – 1]

1.1 আজ সকাল থেকে বসে গণেশ লিখেছে—

(ক) গল্প  (খ) কবিতা  (গ) নাটক  (ঘ) ভ্রমণকাহিনি

1.2 রামানন্দ চট্টোপাধ্যায় কোন্ পত্রিকার সম্পাদক ছিলেন?

(ক) সাধনা  (খ) বঙ্গদর্শন  (গ) প্রবাসী  (ঘ) হিতবাদী 

1.3 ‘কোকনদ’ শব্দের অর্থ হলো-

(ক) লাল পদ্ম  (খ) নীল পদ্ম  (গ) সাদা পদ্ম  (ঘ) লাল গোলাপ

1.4 ‘পাখি সব করে রব রাতি পোহাইল …’ কবিতাটির কবি হলেন-

(ক) মদনমোহন তর্কালঙ্কার  (খ) মধুসূদন  (গ) রবীন্দ্রনাথ ঠাকুর

1.5 ছন্দ আছে-

(ক) জোছনাতে  (খ) পূর্ণিমাতে  (গ) সারারাতে

1.6 ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় যে ঋতুর উল্লেখ আছে তা হলো-

(ক) গ্রীষ্ম-বর্ষা  (খ) বসন্ত-শরৎ  (গ) শীত-হেমন্ত

1.7 ‘পাগলা গণেশ’ একটি-

(ক) বিজ্ঞান  (খ) কল্পবিজ্ঞান  (গ) রূপকথা বিষয়ক গল্প

1.8 কবিকে নীল রংটি ধার দিতে চায়-

(ক) চড়ুই  (খ) আকাশ  (গ) দোকানদার  (ঘ) মাছরাঙা

 

2. সঠিক উত্তরটি নির্বাচন করো ।  [মান – 1]

2.1 দৈবের বশে, জীব-তারা কোথায় খসে পড়তে পারে?

(ক) স্বদেশে  (খ) ভারতে  (গ) প্রবাসে  (ঘ) বিদেশে 

2.2 তাইতো সহস্র পাখির ______ আজ দিগন্ত মুখর।

(ক) ডাকে  (খ) গানে  (গ) কলতানে  (ঘ) ধ্বনিতে

 

3. সঠিক উত্তরটি নির্বাচন করো । [মান – 2]

3.1 নীচের কোনটি তদ্ভব শব্দ?

(ক) কানাই  (খ) কাজ  (গ) কেষ্ট  (ঘ) কৃষ্ণ

3.2 চা, চিনি, লুচি—এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে?

(ক) গ্রিক  (খ) বর্মি  (গ) ফরাসি  (ঘ) চিনা

3.3 বাবা কোন্ দেশীয় শব্দ?

(ক) ওলন্দাজ  (খ) তুর্কি  (গ) পেরু  (ঘ) স্পেনীয়

 

4. নীচের প্রশ্নের উত্তর দাও। [মান – 1]

4.1 রামকিঙ্করের প্রথম শিল্প শিক্ষার স্কুল কোনটি?

4.2 খোকনের বাবার চিত্রকর বন্ধু কোথায় থাকেন?

4.3 ‘ছন্দ শোনা যায় নাকো।’ –কবির ভাবনায় কখন আর ছন্দ শোনা যায় না?

4.4 ‘আত্মকথা’ গল্পটি কার জীবনকথা?

4.5 ‘My Native Land, Good night’ — উক্তিটি কার?

4.6 ছন্দে কান রাখলে জীবন কেমন হবে?

4.7 “পদ্য লেখা সহজ নয়” — পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন?

4.8 ছন্দ শোনার জন্য কবি কী কী পরামর্শ দিয়েছেন?

4.9 ‘পাগলা গণেশ’ কোথায় আশ্রয় নিয়েছিল?

4.10 ‘একুশের কবিতা’য় ‘একুশ’ বলতে কী বোঝানো হয়েছে?

4.11 ‘এ মিনতি করি পদে।’ কবি কার কাছে প্রার্থনা জানিয়েছেন?

4.12 ‘অবজার্ভেটরি’ এর বাংলা প্রতিশব্দ কী?

4.13 কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়?

 

5. নীচের প্রশ্নের উত্তর দাও।   [মান – 1]

5.1 কখন পদ্য লেখা সহজ হবে?

5.2 জোনাকিরা কোথায় ‘অ’ ‘আ’ লিখছে?

5.3 সোনা-টিয়া কোন জঙ্গলে গিয়েছিল?

5.4 সোনা-টিয়া ঘড়িওলাকে কী খেতে দিল?

5.5 আম্মা কে ছিলেন?

5.6 রাতে সোনারা কোথায় ঘুমিয়েছিল?

5.7 ঘড়িওলার দেওয়া হ্যান্ডবিলটি কী রঙের ছিল?

5.8 সোনা হোটেলওলার কাছে মাকুর কী নাম বলেছিল?

5.9 মাকু উপন্যাসধর্মী রচনাটি কার লেখা?

5.10 সোনা-টিয়ার বয়স কত?

5.11 কালিয়ার বনে কে গোরু খুঁজতে গিয়েছিল?

5.12 ‘পানুয়া’ কে?

5.13 সোনা-টিয়া কালিয়ার বনে কী খুঁজতে এসেছে?

5.14 কাউকে কাঁদতে দেখলে টিয়ার কী হয়?

 

6. নীচের প্রশ্নের উত্তর দাও।   [মান – 3]

6.1 ছেরাদ্দ, হাত কোনটি কী ধরনের শব্দ?

6.2 খণ্ডিত শব্দ কাকে বলে?

6.3 মিশ্র শব্দ কাকে বলে?

6.4 বিদেশি ও তৎসম শব্দ যোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও।

 

7. নীচের প্রশ্নের উত্তর দাও।   [মান – 2]

7.1 কালিয়ার বনে কীভাবে যাওয়া যায়?

7.2 আম্মা কে ছিলেন?

7.3 মাকুকে কে বানিয়েছিল?

 

8. নীচের প্রশ্নের উত্তর দাও।   [মান – 2]

8.1 কুতুবমিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন?

8.2 “ও মশাই, এমন বিকট শব্দ করছেন কেন?” কার উদ্দেশে কারা এ কথা বলেছিল? কোন্ কাজকে তারা ‘বিকট শব্দ’ বলে মনে করেছিল?

 

9. নীচের প্রশ্নের উত্তর দাও।   [মান – 2]

9.1 “এ মিনতি করি পদে”—কবি কার কাছে কী প্রার্থনা জানিয়েছেন ?

9.2 ‘মাতৃভাষা’ কবিতায় কবি মাতৃভাষার কাছে ফিরে আসাকে কোন্ কোন্ বিষয়ের সাহায্যে স্পষ্ট করেছেন ?

 

Loading

The post বাংলা মডেল প্রশ্নমালা – ১ (সপ্তম শ্রেণী) first appeared on Sahaj Path Free Online Exam Platform.

]]>
https://exams.sahajpathonline.org/class-7-bengali-model-questions-set-1/feed/ 0 867
বাংলা নিজে করি প্রশ্নমালা – ২ (সপ্তম শ্রেণী) https://exams.sahajpathonline.org/class-7-bengali-practice-model-questions-set-2/#utm_source=rss&utm_medium=rss&utm_campaign=class-7-bengali-practice-model-questions-set-2 https://exams.sahajpathonline.org/class-7-bengali-practice-model-questions-set-2/#respond Thu, 25 Jul 2024 08:08:17 +0000 https://exams.sahajpathonline.org/?p=862 উপনিষদে ‘চরৈবেতি’ শব্দের অর্থ কী? ভাস্কো-ডা-গামা কোন দেশের মানুষ ছিলেন? ATP-এর পুরো কথাটি কী? ‘শামুক চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন’- সেটি আসলে কী? ‘আমাদের নিজেদের শরীরের মধ্যে এরকম…

The post বাংলা নিজে করি প্রশ্নমালা – ২ (সপ্তম শ্রেণী) first appeared on Sahaj Path Free Online Exam Platform.

]]>
  1. উপনিষদে ‘চরৈবেতি’ শব্দের অর্থ কী?
  2. ভাস্কো-ডা-গামা কোন দেশের মানুষ ছিলেন?
  3. ATP-এর পুরো কথাটি কী?
  4. ‘শামুক চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন’- সেটি আসলে কী?
  5. ‘আমাদের নিজেদের শরীরের মধ্যে এরকম ভবঘুরে সেল আছে’- সেলটিকে ‘ভবঘুরে’ বলা হয়েছে কেন?
  6. প্যারামোসিয়াম কীভাবে চলাফেরা করে?
  7. গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রণীর নাম লেখো। 
  8. ক্রমবিকাশের পথ পরিক্রমায় ঘোড়ার আঙুলের কোন পরিবর্তন ঘটেছে? 
  9. টীকাঃ হিউয়েন সাঙ, শ্রীজ্ঞান দীপঙ্কর, ভাস্কো-ডা-গামা 
  10. ‘এ পথে আমি যে গেছি’- রবীন্দ্রসংগীতের অনুসঙ্গটি পাঠ্যাংশে কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে?
  11. ‘ক্রমবিকাশের ইতিহাসে জানা যায়’- এ প্রসঙ্গে লেখক কোন তথ্যের অবতারণা করেছেন? 
  12. ‘মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন’- এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যিই তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন?
  13. ‘এ যাত্রা তমার থামাও’- লেখক কাকে একথা বলেছেন? এর কোন উত্তর তিনি কীভাবে পেয়েছেন?
  14. ‘ভালো কথা শুনি যেই চটপট লিখি তায়’- বক্তা কোন কোন ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন? 
  15. ‘বলবে কী, তোমরাও নোটবই পড়োনি’- নোটবই পড়লে আর কী কী জানা যাবে?
  16. কিলবিল, ছটফট, কটকট, টনটন এগুলো কী ধরণের শব্দ?
  17. ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেন?
  18. মেঘ চোর কাকে বলা হয়েছে?
  19. পুরন্দরের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
  20. হাভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়?
  21. দিক্‌বিজয় কে ছিলেন?
  22. কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল?
  23. আটলান্টিস কী?
  24. অ্যালয় কী?
  25. ‘প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ’- কে, কাকে, কখন বলেছে?
  26. অসীমার প্রকৃত পরিচয় কী? 
  27. অসিমার বিশেষ আগ্রহ কোন বিষয়ে?
  28. মেঘচোর গল্পে কাকে কেন মেঘচোর বলা হয়েছে? তার মেঘ চুরির কৌশলটি সংক্ষেপে লেখো। 
  29. ভারতবর্ষের জাতীয় সংগীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল?
  30. রবীন্দনাথ জনগণমনর যে ইংরেজি নামকরণ করেছিলেন সেটি লেখো। 
  31. তীকা লেখোঃ বিশ্বভারতী, মাঘোৎসব
  32. ‘এই ছিল তখনকার কোনো মিটিং এর রীতি’- কোন রীতির কথা এখানে বলা হয়েছে? 
  33. টীকা লেখোঃ কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বদেশি যুগ
  34. পাঠ্যাংশে কার কেমন দেহসৌষ্ঠবের পরিচয় ধরা পড়েছে? 
  35. মহৎ মানুষদের জীবনকথা আমরা পাঠ করে থাকি কেনো?
  36. মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেনো?
  37. স্মৃতিচিহ্ন কবিতাটি কী জাতীয় রচনা?
  38. কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে?
  39. ‘কাল’কে কবিতায় কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
  40. কালস্রোতে কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না?
  41. ‘মানবহৃদয় ভূমি করি অধিকার’- কারা, কীভাবে মানবহৃদয় ভূমি অধিকার করে? 
  42. কিষাণপাড়া নীরব কেন?
  43. বর্ষায় কে বিদ্রোহ করে?
  44. রাত্রিকে কীভাবে স্বাগত জানানো হয়?
  45. কোথায় জনমত গড়ে ওঠে?
  46. সকালের আগমন কীভাবে ঘোষিত হয়?
  47. ঘড়িওলার দাদা কে?
  48. ‘স্বর্গের সুরুয়া’ কেমনভাবে রান্না করা হতো? 
  49. সং কেন সপ্তাহে তিনবার পোষ্টাপিশে যেত?
  50. হোটেলওলাকে কেমন দেখতে? সে সোনা-টিয়াকে কীভাবে সাহায্য করেছিল? 
  51. হোটেলওলার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল?  
  52. পাঠ্যাংশের সমস্ত ব্যাকরণ থেকে প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে। 
  53. ব্যাকরণ বই থেকে বাংলা বানান অনুশীলন করবে।
  54. যৌগিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। 
  55. শব্দদ্বৈত কাকে বলে? উদাহরণ দাও।
  56. ধ্বন্যাত্মক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। 
  57. প্রবন্ধ রচনাঃ পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, দেশ ভ্রমণ

Loading

The post বাংলা নিজে করি প্রশ্নমালা – ২ (সপ্তম শ্রেণী) first appeared on Sahaj Path Free Online Exam Platform.

]]>
https://exams.sahajpathonline.org/class-7-bengali-practice-model-questions-set-2/feed/ 0 862
বাংলা নিজে করি প্রশ্নমালা – ১ (সপ্তম শ্রেণী) https://exams.sahajpathonline.org/class-7-bengali-model-practice-questions-set-1/#utm_source=rss&utm_medium=rss&utm_campaign=class-7-bengali-model-practice-questions-set-1 https://exams.sahajpathonline.org/class-7-bengali-model-practice-questions-set-1/#respond Thu, 25 Jul 2024 07:48:45 +0000 https://exams.sahajpathonline.org/?p=858 ১) ‘মন্দ কথায় মন দিয়ো না’- মন্দ কথার প্রতি কবির কীরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে?  ২) ‘পদ্য লেখা সহজ নয়’- পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? ৩)…

The post বাংলা নিজে করি প্রশ্নমালা – ১ (সপ্তম শ্রেণী) first appeared on Sahaj Path Free Online Exam Platform.

]]>

১) ‘মন্দ কথায় মন দিয়ো না’- মন্দ কথার প্রতি কবির কীরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে? 

২) ‘পদ্য লেখা সহজ নয়’- পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন?

৩) ‘ছন্দ শোনা যায় নাকো’- কখন কবির ভাবনায় ছন্দ শোনা যায় না?

৪) ‘ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না’- ‘অনাবশ্যক ভাবাবেগ’ বলতে কী বোঝানো হয়েছে? তাকে সত্যিই তোমার অনাবশ্যক বলে মনে হয় কী?

৫) ‘ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে’- ব্যতিক্রমী মানুষটি কে? কীভাবে তিনি ‘ব্যতিক্রম’ হয়ে উঠেছিলেন?

৬) ‘গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে’- গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে? তাঁর এই ভুলে যাওয়ার কারণ কী বলে তোমার মনে হয়?

৭) ‘আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি’- বক্তা কীভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল? তাঁর প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কী?

৮) ‘তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল’- এই তিনজন কারা? তাদের মুগ্ধতার কারণ কী?

৯) ‘এ মিনতি করি পদে’- কবি কার কাছে কী প্রার্থনা জানিয়েছেন?

১০) ‘সেই ধন্য নরকূলে’- কোন মানুষ নরকূলে ধন্য হন?

১১) কবির নিজেকে বংগভূমির দাস বলার মধ্য দিয়ে তাঁর কোন মনোভাবের পরিচয় মেলে?

১২) ‘মন্দির’ শব্দটির আদি ও প্রচলিত অর্থ লেখো।

১৩) কবির দৃষ্টিতে মানুষ কীভাবে অমরতা লাভ করতে পারে তা লেখো।

১৪) ‘পাখি সব করে রব’- উদ্ধৃতাংশটি কার লেখা কোন কবিতার অংশ? কবিতাটি তাঁর লেখা কোন বইতে আছে?

১৫) ‘ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব’- ‘সব’ বলতে এখানে কী কী বোঝানো হয়েছে?

১৬) ‘তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর’- ‘সহস্র পাখি’ কাদের বলা হয়েছে?

১৭) ‘পোট্রেট’ শব্দটির অর্থ কী?

১৮) কী কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন?

১৯) কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়?

২০) শান্তিনিকেতনের আচার্জ নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন?

২১) নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল?

২২) ‘যতদূর মনে হচ্ছে- গার্ল অ্যান্ড দ্য ডগ’- কার উক্তি? ‘গার্ল অ্যান্ড দ্য ডগ’ কীসের নাম? তিনি কীভাবে এ ধরণের কাজ শিখলেন?

২৩) ‘এই সাদামাটা সুরটা আমাকে ভীষণভাবে টানে’- কাকে টানে? ‘সাদামাটা সুর’ বলতে তিনি কী বুঝিয়েছেন? তাঁকে এই সুর টানে কেন? 

২৪) চাঁদের পুরু দুধের সর কোথায় জমে? 

২৫) কবি কোন বিষয়কে ‘পদক পাওয়া’ মনে করেছেন? 

২৬) কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কী কী পরিবর্তন ঘটে?

২৭) কবি যখন ছবি আঁকেন তখন কী কী ঘটনা ঘটে? 

২৮) ‘রঙ তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে’- কবির এমন বক্তব্যের কারণ কী? 

২৯) ‘একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন’- ‘বেকুব’ শব্দটির অর্থ কী? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? 

৩০) ‘এগুলো সব নকল করা ছবি’- কে কাকে এই কথা বলেছেন? ‘নকল করা ছবি’ বলতে তিনি কী বুঝিয়েছেন? 

৩১) লক্ষৌ শহরটি কোথায়? সেখানকার একটি বিখ্যাত স্থাপত্যের নাম লেখো। 

৩২) প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয় তা খোকন কীভাবে বুঝল? 

৩৩) ‘চিতকর চলে গেলেন’- এই চিত্রকরের পরিচয় দাও। চলে যাওয়ার আগে তিনি খোকনকে কী বলে গেলেন? 

৩৪) কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন? 

৩৫) মিনারেট বা মিনারিকা কী? মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায়? 

৩৬) আহমদাবাদ শহরটি কোন রাজার নামানুসারে হয়েছে? এই শহরটি কোন রাজ্যের রাজধানী? 

৩৭) ‘কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার’- এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির পাঁচটি বিশিষ্টতা উল্লেখ করো। 

৩৮) তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। 

৩৯) তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও।  

৪০) খাটি দেশি শব্দ কাকে বলে? উদাহরণ দাও।  

৪১) খন্ডিত শব্দ কাকে বলে? উদাহরণ দাও। 

৪২) মুন্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ দাও। 

৪৩) আম্মা সোনা, টিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চানিনি কেন?

৪৩) কালিয়ার বনে যাওয়ার সময় সোনা-টিয়া কী কী খাবার নিয়েছিল?

৪৪) মাকুকে নিয়ে ঘড়িওয়ালা কী করতে চেয়েছিল?

৪৫) মাকু কাকে বিয়ে করতে চেয়েছিল?

৪৬) মাকুর চাবি ফুরিয়ে গেলে কী হবে?

৪৭) মাকুর শরীরের কোথায় চাবির ব্যবস্থা ছিল? 

৪৮) সোনা টিয়ার থেকে কত বছরের বড়ো?

৪৯) মাকুকে চিনে নেবার কী উপায় বলা হয়েছিল?

৫০) নদীর ওপারে সরু নালায় কোন দৃশ্য দেখা গিয়েছিল?

৫১) সং কে?

৫২) সরাইখানায় কীভাবে খাবার পাওয়া যায়?

৫৩) মাকু তাঁর শরীরে কোন কোন কল লাগিয়ে দেবার বায়না করেছিল?

৫৪) সোনা-টিয়া সং-এর কাছে কী চেয়েছিল?

৫৫) কত পয়সার বিনিময়ে মাকুর খেলা দেখা যেত?

৫৬) মাকু কী কী খেলা দেখাতো? 

Loading

The post বাংলা নিজে করি প্রশ্নমালা – ১ (সপ্তম শ্রেণী) first appeared on Sahaj Path Free Online Exam Platform.

]]>
https://exams.sahajpathonline.org/class-7-bengali-model-practice-questions-set-1/feed/ 0 858